You are currently viewing উইন্ডোজে হোস্ট ফাইল ব্যবহার করে কিভাবে একটি ডোমেইনকে কোনো সার্ভারে পয়েন্ট করবেন?

আপনার যদি ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন না করে কোন সার্ভারে দ্রুত ডোমেইন পয়েন্ট করার প্রয়োজন হয় তবে উইন্ডোজ হোস্ট ফাইলের সাহায্যে এটি করতে পারেন। হোস্ট ফাইলটি একটি লোকাল জোন রেকর্ড হিসাবে কাজ করে যেখানে আপনার ডোমেইনগুলোর রেকর্ড মডিফাই বা এড করতে পারবেন যা তখনই আপনার কম্পিউটারে কাজ করবে।
উদাহরণস্বরূপ, আপনার ডোমেইন যদি অন্য হোস্টিং প্রভাইডারে পয়েন্ট থাকে এবং আইটি নাট হোস্টিংয়ে আপনার ওয়েবসাইটটি মাইগ্রেট করতে চান। এখন আপনার  ওয়েবসাইট মাইগ্রেশন শেষ না হওয়া পর্যন্ত আপনি ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন করতে চান না।

সুতরাং, আপনি যদি শুধুমাত্র নিজের জন্য নতুন সার্ভারে পয়েন্ট করে সেই ডোমেইনের DNS রেকর্ড পরিবর্তন করতে চান তবে আপনি হোস্ট ফাইলটি ব্যবহার করতে পারেন।আপনি ছাড়া আপনার ওয়েবসাইটের সকল ভিজিটররা আগের হোস্টিং প্রোভাইডার থেকে ভিজিট করবে। আপনার সার্ভারের আইপি এড্রেসটি জানতে হবে যেখানে ডোমেইনটি পয়েন্ট করতে চান। আপনার হোস্টিং অর্ডার কনফার্ম হয়ে গেলে আপনার হোস্টিং সার্ভারের আইপি এড্রেসটি পাবেন। হোস্ট রেকর্ড মডিফাই করতে, নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

১. উইন্ডোজ হোস্ট ফাইলটি “C:\Windows\System32\drivers\etc” এই লোকেশনে যেয়ে “hosts” ফাইলটি কপি করে ডেস্কটপে রাখুন।

hosts file

২. ফাইলটি ডেস্কটপ থেকে “Notepad” টেক্স ইডিটরে ওপেন করুন।

open with notepad

৩. আপনি ফাইলটিতে কিছু ডিস্ক্রিপশন দেখতে পাবেন। লাইনের শুরুতে আপনি যদি # সিম্বলটি দেখতে পান তবে এটি একটি কমেন্ট এবং এটি কোনো ধরণের কমান্ড নয়। এখন, ফাইলটির নীচে যেয়ে একটি নতুন লাইনে নতুন সার্ভার এর আইপি এড্রেসটি লিখুন।

৪. কিছু স্পেস তৈরি করতে আপনার কীবোর্ডের “Tab” বাটনটি দুইবার প্রেস করুন এবং তারপর আপনার ডোমেইন নামটি লিখুন।

৫. অতিরিক্ত নতুন লাইন তৈরি করতে “Enter” প্রেস করুন, একই আইপি এড্রেস লিখুন, একই সময় দুবার “Tab” প্রেস করুন এবং শুরুতে www দিয়ে ডোমেইনের নামটি লিখুন।

edit hosts file

৬. এখন ফাইলটি “File” > “Save” অপশন থেকে সেভ করুন।

৭. এখন এই “hosts” ফাইলটি ডেস্কটপ হতে Copy করে “C:\Windows\System32\drivers\etc” এই লোকেশন ফোল্ডারে Paste করুন।

৮. বিদ্যমান “Host” ফাইলটি রিপ্লেসের রিকুয়েস্ট জানালে, “Replace the file in the destination” বাটনে ক্লিক করুন। তারপর, “Host” ফাইলটি সিস্টেম ফাইল হিসাবে এডমিনের পারমিশনের জন্য রিকুয়েস্ট করলে “Continue” বাটনে ক্লিক করুন। 

যদি আপনি উপরের কাজগুলো সঠিকভাবে করে থাকেন তাহলে এখন আপনার এই ডোমেইন ভিজিট করলে নির্দিষ্ট করা আইপি এড্রেসে যাবে।

ডেস্কটপ থেকে হোস্ট ফাইলটি ওপেন করে পরিবর্তনগুলো সহজেই রিভার্স করতে পারেন, সেই দুটি লাইনের শুরুতে “#” সিম্বলটি রাখতে পারেন বা সেই লাইনগুলো পুরোপুরি রিমুভ করতে পারেন। তারপর ফাইলটি সেভ করুন এবং এটিকে আগের মতো “C:\Windows\System32\drivers\etc” এই লোকেশন ফোল্ডারে কপি করুন।

আপনি সফলভাবে আপনার ডোমেইনটি একটি সার্ভারে পয়েন্ট করেছেন এবং কাজটি শেষ করে আপনার পরিবর্তনগুলো রিভার্স করতে সক্ষম হয়েছেন।

Read this content in English: How to point a domain to a server using hosts file in Windows?