You are currently viewing কিভাবে সিপ্যানেলে আমার ডোমেইন থেকে একটি পার্সোনাল ইমেইল তৈরি করব?

নিচের পদক্ষেপগুলো অনুসরণ করে আপনার সিপ্যানেল থেকে খুব সহজে একটি ইমেইল অ্যাকাউন্ট তৈরি পারেনঃ

 প্রথমে আপনার সিপ্যানেলে লগ ইন করে  ইমেইল সেকসন থেকে “Email Accounts” আইকনে ক্লিক করুন।

AnyConv.com webmail 1 1024x369 1

নতুন পেইজ থেকে, Create বাটনে ক্লিক করুন।

AnyConv.com webmail 2 1024x272 1

একটি নতুন পেইজ আপনার স্কীনে দেখতে পাবেন। 

এইখানে থেকেঃ

    • Domain: আপনি যে ডোমেইন দিয়ে ইমেইল তৈরি করতে চান তা নির্বাচন করুন।
    • Username:  আপনি যে Username দিয়ে আপনার ইমেইলটি ব্যবহার করতে চান তা নির্বাচন করুন। উদাহরণস্বরূপ, যদি আপনার ইমেইলটি “contact@yourdomain.com” হয় তবে এখানে “contact” লিখুন
    • Password: এখানে আপনার ইচ্ছামত পাসওয়ার্ড লিখে Enter প্রেস করুন। তবে আপনি “Generate” বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড তৈরি করতে পারেন।
    • Storage Space: এই অপশনে আপনি চাইলে আপনার ইমেইল স্টোরেজ নির্দ্ধারন করে দিতে পারেন। অথবা এড়িয়ে যেতে পারেন। 
    • অন্যান্য অপশনগুলো পরিবর্তন না করে “Create” বাটনে ক্লিক করুন।AnyConv.com webmail 3 1024x623 1

অভিনন্দন! আপনার কাস্টম ইমেইলটি তৈরি হয়েছে! এখন আপনার ওয়েবমেইলে লগ ইন করতে পারেন। আপনার ওয়েবমেইলে লগইন করতে “কিভাবে ওয়েব মেইল এর লগইস করবেন” এই সাপোর্ট গাইডলাইনটি দেখতে পারেন। 

Read this content in English: How can I create a personal email from my domain on cPanel?