You are currently viewing ওয়েব ডেভেলপমেন্ট সিরিজ – ওয়েব ডেভেলোপমেন্ট গাইড লাইন A-Z

আইটি সেক্টরে আমরা যারা মোটামুটি লেভেলের জ্ঞান রাখি তাঁরা সবাই প্রায় ওয়েব ডেভেলোপমেন্ট নামটির সাথে পরিচিত। ওয়েব ডেভেলোপমেন্টে কাজ করি আর না করি কিন্তু অসংখ্য বার কোথাও না কোথাও কোনভাবে এই নামটি শুনে এসেছি । 

শুধু আইটি সেক্টরেই কেন? আইটি সেক্টরের বাইরেও যারা স্মার্টফোন ব্যবহার করেছি  তাঁরাও ওয়েব ডেভেলোপমেন্টের সাথে সরাসরি ভাবে পরিচিত না হলেও একপ্রকার ভাবে পরিচিত। কেননা আমরা স্মার্টফোন দিয়ে ইন্টারনেটে যা কিছুই করিনা কেন, কোন না কোন ওয়েব সাইটে প্রবেশ করতে হচ্ছে। 

এই যেমন ধরুণ ফেসবুকের কথা, আমরা বাংলাদেশের মানুষ ফেসবুকের সাথে এতটাই জড়িত যে, এই যুগে ফেসবুক চেনে না বা ফেসবুকের নাম শোনেনি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। এই ফেসবুকই তো হচ্ছে একটা ওয়েব সাইট। ঠিক এই ফেসবুকের মতো ইন্টারনেটে আমরা অসংখ্য ওয়েবসাইটে বহুবার ভিজিস করেছি, তাঁরমানে আমরা সবাই প্রায় ওয়েব ডেভেলোপমেন্ট বা ওয়েবসাইটের সাথে পরিচিত।

এই যে ওয়েবসাইট যেখানে আমরা প্রতিনিয়ত অসংখ্যা বার ভিজিট করছি ইনফরমেশন নিচ্ছি, এন্টারটেনমেন্ট হচ্ছি, কমিউনিকেশন করছি, স্কিল ডেভলোপমেন্ট করছি এছাড়া বিভিন্ন কাজে ব্যবহার করছি, কখনো কি মনে প্রশ্ন জেগেছে কিভাবে এই ওয়েবসাইট তৈরি হয়? কারা এই ওয়েবসাইট তৈরি করছে? কেনই বা ওয়েবসাইট তৈরি করছে? কিভাবে আপনি নিজেও একটা ওয়েবসাইট তৈরি করতে পারেন? বা কিভাবে একজন ওয়েব ডেভেলোপার হবেন? আমি নিশ্চিত যারা টেক প্রেমি মানুষ তাঁদের মনে একবার না একবার হলেও এই প্রশ্ন গুলো জেগেছে। 

আপনাদের এই এত এত প্রশ্নের উত্তর নিয়েই আমাদের এই ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ সাজানো হয়েছে। প্রথমেই বলে রাখি ওয়েব ডেভেলোপমেন্টে হচ্ছে একটা সমুদ্র, যে সমুদ্রে একবার ঝাপ দিলে কূল,কিনারা পাওয়া যায় না । আপনাকে মাসের পর মাস বছরের পর বছর শুধু স্রাতে যেতে হবে মানে নতুন নতুন টেকনোলজি শিখতে হবে, প্রতিনিয়ত নিজেকে আপডেট করতে হবে। ওয়েব ডেভেলোপমেন্টে শেখার কোন শেষ নেই, কেউ বলতে পারবে না আমি সব শিখে ফেলেছি আর শেখার কিছু বাকি নেই। 

ওয়েব ডেভেলোপমেন্ট যেহুতু একটা বিশাল সমুদ্র তাই এই বিশাল সমুদ্রে কে একটি আর্টিকেলে কভার করা সম্ভব নয়, আর এতে পাঠক নিজেও পড়তে পড়তে উৎসাহ হারিয়ে ফেলবে। তাই আমাদের এই ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজটিকে আমরা কয়েকটি পর্বে বিভক্ত করেছি, যার প্রত্যেকটি পর্বে কোন না কোন বিষয় নিয়ে চেষ্টা করবো বিস্তারিত বর্ণণা করার। আমাদের এই সিরিজ টি একদম বিগেনার ফ্রেন্ডলি ভাবে সাজানো হয়েছে, যাতে একদম নতুন যারা  ওয়েব ডেভেলোপমেন্টে আসতে চাচ্ছেন তাঁরা শুরু থেকে শেষ পর্যন্ত একটি পূর্ণাঙ্গ গাইড লাইন পায়। শুধু যে নতুনদের টার্গেট করে আমাদের এই সিরিজ সাজানো হয়েছে তা নয়, এখানে নতুনদের পাশাপাশি ইতিমধ্যেই যারা ওয়েব ডেভেলোপমেন্টের দুনিয়ায় প্রবেশ করেছেন তাঁরাও আশা করি উপকৃত হবেন।

তো চলুন আর কথা না বাড়িয়ে একবার দেখে নেয়া যাক আমাদের ওয়েব ডেভেলোপমেন্টের সিরিজে কি কি রয়েছে:

আমাদের ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১ – ওয়েবসাইট কি? ওয়েবসাইট কেন দরকার?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ২-  কিভাবে একটি ওয়েব সাইট তৈরি হয়?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৩- ডোমেইন হোস্টিং নিয়ে বিস্তারিত।
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৪-  বিশ্বের কয়েকজন সফল ওয়েব ডেভেলোপার।
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৫-  বাংলাদেশের সফল কয়েক জন ওয়েব ডেভেলোপার। 
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৬-  ওয়েব ডেভেলোপমেন্টের ভবিষ্যত কি?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৭-  ওয়েব ডেভেলোপমেন্ট শুরু করতে কি কি লাগবে?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৮-  ওয়েব ডেভেলোপমেন্ট কোথায় থেকে শিখবো?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ৯-  ওয়েব ডেভেলোপমেন্ট কিভাবে শুরু করবো?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১০-  ফ্রনটেন্ড ওয়েব ডেভেলোপমেন্ট কি?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১১-  ব্যাকেন্ড ওয়েব ডেভেলোপমেন্ট কি?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১২-  ফুল স্ট্যাক ওয়েব ডেভেলোপমেন্ট কি?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১৩-  সিএমএস কি?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১৪- ওয়ার্ডপ্রেস কি? কিভাবে শুরু করবেন?
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১৫-  ওয়ার্ডপ্রেস শিখে কি করতে পারবেন?  
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১৬- গিট এবং গিটহাব।
  • ওয়েব ডেভেলোপমেন্ট সিরিজ পর্ব ১৭-  ওয়েব ডেভেলোপমেন্ট এবং ফ্রিল্যান্সিং।

Leave a Reply