You are currently viewing Cloudflare Under Attack Mode কি এবং কিভাবে এটি এনাবল এবং ডিসেবল করা যায়?

একটি ওয়েবসাইট লাইভ হওয়ার পর বিভিন্ন ধরণের Attack হতে পারে সেই ওয়েব সাইটে । যার মধ্যে DDOS Attack এবং Ping of Death অন্যতম। DDoS এর পূর্ণ রুপ হলো Distributed Denial of Service এই দুটি Attack মূলত কোন একটি সাইটে অস্বাভাবিক হারে ট্র্যাফিক পাঠায় যার ফলে সাইটে অনেক বেশি রিসোর্স ব্যবহার হয় এবং সাইট ডাউন হয়ে যায়। এর কারণে স্বাভাবিক ভাবে যেই ট্র্যাফিক গুলো সাইট ভিজিট করতে চেষ্টা করে তারা সাইট ভিজিট করতে পারে না বা সমস্যা পেতে পারে।

বিভিন্ন সিকিউরিটি পদ্ধতি অবলম্বন করে এই ধরণের Attack থেকে কিছুটা মুক্ত থাকা যায়। তবে যদি কোন কারণে কোনো ওয়েবসাইটে এরকম Attack হয় তাহলে তৎক্ষণাৎ অ্যাটাক থেকে মুক্তি পাবার জন্য Cloudflare এর Under Attack Mood টুল ব্যবহার করে Bot Attack গুলো থেকে সাময়িক মুক্তি পাওয়া সম্ভব।

Cloudflare Under Attack Mood মূলত Unusual traffic গুলো কে ফিল্টার করে। এবং সাইট এ হিট করতে বাঁধা প্রদান করে। সাধারণত কোন ট্র্যাফিক যখন ভিজিট করে তখন তাকে একটি নোটিফিকেশন পেজ দেখায় যেখানে কিছু ইনফরমেশন দেওয়া থাকে যেখানে লেখা থাকে আপনার ব্রাউজার টি চেক করা হচ্ছে example.com ডোমেইন টি ভিজিট করার পূর্বে। এই ভাবে ৫ সেকেন্ড এর জন্য অপেক্ষা করতে হয়। এবং ৫ সেকেন্ড পর মুল সাইট বা ডোমেইন টিতে Redirect করা হয়। মূলত এইভাবে Cloudflare Under Attack Mood বট অ্যাটাক থেকে সাইট কে রক্ষা করে থাকে।

image2

 

নির্দিষ্ট কোন সাইট এর জন্য কিভাবে Cloudflare Under Attack Mood এনাবল করা যায়?

কোন সাইট যদি Cloudflare এ অ্যাড করা না থাকে তবে প্রথমেই তা Cloudflare অ্যাড করে নিতে হবে। এজন্য প্রথমেই Cloudflare এ একটি একাউন্ট করে নিতে হবে এবং ক্লাউডফ্লেয়ারে ওয়েবসাইট অ্যাড করে নিতে হবে। আপনি এই গাইডলাইন দেখে ক্লাউডফ্লেয়ারে আপনার ওয়েবসাইট অ্যাড করতে পারেনঃ কিভাবে আমার ডোমেইন এবং হোস্টিংয়ের জন্য ক্লাউডফ্লেয়ার এড করব?

সাইট Cloudflare এ সেট হয়ে যাওয়ার পর Cloudflare Under Attack Mood অন করার জন্য আপনার সাইটে ক্লিক করুন।

cloudflare under attack mode 1

এখন নতুন একটি ইন্টারফেস দেখতে পাবেন। এখানে Firewall-এ ক্লিক করুন।

cloudflare under attack mode 2

এরপর ডানপাশে settings– এ ক্লিক করুন।

cloudflare under attack mode 3

এখন আপনি নতুন একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখানে Security Level সেকশনে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করলে ডিফল্টভাবে Medium দেখতে পাবেন। এখান একটু স্ক্রল করে I’am Under Attack সিলেক্ট করুন।

cloudflare under attack mode 4

তাহলেই Cloudflare Under Attack Mood সেট হয়ে যাবে।

Disable করার জন্য একইভাবে ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে I’am Under Attack মুড থেকে Medium বা আপনার প্রয়োজনীয় অন্য কোনো মুড সিলেক্ট করে দিতে পারেন।

আমরা I’am Under Attack মুড টি সম্পর্কে জানলাম এবং কিভাবে অন বা অফ করতে হয় তাও জানলাম। এখন আমরা জানব Cloudflare থেকে কিভাবে যে কোনো ওয়েবসাইট এর জন্য ফ্রি SSL নেওয়া যায়?

 

Read this content in English: What is Cloudflare Under Attack Mode and How to Enable or Disable it?

Leave a Reply