You are currently viewing সিপ্যানেল সার্ভার থেকে কিভাবে “SOAP” PHP এক্সটেনশন Enable/Disable করতে হয়?

আপনার ওয়েবসাইটে “SOAP” এক্সটেনশন ডিজেবল জনিত কোনো মেসেজ দেখলে বা প্রয়োজন অনুযায়ী এই এক্সটেনশনটি সহ অন্যান্য এক্সটেনশনগুলো খুব সহজেই আপনার সিপ্যানেল থেকে ইনেবল বা ডিজেবল করতে পারেন। 
এর জন্য, প্রথমে আপনার ওয়েবসাইটের PHP ভার্সন জেনে নিতে হবে। ধরে নিই, আপনার ওয়েবসাইটে php7.2 ভার্সন ব্যবহার করছেন। এই PHP এক্সটেনশন ইনেবল করতে, সিপ্যানেলে লগইন করে নিচের দেয়া গাইডলাইন অনুসরণ করুনঃ

১. “Software”  সেকশন থেকে  “Select PHP Version” আইকনে ক্লিক করুন।

select php version 1024x191 2

২. বর্তমান PHP ভার্সন Set To Native” থাকলে তা অবশ্যই 7.2 (Current) পরিবর্তন করতে হবে। তবে আপনি চাইলে আপনার ওয়েবসাইটের জন্য আপডেট PHP ভার্সন সিলেক্ট করতে পারেন। 

৩. এখন, উপরের “Extensions” অপশনে ক্লিক করে লিস্ট থেকে “SOAP” এক্সটেনশন ইনেবল করতে চেকমার্ক বক্সে ক্লিক করুন। এই মুহূর্তে, আপনি প্রয়োজনে এই এক্সেটেনশসহ অন্যান্য এক্সটেনশগুলো আনচেকমার্ক এর মাধ্যমে ইনেবল বা ডিজেবল করতে পারেন।

SOAP extension enable 1024x576 1

৪. এছাড়াও, নিশ্চিত হয়ে নিন যে PHP Selector হিসাবে আপনার ডোমেইন “Native”  PHP ভার্সনে সেট করা নেই এবং যদি থাকে তা নিচের দেয়া স্ক্রিনশটসহ ইন্সট্রাকশন টি দেখে ভার্সন এবং আপনার ডোমেইনটি PHP Selector এ  সেট করে নিতে পারেন।

php2

আপনার এক্সটেনশন গুলো enable বা Disable বা PHP Version পরিবর্তন সম্পর্কিত বিস্তারিত জানতে অনুগ্রহ করে এই লিংকে ভিজিট করুন কিভাবে PHP কনফিগারেশন চেক করবো