You are currently viewing কিভাবে জিমেইলে ওয়েবমেইল ব্যবহার করবেন?

ওয়েবমেইল হলো একটি সিপ্যানেল মেইল সার্ভিস। যা সিপ্যানেলে আপনার ডোমেইন দিয়ে তৈরি করতে পারেন। আপনার বর্তমান সচল জিমেইল অ্যাকাউন্ট থেকে সহজেই আপনার ওয়েবমেইল / সিপ্যানেল মেইলটি নিয়ন্ত্রণ/ম্যানেজ করতে পারেন। নিচের কিছু পদক্ষেপ বা সেটিংস পরিবর্তন করে গুগল অ্যাকাউন্টে আপনার ওয়েবমেইল এড করতে পারেনঃ

১. আপনার সিপ্যানেল থেকে একটি ওয়েবমেইল তৈরি করুন।

২. আপনার Gmail অ্যাকাউন্টে লগ ইন করুন এবং উপরের ডানদিক থেকে “Settings” আইকনে ক্লিক করে “Accounts and Import” অপশনে ক্লিক করুন। 

webmail in gmail 1

৩।. তারপর “Check Mail From Other Accounts” সেকসন থেকে “Add a Mail Account” এ ক্লিক করলে একটি পপআপ উইন্ডো ওপেন হবে।

৪. জিমেইলে আপনি যে ইমেইল বা ওয়েবমেইল এড্রসটি এড চান সেটা লিখে “Next” বাটনে ক্লিক করুন।

webmail in gmail 2

৫. পরের পেইজে, “Import emails from my other account (POP3)” অপশনটি সিলেক্ট করে “Next” বাটনে ক্লিক করুন।

৬. এখন আপনার ওয়েবমেইলে লগ ইন করে ইনবক্সের প্রথম মেইল ​​থেকে মেইল সার্ভার কনফিগারেশনটি দেখুন। অথবা, আপনার সিপ্যানেলের “Email Accounts” সেকসন থেকে ওয়েবমেইলটির ডানপাসের “CONNECT DEVICES” বাটনে ক্লিক করে মেইল সার্ভার কনফিগারেশনটি দেখতে পারেন।
Login to Cpanel>Email Accounts>your webmail>Connect Devices

আমাদের ডিফল্ট সিকিউর  SSL/TLS Settings হলোঃ

  • User Name: yourmail@nutexample.com
  • Password: আপনার ইমেইলের পাসওয়ার্ডটি লিখুন।
  • Incoming Server: সার্ভার এড্রেসটি লিখুন। যেমনঃ mail.nutexample.com
  • IMAP Port: 993
  • POP3 Port: 995
  • Outgoing Server: mail.nutexample.com
  • SMTP Port: 465

webmail in gmail 3

৭. এখন এই পেইজে, SMTP/ Outgoing সার্ভার কনফিগারেশন এড করুন। এবং পোর্ট নম্বর পরিবর্তন করে “Add Account” ক্লিক করুন।

webmail in gmail 5

৮. আপনার ওয়েবমেইলে লগইন করুন। ইমেইলের মাধ্যমে ভেরিফিকেশন করার জন্য গুগল টিম থেকে আসা নতুন Verification Link/Code দেখতে পাবেন। এখন Link এ ক্লিক করে অথবা Code টি বক্সে Paste করে “Verify” বাটনে ক্লিক করুন।

webmail in gmail

১০. এখন আপনি Gmail থেকে আপনার ওয়েবমেইল ইনবক্সটি চেক করতে পারেন। এবং আপনার Gmail থেকে আপনার কাস্টম ডোমেইন হিসাবে একটি ইমেল পাঠাতে পারেন। আপনার যদি এই সম্পর্কে আরও তথ্যের প্রয়োজন হয় তবে নিচের ভিডিওটি দেখতে পারেন।

Read this content in English: How to use webmail in Gmail?