You are currently viewing ক্লায়েন্ট এরিয়া থেকে ভিপিএস সার্ভারের কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়?
  • আইটি নাট হোস্টিং এর  ক্লাইন্ট এরিয়া থেকে আপনার VPS ম্যানেজ করা সহ আর বিভিন্ন ধরণের administrative কাজ গুলো করতে পারবেন। আপনার VPS এর পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য প্রথমে আপনার আইটি নাট হোস্টিং ক্লাইন্ট এরিয়া তে লগইন করার পর Services সেকশনে ক্লিক করুন।এরিয়া থেকে ভিপিএস সার্ভারের পাসওয়ার্ড পরিবর্তন 1024x324 1
  • এখানে আপনার VPS হোস্টিং সহ অন্যান্য সার্ভিস গুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনার  যে VPS সার্ভিসের পাসওয়ার্ড পরিবর্তন করতে চান তার পাশে থাকা থ্রি ডটস আইকনে ক্লিক করে “View Details” বাটনে ক্লিক করুন। সার্ভারের কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়
  • আপনি এই পেজে আপনার VPS ম্যানেজ করার অপশন গুলো দেখতে পারবেন। পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য ডান পাশের অ্যাকশন বার হতে “Change Password” বাটনে ক্লিক করুন। এখন New Password ফিল্ডে একটি সিকিউর পাসওয়ার্ড টাইপ করুন। এবং Confirm New Password ফিল্ডে একই পাসওয়ার্ড আবার দেয়ার পর নিশ্চিত করে “Save Change” বাটনে ক্লিক করুন। আপনার দেয়া পাসওয়ার্ড কতটা শক্তিশালী হয়েছে তা Password Strength Indicator এ দেখতে পারবেন। তবে Generate Password বাটনে ক্লিক করে আপনি একটি শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে পারেন। এরিয়া থেকে কিভাবে ভিপিএস সার্ভারের পাসওয়ার্ড পরিবর্তন করতে হয়

নোটঃ Password Strength Indicator এ যদি ১০০% শক্তিশালী দেখায় তবে এটি সবচেয়ে ভালো।  সিকিউর বা শক্তিশালী পাসওয়ার্ড বলতে যে পাসওয়ার্ডে বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর, নাম্বার, সিম্বল,স্পেশাল ক্যারেক্টার ইত্যাদি কমপক্ষে ৮ ডিজিটের উপরের পাসওয়ার্ডকে বুঝায়।

  • পাসওয়ার্ড পরিবর্তন হলে একটি সফল ম্যাসেজের মাধ্যমে তা দেখতে পাবেন। এখন পাসওয়ার্ড টি সম্পূর্ন ভাবে কাজ করার জন্য আপনার VPS বুট করতে হবে। এজন্য প্রথমে Poweroff VPS বাটনে ক্লিক করুন করে কিছুক্ষন অপেক্ষা করার পর Start VPS বাটনে ক্লিক করুন। এরিয়া থেকে ভিপিএস সার্ভারের কিভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হয় 1024x447 1

আপনার পাসওয়ার্ড পরিবর্তন সম্পূর্ণ হলে আপনি SSH ব্যবহার করে আপনার VPS এ লগইন করতে পারবেন।

Read this content in English: How can I change the password of my VPS server from the client area?