You are currently viewing কিভাবে সিপ্যানেলে Addon ও Sub Domain অ্যাড করবেন?

অ্যাডঅন ডোমেইন কী?

সিপ্যানেলে সাব ডোমেইনগুলো ছাড়া আরও দুই ধরণের ডোমেইন রয়েছে। এগুলো হলো প্রাইমারি বা মূল বা প্রধান ডোমেইন এবং অ্যাডঅন ডোমেইন। হোস্টিং কেনার জন্য যে ডোমেইনটি ব্যবহার করেছিলেন সেটি হলো প্রধান ডোমেইন। এবং একই সিপ্যানেলে অতিরিক্ত ডোমেইন (যদি থাকে) অ্যাডঅন হিসাবে এড করতে পারেন। আপনার ক্রয়কৃত হোস্টিং প্যাকেজের উপর নির্ভর করবে যে আপনি কতগুলো অ্যাডঅন ডোমেইন এড করতে পারবেন।

অ্যাডঅন ডোমেইন মূল ডোমেইনের মতো কাজ করে। অ্যাডঅন ডোমেইনের ওয়েবসাইট ফাইলগুলো “public_html” এর অধীনে নির্দিষ্ট ফোল্ডারে আপলোড করতে পারেন। অ্যাডঅন ডোমেইন সম্পূর্ণভাবে একটি ডোমেইন নামের মতোই কাজ করে এবং পরে অ্যাডঅন ডোমেইনগুলোর জন্যও সাবডোমেইন তৈরি করতে পারবেন। অন্যান্য ডোমেইনের মতোই, আমাদের হোস্টিং সার্ভিসের সাথে এটি পয়েন্ট করতে আমাদের নেমসার্ভারে পরিবর্তন করতে হবে।

সাবডোমেইন কী?

বর্তমান ডোমেইন থেকে আপনি যে ডোমেইন তৈরি করতে চান তাকে সাবডোমেইন বলে।আপনার ক্রয়কৃত হোস্টিং প্যাকেজের উপর নির্ভর করবে যে  আপনি কতগুলো সাব-ডোমেইন এড করতে পারবেন। এটি মূলত বর্তমান মেইন ডোমেইনের (blog.example.com) চাইল্ড ডোমেইন হিসাবে কাজ করে এবং আপনি ওয়েবসাইটের ফাইলগুলো “public_html” এর অধীনে নির্দিষ্ট ফোল্ডারের আপলোড করতে পারবেন।

Jupiter থিমে কিভাবে Addon ও Sub Domain এড করবেন?

১। আপনি যদি জুপিটার থিম ব্যবহার করে থাকেন তবে আপনাকে Domains এ ক্লিক করতে হবে।

sub1

২। এরপর Create a New Domain বাটনে ক্লিক করতে হবে।

sub2

৩। এখন গাইড ফলো করুনঃ

  • Domain ফিল্ডে আপনার Addon Domain বা Sub Domain টি লিখুন।
  • Document Root এ Addon বা Sub Domain এর জন্য আলাদা ডিরেক্টরি ক্রিয়েট করার জন্য Share document root এর বামপাশে থাকা চেকমার্ক উঠিয়ে দিয়ে Submit বাটনে ক্লিক করুন।
image 4

Submit বাটনে ক্লিক করার পর আপনি Domains সেকশনে আপনার সবগুলো ডোমেইন লিস্ট দেখতে পারবেন।

Paper থিমে কিভাবে Addon Domain এড করবেন?

১. রেগুলার থিমে ডোমেইন এড করার জন্য “Domains” সেকশন থেকে “Addon Domains” আইকনে ক্লিক করুন।

addon sub domain 2

২. অ্যাডঅন ডোমেইন এড করার জন্য প্রয়োজনীয় এই অপশনগুলো পাবেন

  • New Domain Name: এখানে যে ডোমেইনটি যুক্ত করতে চান তা লিখুন। উদাহরণস্বরূপ,  আপনি example.com ডোমেইনটি অ্যাডঅন হিসাবে এড করতে চান, তাহলে বক্সে এই ডোমেইনটি টাইপ করুন।
  • Subdomain: অ্যাডঅন এড করার পর সাবডোমেইন বক্সে ক্লিক করলে এটি অটোমেটিকভাবে পূরণ হবে।
  • প্রতিটি অ্যাডঅন ডোমেইন সিপ্যানেলে একটি বিশেষ সাবডোমেইন এড করে। তবে এটির মূল ডোমেইনের মতো সম্পূর্ণ ফাংশনালিটি নেই। এখানে কিছু পরিবর্তন করার দরকার নেই।
  • Document Root:  অ্যাডঅন ডোমেইনের জন্য কোন ডিরেক্টরি নির্বাচন করবেন এটি  তা নির্ধারণ করে। আপনার এখানেও কিছু পরিবর্তন করার দরকার নেই।
  • FTP Account: “Create an FTP account associated with this Addon Domain” চেকবক্সটিতে ক্লিক করে এই অ্যাডঅন ডোমেইনের একটি আলাদা FTP Account তৈরি করতে পারেন। অথবা এই অপশনটি এড়িয়ে যেতে পারেন।

addon sub domain 1

৩. এখন, “Add Domain” বাটনে ক্লিক করুন। আপনার অ্যাডঅন ডোমেইনটি আপনার সিপ্যানেল অ্যাকাউন্টে এড হয়ে যাবে। 

Note: সিপ্যানেল অ্যাকাউন্টে ডোমেইন এড করার পর ডোমেইন টি হোস্টিং সাথে পয়েন্ট হওয়া নিশ্চিত করুন, ডোমেইন টি আমাদের নেমসার্ভারে সেট করা হয়েছে “ns1.itnuthosting.com এবং ns2.itnuthosting.com”

Paper থিমে কিভাবে Sub Domain এড করবেন?

১. প্রথমে আপনার সিপ্যানেলে লগ ইন করে “Domains” সেকসন হতে  “Subdomains” আইকনে ক্লিক করুন। আপনি একটি নতুন সাবডোমেইন এড করার অপশন পাবেন।

২. আপনার সাবডোমেইনের প্রথম অংশটি “Subdomain” বক্সে লিখুন। তারপর আপনি “Domain” ড্রপডাউন মেনু থেকে সাবডোমেইন তৈরি করতে যে ডোমেইনটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন।

৩. Document Root ফোল্ডারটি অটোমেটিকভাবে পূরণ হবে, সুতরাং আপনাকে এখানে কিছু করার দরকার নেই।

৪. এখন “Create” বাটনে ক্লিক করুন। 

addon sub domain 3

আপনার সাবডোমেইন তৈরি হবে। এখন আপনার সাবডোমেইনের ফাইলগুলো  Document Root হিসেবে নির্দিষ্ট ফোল্ডারে আপলোড করতে পারেন। আশা করছি সাপোর্ট আর্টিকেলটি আপনার উপকারে এসেছে। এছাড়াও কোন প্রশ্ন থাকলে আমাদের সাপোর্টে জানাতে পারেন। আপনার জন্য শুভকামনা।

Read this content in English: How to Add Addon Domain and Subdomain in cPanel