You are currently viewing কিভাবে HostGator থেকে আইটি নাট হোস্টিংয়ে আপনার ডোমেইন ট্রান্সফার করবেন?

সহজ কিছু প্রসেস অনুসরন করে HostGator থেকে আইটি নাট হোস্টিংয়ে আপনার ডোমেইন ট্রান্সফার করতে পারেন। কিছুটা একই প্রসেস অনুসরনের মাধ্যমে অন্য হোস্টিং প্রোভাইডার থেকেও আপনার ডোমেইন ট্রান্সফার করতে পারবেন। 

আপনি যখন এক প্রোভাইডার থেকে অন্য প্রোভাইডারের কাছে ডোমেইন ট্রান্সফার  করেন, তখন ডোমেইন নেমসার্ভারটি একই থাকে। সুতরাং, আপনি যদি হোস্টগেটরকে আপনার হোস্টিং নেমসার্ভার হিসাবে ব্যবহার করতে চান তবে আপনার ডোমেইনের ডিফল্ট নেমসার্ভার পরিবর্তন করার দরকার নেই।

কিন্তু আপনি যদি আমাদের হোস্টিং সার্ভিস বা এই ডোমেইনের সাথে অন্য কোনো হোস্টিং সার্ভিস ব্যবহার করতে চান তবে আপনাকে ট্রান্সফারের আগে সেই সার্ভারে পয়েন্ট করার জন্য নেমসার্ভার পরিবর্তন করতে হবে। যাতে ট্রান্সফারের সময় ডাউনটাইম না হয়।

আইটি নাট হোস্টিংয়ে একটি ডোমেইন ট্রান্সফার রিকুয়েস্ট সাবমিট করার জন্য প্রথমে আপনাকে হোস্টগেটর ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে ডোমেইন আনলক করতে হবে এবং ডোমেইনের জন্য Auth/EEP Code জেনে নিতে হবে। Auth/EPP Code পেতে এবং ট্রান্সফারের জন্য প্রস্তুত করার জন্য ডোমেইন আনলক করতে নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

১. প্রথমে হোস্টগেটরের “Domain Management” পোর্টালে লগইন করে “Domains” ট্যাবে ক্লিক করুন।

domain availability 1 1

২. হোস্টগেটর হতে নেয়া সকল ডোমেইন নামের একটি তালিকা দেখতে পাবেন। আপনি যে ডোমেইনটি আমাদের কাছে ট্রান্সফার করতে চান তাতে ক্লিক করুন।

৪. এই পেইজের বাম দিকের আইকনগুলো থেকে, “Domain Locking” আইকনে ক্লিক করুন।

h2i2.png

৫. পরের পেইজে, টগল বাটনে ক্লিক করে “Locking ON” থেকে “Locking Off” স্ট্যাটাসে পরিবর্তন করুন। এবং তারপর আপনার ডোমেইনের সেটিংস সেভ করতে “Save Domain Locking” বাটনে ক্লিক করুন।

৬. আপনার ডোমেইনের “Auth code” নিতে “Request Your EPP Key” বাটনে ক্লিক করুন।

আপনার ডোমেইনের Whois Privacy Protection যদি Enabled করা থাকে তবে ডোমেইন ট্রান্সফার করতে এটি Disable করতে হবে। Privacy Protection হোস্টগেটর থেকে “Disable” করতে, নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১. আপনার Domain Management পোর্টালে লগ ইন করুন।

২. ম্যানেজমেন্ট প্যানেল থেকে “Domains” ট্যাবে ক্লিক করুন।

৩. আপনি যে ডোমেইনের Privacy Protection “Disable” করতে চান তাতে ক্লিক করুন।

৪. বাম পাশের আইকন তালিকা থেকে “Domain Privacy” বাটনে ক্লিক করুন।

৫. এখানে আপনি দুটি অপশন দেখতে পাবেন। Private এবং Public । আপনার Whois Information পাবলিক করতে “Public” রেডিও বাটনে ক্লিক করুন এবং তারপর পরিবর্তনগুলো সেভ করতে “Save” বাটনে ক্লিক করুন।

h2i4.png


এখন আপনার ডোমেইন আমাদের কাছে ট্রান্সফার করার জন্য প্রস্তুত। একবার আপনি আপনার ইমেইল এড্রেসে “Auth code” পেলে, আপনার ডোমেইন ট্রান্সফার রিকুয়েস্টটি আপনি আইটি নাট হোস্টিংয়ে সফলভাবে করতে পারবেন।

আপনাকে অসংখ্য ধন্যবাদ, ডোমেইন ট্রান্সফার বিষয়ে আরো কোনো কিছু জানার থাকলে আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারে।

Read this content in English: How to transfer a domain from HostGator to IT Nut Hosting?