You are currently viewing কিভাবে WordPress এর Login URL পরিবর্তন করতে হয়?

একটি ওয়েবসাইট তৈরি করার পর অবশ্যই তার সিকিউরিটির দিকে খেয়াল রাখতে হবে। WordPress ওয়েবসাইট কে সিকিউরিটি প্রদান এর জন্য বিভিন্ন টুল ব্যবহার করা যায়। WordPress ওয়েবসাইট গুলোতে স্বাভাবিক ভাবে ডিফল্ট একটি URL ব্যবহার করে সহজেই ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে লগইন করা যায়। WordPress ওয়েবসাইট এ এডমিন লগইন করা হয় মূলত ওয়েবসাইটটির বিভিন্ন ইন্টারনাল বিষয় গুলো ম্যানেজ করার জন্য। WordPress দিয়ে তৈরি করা কোন ওয়েবসাইটের এডমিন প্যানেলে লগইন করার জন্য সাধারণত ডোমেইন এর শেষে /wp-admin এক্সটেনশন ব্যবহার করা হয়। উদাহরণ হিসেবে example.com/wp-admin URL টি হল example.com ওয়েবসাইট এর এডমিন প্যানেলে লগইন করার ডিফল্ট URL বা ঠিকানা। এই ডিফল্ট URL এরকমই রেখে দিলে ওয়েবসাইট হ্যাক হওয়ার একটা ঝুকি থাকে। একটি WordPress Website কে সিকিউর রাখার জন্য রাখার জন্য ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলের লগইন করার URL টি পরিবর্তন করা হয়।

Login URL পরিবর্তন করার জন্য প্রথমে আপনার WordPress ওয়েবসাইটের এডমিন প্যানেলে লগইন করুন।

wp url change 1

আমরা WPS Hide Login প্লাগিন ব্যবহার করে আমাদের WordPress Website এর লগইন URL পরিবর্তন করবো। আমাদের এবার WPS Hide Login প্লাগিন টি ইন্সটল করতে হবে। এজন্য সাইডবার এ Plugins এ মাউস হোভার করে Add New বাটনে ক্লিক করুন।

wp url change 2

এরপর আপনি নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে সার্চ বক্সে WPS Hide Login লিখে সার্চ করুন। নিচের Plugin টি দেখতে পাবেন । Plugin টি ইন্সটল করার জন্য Install বাটনে ক্লিক করুন। ইনস্টল হয়ে গেলে Active বাটনে ক্লিক করে অ্যাকটিভ করে নিন।

wp url change 3

একটিভ করার পর plugin টির Settings-এ ক্লিক করে সেটিংস-এ প্রবেশ করুন।

wp url change 4

এখন স্ক্রল করে নিচের দিকে দিকে WPS Hide Login সেকশন এ আপনার পছন্দ মতো URL টাইপ করুন এবং Save Changes এ ক্লিক করুন।

wp url change 5

এরপর আপনি আর /wp-admin ব্যবহার করে লগইন করতে পারবেন না। /wp-admin এক্সটেনশন ব্যবহার করে লগইন করার চেষ্টা করলে একটি এরর পেজ দেখাবে। আপনি ডিফল্ট URL পরিবর্তন করে যে URL টি ব্যবহার করেছেন সেটি দিয়ে লগইন করতে পারবেন।

এখন আপনি ওয়ার্ডপ্রেস ইনস্টল করে উপরের পদক্ষেপগুলো অনুসরণ করে সহজেই WordPress এর Login URL পরিবর্তন করে আপনার ওয়ারপ্রেস ওয়েবসাইটকে সিকিউর রাখতে পারেন।

এখন আমরা জানবো কিভাবে সিপ্যানেল থেকে ডোমেইনের ModSecurity ডিজাবল বা এনাবল করা যায়?

Read this content in English: How to change WordPress Login URL?

Leave a Reply