You are currently viewing ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সেরা এসইও প্লাগিন গুলো কি? 
সেরা এসইও প্লাগিন

ওয়েবসাইটের জন্য এসইও অনেক গুরুত্বপূর্ণ। কারণ অর্গানিক ভিজিটর পাওয়ার জন্য এসইও এর কোন বিকল্প নেই। যদিও অন্যান্য অনেক মাধ্যম ইউজ করে আপনি আপনার ওয়েবসাইটে ট্র্যাফিক আনতে পারবেন। তবে এসইও করার মাধ্যমে আপনি ফ্রিতেই ট্র্যাফিক জেনারেট করতে পারবেন। ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও ইমপ্লিমেন্ট এবং তদারকি করার জন্য বেশকিছু জনপ্রিয় প্লাগিন রয়েছে। 

এই প্লাগিন ইউজ করে আপনি আপনার কাজ আরও সহজ করতে পারবেন। পাশাপাশি প্লাগিন গুলো অনেক উপকারী ফিচার প্রোভাইড করে যা ট্র্যাফিক বৃদ্ধিতে সহায়তা করে থাকে। নিচে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সেরা এসইও প্লাগিন গুলো কি কি এবং সেগুলোর ব্যবহার বর্ণনা করা হলো। 

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সেরা এসইও প্লাগিন

ওয়ার্ডপ্রেসে অনেকগুলো এসইও প্লাগিন থাকলেও এগুলোর মধ্যে কিছু আছে যা অনেক পপুলার এবং কার্যকরী। এখানে আপনার জানার সুবিধার্থে সব থেকে বেষ্ট প্লাগিন গুলো সম্পর্কে আলোচনা করা হল। 

ওয়েবসাইটের জন্য সেরা এসইও প্লাগিন

Yoast SEO – ইয়োস্ট এসইও

Yoast এসইও ইন্ডাস্ট্রির মধ্যে অনেক জনপ্রিয় একটি প্লাগিন। ২০০৮ সালে প্রতিষ্ঠা পাওয়া এই প্লাগিনের বর্তমানে ১০+ মিলিয়ন অ্যাক্টিভ ইন্সটলেশন রয়েছে। অর্থাৎ বিশ্বব্যাপি ১০ মিলিয়নের বেশি মানুষ এই প্লাগিন ইউজ করে থাকে। ওয়ার্ডপ্রেস প্লাগিন ডিরেক্টরিতে বর্তমানে তাদের প্রায় ২৬ হাজার ৫ স্টার রিভিউ রয়েছে। Yoast ইন্সটল করা অনেক সহজ এবং একজন বিগিনার অনেক সহজেই এটি ইউজ করতে পারে জন্য এত লম্বা সময় ধরে জনপ্রিয়তা ধরে রেখেছে। 

ইয়োস্ট এসইও প্লাগিন ফ্রি এবং পেইড দুইভাবেই পাওয়া যায় অর্থাৎ এটি একটি ফ্রিমিয়াম ওয়ার্ডপ্রেস প্লাগিন। একটি ওয়েবসাইটের সাধারণ এসইও চাহিদা মেটানোর জন্য এর ফ্রি ভার্শন যথেষ্ট তবে একটি ওয়েবসাইটের পরিপূর্ণ এসইও করার জন্য আপনাকে প্রো ভার্সনে যেতে হবে। নিচে Yoast SEO প্লাগিনের ফিচারগুলো দেওয়া হলো-

  • SEO Analysis Tool: কন্টেন্টের কীওয়ার্ড অপ্টিমাইজেশন এবং SEO ভুল শনাক্ত করে থাকে।
  • Readability Analysis: কন্টেন্ট কতটুকু সহজে পড়া যায় তা বিশ্লেষণ করে অর্থাৎ বিভিন্ন বয়সের মানুষের কাছে আপনার কন্টেন্ট পড়তে কতটুকু সহজ হতে পারে তা সম্পর্কে ধারণা দেয়।
  • XML Sitemap: এটি স্বয়ংক্রিয় সাইটম্যাপ তৈরি করে। আপনি এই সাইটম্যাপ ইউজ করে সার্চ কনসোলে আপনার ওয়েবসাইট ও সাইটের সকল লিংক ইনডেক্স করতে পারবেন।
  • Schema.org Structured Data Integration: সাইটে বিভিন্ন ধরনের স্কিমা সহজেই অ্যাড করতে পারবেন।
  • Crawl Settings: এই অ্যাডভানস ফিচারে আপনি আপনার সাইটে আসা ক্রলার আসার সময় পরিবর্তন করতে পারবেন। 
  • Advance AI: এটিও একটি প্রো ফিচার। এই ফিচার ইউজ করে আপনি আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স ইউজ করে টাইটেল জেনারেট  করতে পারবেন। পাশাপাশি আপনার কন্টেন্ট সার্চ ইঞ্জিনের জন্য কতটুকু অপ্টিমাইজড তা এখান থেকে চেক করে নিতে পারবেন। 

এগুলো বাদেও একটি ওয়েবসাইটের SEO করার জন্য যে যে ফিচার প্রয়োজন তার সব এই প্লাগিনে রয়েছে। যদিও একটি ওয়েবসাইটের ব্যাসিক এসইও করার জন্য এর ফ্রি ভার্শন যথেষ্ট তবে প্রো ভার্শন ইউজ করলে আপনি আরও অনেক উপকারী ফিচার পাবেন। 

Rank Math – র‍্যাঙ্ক ম্যাথ

বর্তমান সময়ে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে এসইও করার জন্য যে দুইটি প্লাগিন সব থেকে বেশি ইউজ হয় তার মধ্যে Yoast ও Rank Math অন্যতম। র‍্যাঙ্ক ম্যাথ মার্কেটে রিলিজ হয় ২০১৮ সালে। তারপর থেকেই এর ফিচার ও ইউজের সুবিধার কারণে অল্প সময়ের মধ্যেই মার্কেটে জনপ্রিয়তা পেতে শুরু করে। বয়সের দিক দিয়ে এটি ইয়োস্টের থেকে ছোট হলেও মার্কেট দখল নিয়ে দুই প্লাগিনের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা রয়েছে। 

সাম্প্রতিক তথ্যমতে র‍্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগিনের বিশ্বব্যাপি ৩+ মিলিয়ন অ্যাক্টিভ ইনস্টলেশন ও ৬ হাজার প্লাস ৫ স্টার রিভিউ রয়েছে। বিশেষ করে তাদের AI ফিচার অনেক কার্যকরী ও ওয়েবসাইটের এসইও বৃদ্ধি করতে অনেক উপকারী। নিচে এর গুরুত্বপূর্ণ ফিচার গুলো উল্লেখ করা হলো-

  • ডায়নামিক কিওয়ার্ড সাজেশন
  • স্মার্ট লিংক সাজেশন
  • রিলেটেড কিওয়ার্ড
  • ইন্টিলিজেন্ট রিকমেন্ডেশন
  • রোল ম্যানেজার কন্ট্রোল
  • স্কিমা মার্কআপ ও রিচ স্নিপেট ইন্টিগ্রেশন
  • ফ্রি তে ৫টি ফোকাস কিওয়ার্ড ইউজ করা যায় 
  • কন্টেন্টে AI ইউজ করে অপ্টিমাইজ করা যায়
  • সহজ ইমপোর্ট সুবিধা
  • XML সাইটম্যাপ তৈরির সুবিধা
  • ট্রান্সলেশন প্লাগিনের সাথে স্মুথভাবে কাজ করে

সার্চ কনসোলে ইন্টিগ্রেশন সহ আরও অনেক ফিচার থাকায় ওয়েবসাইটের জন্য র‍্যাঙ্ক ম্যাথ অনেক কার্যকরী। আমাদের ওয়েবসাইটের জন্য এসইও প্লাগিন নির্বাচনের সময় কিছু বিষয়ে গুরুত্ব দিতে হয়। যেমন- 

  • প্লাগিনটি কি ইনডেক্সে সহায়তা করে?
  • ওয়েবসাইটে এক্সট্রা কোড অ্যাড করে ভারী করে দেয়? 
  • লোডিং স্পিডে কি প্রভাব ফেলে? 
  • ওয়েবসাইটের এসইও স্কোর বৃদ্ধিতে কেমন ভূমিকা রাখে? 

ইত্যাদি বিষয়ের উপরে নির্ভর করে প্লাগিনের কার্যকারিতা বিবেচনা করা হয়। সে দিক থেকে র‍্যাঙ্কম্যাথ একটি পারফেক্ট চয়েজ। 

All in One SEO – অল ইন ওয়ান এসইও

All in One SEO তাদের যাত্রা শুরু করে ২০০৭ সালের দিকে। বর্তমানে তাদের ৩ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইউজার রয়েছে। এই প্লাগিনের ফ্রি এবং পেইড দুই ভার্শন রয়েছে। ফ্রি ভার্শনে ব্যাসিক কিছু সেটিংস্‌ থাকলেও পেইড ভার্সনে অনেক প্রয়োজনীয় ফিচারস রয়েছে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে-

  • স্কিমা মার্কআপ 
  • XML সাইটম্যাপ 
  • লোকাল এসইও
  • কিওয়ার্ড র‍্যাঙ্কিং ট্র্যাকিং
  • অটোমেটিক ইন্টারনাল লিঙ্কিং
  • এসইও অডিট
  • EEAT
  • AI এসইও ফিচার
  • 404 মনিটর
  • স্মার্ট এসইও রিডাইরেক্ট

ইত্যাদি সহ আরও অনেক গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। এগুলোর মধ্যে কিছু কিছু ফিচার রয়েছে যা স্বল্প আকারে ফ্রি ইউজারদের জন্য অ্যাভেইলেবল থাকলেও All in One SEO প্লাগিনের ফুল পটেনশিয়াল পেতে চাইলে অবশ্যই প্রো ভার্সনে আপগ্রেড করে নিতে হবে। 

পপুলার এসইও প্লাগিন

WP Meta SEO – মেটা এসইও

WP Meta SEO ফ্রি এবং প্রো দুই ভার্শনেই পাওয়া যায়। অন্যান্য এসইও ফিচার থাকার পরেও এই প্লাগিন মেটা ডাটা অপটিমাইজেশন করার জন্য সব থেকে বেশি কার্যকরী। এছাড়া এই ওয়ার্ডপ্রেস এসইও প্লাগিনে নিচে উল্লেখ করা ফিচারগুলো রয়েছে- 

  • মেটা ইনফরমেশন ম্যানেজার
  • ইমেজ এসইও
  • XML সাইটম্যাপ
  • 404 ইরর চেকার
  • 404 ইরর রি-ডাইরেক্ট
  • ব্রেডক্রাম জেনারেটর
  • ইমেজ রিসাইজ
  • গুগল এনালিটিক্স
  • ডুপ্লিকেট মেটা চেকার
  • কাস্টম ই-মেইল সাপোর্ট
  • গুগল কিওয়ার্ড সাজেশন
  • সাইটম্যাপ লিংক চেকার
  • উ-কমার্স এসইও
  • লোকাল এসইও

WP Meta SEO প্রায় সকল ধরনের পেজ বিল্ডারের সাথে কম্প্যাটিবল। এর ইন্টারফেস গতানুগতিক এসইও প্লাগিন থেকে অনেক আলাদা। তবে ফিচার ইনেবল এবং ডিজেবল করার সিস্টেম অনেক সহজ যা একজন সাধারণ ইউজার থেকে এক্সপার্ট সকল ধরনের ইউজারের জন্য কার্যকরী। 

SEOPress – এসইও প্রেস

এটি একটি পপুলার এসইও প্লাগিন। ২০১৭ সালের পর থেকে বর্তমান পর্যন্ত প্রায় ৩ লাখের বেশি ওয়েবসাইট এই প্লাগিন অ্যাক্টিভ রয়েছে। বিশ্বের পপুলার ২৫ ভাষায় তাদের সাপোর্ট রয়েছে এবং এসইও স্কোর বৃদ্ধি করার জন্য তারা কন্টেন্ট অ্যানালাইসিস সুবিধা দিয়ে থাকে। এটি ফ্রি এবং পেইড দুইভাবেই পাওয়া যায়। নিচে এর গুরুত্বপূর্ণ ফিচার গুলো দেওয়া হলো-

  • গুগল Index API/ IndexNow API
  • কন্টেন্ট অ্যানালাইসিস
  • মোবাইল, ডেক্সটপ ও সোশ্যাল প্রিভিউ
  • টাইটেল কাস্টমাইজেশন
  • কাস্টম Canonical URL
  • XML সাইটম্যাপ
  • মেটা ইনফরমেশন
  • ইমেজ এসইও
  • সহজ রিডিরেকশন
  • গুগল নলেজ গ্রাফ
  • সকল প্রকার পেজ-বিল্ডারের সাথে কার্যকরী

ইত্যাদি ফিচার গুলো ইউজ করে একটি ওয়েবসাইটের র‍্যাঙ্কিং বুস্ট করা সহজ হয়। অন্যদিকে SEOPress প্লাগিনে AI সংযুক্ত করার পর এর কার্যকারিতা এবং কাজের ক্ষেত্র আরও বৃদ্ধি পেয়েছে। 

শেষকথা 

ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য এসইও প্লাগিন অনেক প্রয়োজনীয়। কারণ প্রায় সময় দেখা যায় থিম গুলো এসইও ফিচার প্রোভাইড করে না। যে কারণে আলাদাভাবে কাস্টম এসইও রুল অ্যাপ্লাই করতে হয়। একটি প্লাগিন এই কাজ অনেক সহজ করে দেয়। এখানে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের জন্য সেরা এসইও প্লাগিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যা আপনাকে আপনার ওয়েবসাইটের জন্য কোনটি বেস্ট হবে তা নির্ধারণ করতে সহায়তা করবে। 

Leave a Reply