You are currently viewing ডাইরেক্ট এডমিন সার্ভারে কিভাবে ফ্রি SSL সার্টিফিকেট ইন্সটল করবো?

প্রতিটি Direct Admin হোস্টিং প্যাকেজের সাথে ফ্রী SSL সার্টিফিকেট পাবেন। SSL সার্টিফিকেট সাধারণত ডিফল্টভাবে অটোমেটিক তৈরি হয়। যদি ম্যানুয়ালি কোন SSL সার্টিফিকেট ইন্সটল করতে হয়, তবে নিচের পদক্ষেপ গুলো অনুসরণ করে করতে পারেন। মনে রাখা জরুরী যে, SSL সার্টিফিকেট এই পদ্ধতিতে ইন্সটল করলে অটোমেটিকভাবে মেয়াদ শেষে পুনরায় SSL সার্টিফিকেট রিনিউ হবে। LetsEncrypt SSL সার্টিফিকেট ইন্সটল করতে, আপনার ডোমেইনটিকে আমাদের নেমসার্ভার ব্যবহার করে হোস্টিং সার্ভারের সাথে পয়েন্ট করুন।  যদি আপনার ডোমেইনটি আলাদাভাবে অন্য প্রোভাইডারে কিনে থাকেন বা অন্য হোস্টিং প্রোভাইডারে রেজিস্টার থাকে তবে আমাদের সার্ভারের সাথে পয়েন্ট করার জন্য আমাদের নেমসার্ভার সেট করুন।

আমাদের নেমসার্ভার এবং কিভাবে নেমসার্ভার আপডেট করতে হয় তা এখান থেকে দেখে নিতে পারেন।


LetsEncrypt SSL সার্টিফিকেট ইন্সটল করতে এই পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

  • Direct Admin  কন্ট্রোল প্যানেলে লগ ইন করুন।
  • অ্যাকাউন্ট ম্যানেজার সেকসন থেকে SSL Certificates অপশনে ক্লিক করুন।

ssl certificate da

  • উপরর সেকশন থেকে “Free & automatic certificate from Let’s Encrypt” বাটনে ক্লিক করুন।

generate free ssl

  • আপনার কন্ট্রোল প্যানেলে একাধিক ডোমেইন থাকলে উপরের সেকসন থেকে ডোমেইনটি পরিবর্তন করে নিন।

select domain da

  • আপনি যদি Wildcard SSL certificate ইন্সটল করতে চান তবে আপনার ডোমেইনের ডান দিকে Wildcard চেকবক্সে ক্লিক করুন।

wildcard ssl da

  • আপনি যদি একটি নির্দিষ্ট সাবডোমেইনের জন্য SSL সার্টিফিকেট ইন্সটল করতে চান, তবে আপনি নীচের সেকসন থেকে নির্বাচন করতে পারেন এবং তারপরে “Save” বাটনে ক্লিক করুন।
  • অতিরিক্তভাবে, আপনার ভিজিটরদের HTTP থেকে https -এ ফোর্স করতে “Force SSL with https redirect” চেকবক্সে ক্লিক করে “Save” বাটনে ক্লিক করুন।

force ssl redirect da

  • নীচে মেসেসের মাধ্যমে SSL সার্টিফিকেট ইন্সটল প্রসেস দেখতে পাবেন। এবং  SSL ইন্সটল হওয়ার পরে সিস্টেম থেকে আপনি একটি নটিফিকেশন দেখতে পাবেন।

certificate key saved

প্রসেসটি চলাকালীন সময়ে আপনি যদি কোন এরর পান তবে একটি সাপোর্ট টিকিটের মাধ্যমে নির্দ্বিধায় আমাদেরকে জানতে পারেন। আমরা সমস্যাটি সনাক্ত করে সমাধান করার চেষ্টা করব।

new notification da

Read this content in English: How to generate free SSL certificate on DirectAdmin Server?