You are currently viewing কিভাবে আপনার সিপ্যানেল থেকে হোস্টিং ডাটা ব্যাকআপ করবেন?

ব্যাকআপ কেন প্রয়োজন?

ওয়েবসাইটের জন্য ব্যাকআপ খুবই গুরুত্বপূর্ণ। ভুলক্রমে কখনো ওয়েবসাইটের ডাটা ডিলিট হয়ে গেলে বা আপনার ওয়েবসাইট হ্যাক হলে অথবা সার্ভারের সাথে যদি কোনও ভুল কনফিগারেশন হয় তবে আপনার ওয়েবসাইটের ফাইল বা সম্পূর্ণ হোস্টিং রিস্টোর করতে হবে। সেই সময় যদি কোনো ব্যাকআপ না নেওয়া থাকে, তখন সবকিছুই শেষ হয়ে যাবে। তাই ওয়েবসাইটের জন্য ব্যাকআপ অত্যন্ত প্রয়োজনীয়। এজন্য আপনার সময়মতো ব্যাকআপ নেওয়া দরকার। 

এখন প্রশ্ন হলো আপনি কিভাবে আপনার ওয়েবসাইটের ব্যাকআপ নেবেন? আপনি খুব সহজেই আপনার সিপ্যানেল থেকে ব্যাকআপ নিতে পারেন। ব্যাকআপ নিতে নিচের পদক্ষেপগুলি অনুসরণ করুনঃ

সিপ্যানেল থেকে ব্যাকআপ প্রসেসঃ

সিপ্যানেলের ব্যাকআপ ফিচার ওয়েবসাইটের জন্য খুব কার্যকর। এই ব্যাকআপ ফিচার ব্যবহার করে আপনার সম্পূর্ণ হোস্টিং ব্যাকআপ নিতে পারেন। সিপ্যানেল ব্যাকআপ আপনার ওয়েবসাইটের একটি অংশ বা সম্পূর্ণ ওয়েবসাইটের একটি Compress কপি তৈরি করে। আপনার সিপ্যানেল দুই ধরণের ব্যাকআপ রয়েছে।

  • Full Backup 
  • Partial Backups

বিঃদ্রঃ সম্পূর্ণ ব্যাকআপ আপনার সম্পূর্ণ ওয়েবসাইটের একটি Compress কপি তৈরি করে এবং এতে সমস্ত ডাটাবেস, ইমেইল অ্যাকাউন্ট, ইমেইল লিস্ট, সাবডোমেইন ইত্যাদি অন্তর্ভুক্ত থাকে। সম্পূর্ণ ব্যাকআপগুলো সিপ্যানেল ইন্টারফেসের মাধ্যমে রিস্টোর করা সম্ভব হয় না। এটি শুধু তখনই ব্যবহৃত হয় যখন আপনার বর্তমান হোস্ট থেকে নতুন হোস্টে ট্রান্সফার করেন এবং আপনার হোস্টিং প্রোভাইডারকে এটি রিস্টোর করতে বলেন।

Full Backup:

Full Backup নিতে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুন-

১ম ধাপঃ প্রথমেই আপনার সিপ্যানেল অ্যাকাউন্টে লগইন করুন।

২য় ধাপঃ “File” সেকশন থেকে “Backup” আইকনটিতে ক্লিক করে সিপ্যানেল ব্যাকআপ ওপেন করুন।

backup

৩য় ধাপঃ “Backup” অপশনে ক্লিক করার পর আপনি নিচে দেখানো স্ক্রিনের মতো ফুল ব্যাকআপ নেওয়ার একটি অপশন পাবেন।

backup 4

৪র্থ ধাপঃ “Download A Full Account Backup” বাটনে ক্লিক করার পর আপনি নিচের স্ক্রিন দেখতে পাবেন-

backup 5 1

উপরের স্ক্রিনে আপনাকে ব্যাকআপ ডেসটিনেশন নির্বাচন করতে হবে, এটি Home Directory হিসাবে রেখে দিতে হবে, আপনার ওয়েবসাইটের পুরো ব্যাকআপ ডাউনলোড করার জন্য প্রস্তুত হলে নোটিফিকেশন পেতে ইমেইল এড্রেস দিতে করতে হবে।

তারপর “Generate Backup” বাটনে ক্লিক করুন এবং ব্যাকআপ প্রোগ্রেসের একটি সাকসেসফুল মেসেজ দেখতে পাবেন।

ফুল ওয়েবসাইট ব্যাকআপ ডাউনলোড করতে আপনার ইমেইলে নোটিফিকেশন পাওয়ার পর আপনাকে এই পেইজে ফিরে আসতে হবে এবং নিচে দেখানো স্ক্রিনের মতো একটি স্ক্রিন দেখতে পাবেন।

backup55 Copy

এখন ব্যাকআপ লিংকে ক্লিক করে আপনার ব্যাকআপ ডাউনলোড করুন।

Partial or Specific Backups:

এই সেকশন থেকে, ব্যাকআপ সাথে সাথেই তৈরি এবং ডাউনলোড করতে পারবেন। Partial Backup এর মাধ্যমে আপনি নিজের Home Directory, Email Forwarders, এবং Email Filters আলাদাভাবে ডাউনলোড করতে পারবেন।

এই ফিচারটি ব্যবহার করতে অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১ম ধাপঃ “File” সেকসন থেকে “Backup” আইকনে ক্লিক করে সিপ্যানেল ব্যাকআপ ওপেন করুন- 

২য় ধাপঃ স্ক্রোল ডাউন করে আপনি নিচে দেখানো স্ক্রিনের মতো Partial Backup অপশন দেখতে পাবেন (১ এবং ২)

backup 1
backup 1222

আপনি “Home Directory” বাটনে ক্লিক করে হোম ডিরেক্টরি ব্যাকআপ নিতে পারেন এবং আপনার হোম ডিরেক্টরিটি রিস্টোর করতে, আপনি ডান পাশের ইন্টারফেসে ফাইল আপলোড করতে পারেন যার উপর “Restore a Home Directory Backup” লেখা আছে।

বিঃদ্রঃ আপনি Home Directory, Email Forwarders, এবং Email Filter গুলোর ক্ষেত্রেও একই কাজ করতে পারবেন। একই ইন্টারফেস ব্যবহার করে আপনি ডাউনলোড ব্যাকআপগুলো সিপ্যানেলে আপলোড করে যে কোনো সময় রিস্টোর করতে পারবেন।

Read this content in English: How to backup your hosting data from cPanel