You are currently viewing ডোমেইনের ইপিপি কোড কিভাবে পেতে পারি?

ডোমেইন নেম এর সাথে সম্পর্কিত ইপিপি কোড একটি গুরুত্বপূর্ণ তথ্য। আপনি যদি আপনার ডোমেইন এক প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডারের কাছে ট্রান্সফার করতে চান তখন ডোমেইনের ইপিপি কোড প্রয়োজন হবে। এই ইপিপি কোড আপনার ডোমেইনের জন্য ইউনিক এবং আপনার ডোমেইনকে Unauthorized ট্রান্সফার থেকে রক্ষা করে।
আপনি যদি আইটি নাট হোস্টিংয়ে আপনার ডোমেইনের ইপিপি কোড জানতে চান তবে নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১. আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করে ক্লায়েন্ট এরিয়ার ড্যাসবোর্ড থেকে “Domains” ক্লিক করুন। অথবা বাম পাশের মেনু থেকে “Domains” সেকশনের আন্ডারে থাকা “My Domains” বাটনে ক্লিক করুন। 

ইপিপি কোড

২. আপনার যদি আইটি নাট হোস্টিং সাথে একাধিক ডোমেইন থেকে থাকে তবে তার লিস্ট আপনি এখানে থেকে দেখতে পাবেন। এবং আপনি যে ডোমেইনের ইপিপি কোড দেখতে চান সেই ডোমেইনের পাশে থ্রি ডটস বাটনে ক্লিক করে  “Manage Domain” বাটনে ক্লিক করুন। 

ইপিপি কোড কিভাবে পেতে পারি

৩. পরবর্তী পেইজে আপনি এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। এখানে “Manage” সেকশনের নীচে আপনার ডানদিকে “Get EPP Code” বাটনে ক্লিক করুন।

ইপিপি কিভাবে পেতে পারি

আপনি এই পেইজে ডোমেইন ইপিপি কোড দেখতে পাবেন। ইপিপি কোডটি অত্যন্ত সেনসিটিভ ডাটা এবং এটি অন্য কারো কাছে প্রোভাইড বা শেয়ার করা উচিত নয়। আপনার ডোমেইনের ইপিপি কোড আপনি রেজিস্টার লক ইনেবল বা ডিজেবল থাকা অবস্থায় উপরের ধাপ অনুসরণ করে দেখতে পারেন। তবে আপনি যদি আপনার ডোমেইন অন্য প্রোভাইডারে ট্রান্সফার করতে চান তবে অবশ্যই “Registrar Lock” আনলক করতে হবে বা আনলক করা থাকতে হবে। Registrar Lock আনলক না থাকলে আপনার ডোমেইন ট্রান্সফার হবে না।

image5 9

বিঃদ্রঃ এটি শুধু তখনই ব্যবহার করা উচিৎ যখন আপনার ডোমেইন অন্য প্রোভাইডারে ট্রান্সফার করবেন। ডোমেইনটি ট্রান্সফার করতে আপনাকে ডোমেইন কন্ট্রোল প্যানেল বা ক্লায়েন্ট এরিয়া থেকে “Domain Registrar Lock” আনলক করতে হবে।

Domain Registrar লক কিভাবে ইনেবল ও ডিজেবল করতে হয়?

১. আপনার ডোমেইনের Registrar Lock আনলক করতে “Manage Domain” অপশনের আন্ডারে “Registrar Lock” বাটনে ক্লিক করুন। 

কোড কিভাবে পেতে পারি

২. যদি আপনার  “Registrar Lock Status” ON থাকে, তাহলে টগল বাটনটি OFF করতে এটিতে ক্লিক করুন।

ইপিপি কোড কি

একটি সাকসেস মেসেজের মাধ্যমে দেখতে পাবেন আপনার পরিবর্তন সফল হয়েছে। অর্থাৎ আপনার ডোমেইন আনলক বা ডিজেবল হয়েছে। এখন পুনরায় আপনার ডোমেইন রেজিস্টার লক অন বা ইনেবল করতে টগল বাটন অফ স্ট্যাটাস থেকে “ON” করুন। 

ধন্যবাদ! আপনার ডোমেইন Registrar Lock Status আনলক বা ডিজেবল হয়ে যাবে।

Read this content in English: What is EPP Code for my Domain?