You are currently viewing কিভাবে আইটি নাট হোস্টিং নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হয়?

আপনি যদি আইটি নাট হোস্টিং-এ নতুন হয়ে থাকেন এবং আমাদের সাথে কোনো অ্যাকাউন্ট তৈরি না করে থাকেন, তবে আপনাকে আমাদের সাথে একটি নতুন অ্যাকাউন্ট ওপেন করতে হবে। আমাদের ওয়েব সাইটে খুব সহজ প্রক্রিয়ার মাধ্যমে নতুন অ্যাকাউন্ট ওপেন করতে পারেন।

১. আইটি নাট হোস্টিং ওয়েবসাইট ভিজিট করে হোমপেজ থেকে Login বাটনে ক্লিক করলে ক্লাইন্ট এরিয়া সেকশন পাবেন। এখানে থেকে “Register” বাটনে ক্লিক করুন। আমাদের অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন পেইজে আসার পর অ্যাকাউন্ট রেজিস্টার করার জন্য আপনি ২টি অপশন পাবেন।

নাট হোস্টিং অ্যাকাউন্ট তৈরি

  • Sign Up with Google এবং (সরাসরি গুগোল একাউন্টের মাধ্যমে)
  • Create in a New Account (ম্যানুয়েলভাবে ইমেইল একাউন্টের মাধ্যমে)

নাট হোস্টিং নতুন অ্যাকাউন্ট তৈরি

Sign Up with Google

গুগল সাইন আপের জন্য আপনাকে প্রথমে আপনার গুগল অ্যাকাউন্টে আপনার গুগল ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে হবে। তারপর সাইন আপ উইথ গুগল এ ক্লিক করুন।
নোটঃ পরবর্তীতে ক্লায়েন্ট এরিয়া বা আইটি নাট হোস্টিং একাউন্টে লগইন এর ক্ষেত্রেও আপনার গুগল একাউন্ট ব্রাউজারে লগইন থাকতে হবে। নয়তো আপনি লগিন করতে পারবেন না। 

Create in a New Account

২. আমরা রিকমান্ড করি ম্যনুয়েলী আপনার একাউন্ট টি রেজিস্টার করার। এর জন্য “Create a New Account” এ ক্লিক করলে নিচের স্কিনশর্টের মতো একটি ফর্ম দেখতে পাবেন। যেখানে আপনার সঠিক তথ্য দিয়ে ফর্ম টি ফিলাপ করতে হবে। 

Personal Information

  • First Name: আপনার নামের প্রথম অংশ লিখুন।
  • Last Name: আপনার নামের শেষ অংশ লিখুন।
  • Email Address: এখানে আপনার সঠিক ইমেল এড্রেসটি দিন।
  • Phone Number: বাংলাদেশ নির্বাচন করে আপনার ফোন/মোবাইল নম্বরটি লিখুন।
  • Company Name (Optional): আপনার কোম্পানী নামটি লিখুন। অথবা ফাঁকা রেখে দিন।
  • Street Address: আপনার সম্পূর্ণ ঠিকানাটি লিখুন।
  • Street Address 2: আপনার ঠিকানার বাকী অংশ।
  • City: এখানে আপনার শহরের নাম লিখুন।
  • State: আপনার বিভাগের নামটি লিখুন।
  • Post Code: আপনার ঠিকানার পোস্টকোডটি লিখুন।
  • Country: ড্রপডাউন মেনু থেকে বাংলাদেশের নাগরিক হলে বাংলাদেশ নির্বাচন করুন।
  • Choose Currency: আপনার অ্যাকাউন্টে সমস্ত বিলিং ইনভয়েসগুলো যে কারেন্সিতে ব্যবহার করতে চান তা নির্বাচন করুন। কারেন্সি হিসাবে আমাদের USD বা BDT দুটি সুবিধাই আছে। আপনি চাইলে যে কোন একটি সিলেক্ট করতে পারেন। 

Additional Required Information

  • Password: আপনার অ্যাকাউন্টের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড টাইপ করুন। আপনি চাইলে GENERATE PASSWORD বাটনে ক্লিক করে একটি শক্তিশালী পাসওয়ার্ড জেনারেট করতে পারেন।
  • Confirm Password: আপনার দেয়া বা জেনারেটকৃত পাসওয়ার্ডটি পুনরায় দিয়ে নিশ্চিত করুন।
  • Security Question: আপনার অ্যাকাউন্টের জন্য যে সিকিউরিটি প্রশ্নটি সেট করতে চান তা নির্বাচন করে পরের বক্সে তার উত্তর লিখুন।

নোটঃ এখানে উল্ল্যেখ যে, এই উত্তরটি অ্যাকাউন্ট নিরাপত্তা ও ভবিষৎ অনুসন্ধানের জন্য অতি গুরুত্বপূর্ন। আপনি যদি আপনার দেয়া একাউন্টের পাসওয়ার্ড ভুলে যান তবে রিসেট করার সময় এই Security Question এর উত্তর এর প্রয়োজন হবে।

৩. এখন,ক্যাপচাটি সম্পূর্ণ করুন এবং আমাদের “Terms Of Service” গুলো সম্মত হয়ে বক্সটিতে চেকমার্কে টিক দিয়ে “Register” বাটনে ক্লিক করুন। আপনার অ্যাকাউন্টটি আমাদের সাথে রেজিস্টার হয়ে যাবে। 

নাট হোস্টিং নতুন একাউন্ট তৈরি

৪. এখন আপনার ইমেইলের ইনবক্স চেক করে আইটি নাট হোস্টিংয়ের সিস্টেম থেকে পাঠানো ইমেইলের লিংকে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট টি ভেরিফাই করে দিন। (যদি আপনি এটি ইনবক্সে খুঁজে না পান তবে স্প্যাম ফোল্ডারে চেক করুন)
আপনার অ্যাকাউন্টটি সফলভাবে তৈরি এবং ভেরিফাইড হয়ে গেলে এখন আপনি আপনার অ্যাকাউন্টের লগইন ডিটেইলস দিয়ে লগইন করার পর, আপনার পছন্দের সার্ভিসটি অর্ডার করতে পারেন।

 

Read this content in English: How Do I Open a New Account On IT Nut Hosting?