You are currently viewing দাম কমে হোস্টিং প্রাইসে আসলো পরিবর্তন

আইটি নাট হোস্টিং বাংলাদেশের অন্যতম বিশ্বস্তত ডোমেইন হোস্টিং প্রোভাইডার, দীর্ঘ ৬ বছর যাবত দেশ এবং দেশের বাইরে সফলতার সাথে ডোমেইন হোস্টিং সেবা প্রদান করে আসছে আইটি নাট হোস্টিং।

দেশের আইটি প্রফেশনালদের পছন্দের সারিতে আইটি নাট হোস্টিং থাকলেও কিছু কিছু ক্ষেত্রে গ্রাহকদের অভিযোগ ছিলো।  যেমন গ্রাহকদের প্রধান অভিযোগ ছিলো অন্য হোস্টিং প্রোভাইডারদের  থেকে আইটি নাট হোস্টিং এর প্রাইস বেশি। 

কিন্তু খুব দুঃখের সাথে বলতে হচ্ছে যে, আইটি নাট হোস্টিং এর প্রাইস কখনই বেশি না, বরং প্রাইস অনুযায়ী ফিচারস কম্পেয়ার করলে দেখা যায় অন্য হোস্টিং প্রোভাইডারদের তুলনায় আইটি নাটের প্রাইস আরো কম।

অন্যান্য হোস্টিং প্রোভাইডার যেখানে সামান্য কিছু  টাকা কমিয়ে ফিচারর্স লিমেট রেখে হোস্টিং সেল করছে, আইটি নাট সেখানে একই সিস্টেমে তা করছে না, হ্যাঁ আইটি নাটের  প্রাইস বেশি কিন্তু ফিচারসও বেশি। অন্যরা যেখানে ব্যাসিক প্যাকেজেই ৫ জিবি স্টোরেজ দিচ্ছিলো, লিমিটেড ব্যান্ডউইথ সহ আরো অনেক ফিচারস লিমিটেড দিচ্ছিলো সেখানে আইটি নাট সেখানে  ব্যাসিক প্যাকেজেই ২৫ জিবি স্টোরেজ এবং আনলিমিটেড ব্যান্ডউইথ দিচ্ছিলো।

 তাঁরপরেও কেন গ্রাহকদের অভিযোগ আইটি নাটের প্রাইস বেশি? কারণ ডোমেইন হোস্টিং কেনার সময় বেশির ভাগ কাস্টোমার ভালোভাবে প্যাকেজ কম্পেয়ার করে না বা বুঝতে পারে না, তাঁরা শুধু মাত্র প্রাইসিং দিয়ে অন্যদের সাথে আইটি নাটের প্যাকেজগুলো কম্পেয়ার করে।

গ্রাহকদের  মতামত  আইটি নাট হোস্টিং সবসময় গুরুত্ব দিয়ে এসেছে, বিভিন্ন সময়ে গ্রাহকদের মতামতের ওপর ভিত্তি করে নানা ধরণের পরিবর্তন এনেছে। গ্রাহকদের বড় একটা অভিযোগ যেহুতু প্রাইসিং নিয়ে ছিলো তাই এবার গ্রাহকদের সুবিধার্থে তাঁদের মতমতের ওপর গুরুত্ব দিয়ে প্রাইস কমিয়ে প্যাকেজ তৈরি করা হয়েছে। 

এখানে একটি বিষয় বলে রাখা ভালো যে, প্রাইসিং কম বলতে একদম যে কমিয়ে আনা হয়েছে তা কিন্তু  নয়। দেশের ডোমেইন হোস্টিং মার্কেট অলরেডি কিছু প্রোভাইডার নষ্ট করে ফেলেছে, সস্তা জিনিসের কদর সবসময়ই বেশি ছিলো আর কম টাকায় ভালো জিনিস পাওয়া কোনদিনই সম্ভব নয়, আইটি নাট হোস্টিং কম দামে বিশ্বাসে নয়। আইটি নাট হোস্টিং বিশ্বাস করে জিনিস যেটা ভালো দাম তাঁর একটু বেশিই, তাই যতটা সম্ভব দাম কমিয়ে এর মধ্যেই ভালো কিছু ফিচারস সহ নতুন করে প্যাক সাজানো হয়েছে।

যে সকল প্যাকেজ পরিবর্তন হয়েছে

নাট সিলভার

  • পূর্বের তুলনায় ৪০% দাম কমানো হয়েছে
  • ওয়েব সাইট লিমিটেশন বাড়িয়ে ২ টি করা হয়েছে
  • স্টোরেজ কমিয়ে ১০ জিবি করা হয়েছে
  • রিনিউ প্রাইস কমিয়ে বাইয়িং প্রাইসের সমপরিমাণ করা হয়েছে

নাট ডায়মন্ড-

  • পূর্বের তুলনায় ৫০% দাম কমানো হয়েছে
  • ওয়েব সাইট লিমিটেশন কমিয়ে ১০ টি করা হয়েছে
  • স্টোরেজ কমিয়ে ৫০ জিবি করা হয়েছে
  • রিনিউ প্রাইস কমিয়ে বাইয়িং প্রাইসের সমপরিমাণ করা হয়েছে

স্পিড স্টার

  • পূর্বের তুলনায় ৪৯.৮৫% দাম কমানো হয়েছে
  • রিনিউ প্রাইস কমিয়ে বাইয়িং প্রাইসের সমপরিমাণ করা হয়েছে

অনেকেরই অভিযোগ ছিলো রিনিউ প্রাইস সম্পর্কে তাই প্রাইসিং সেট করার সময় সব থেকে বেশি গুরুত্ব দেয়া হয়েছে রিনিউ প্রাইসের ওপর। 

যেহুতু প্রাইসিং পরিবর্তন হয়েছে তাই নিশ্চয় গ্রাহকদের মনে কিছু কমন প্রশ্ন আসবে, এমন কিছু প্রশ্ন উত্তর:

প্রশ্ন: আমি পূর্বে প্যাকেজ নিয়েছিলাম এখন কি চাইলে নতুন প্যাকেজে পরিবর্তন করতে পারবো?

উত্তর: হ্যাঁ, আপনে চাইলে যে কোন সময় নতুন প্যাকেজে পরিবর্তন করতে পারবেন, তবে সেক্ষেত্রে আপনার পূর্বের প্যাক যতদিন ব্যবহার করা হয়েছে তাঁর উপর নির্ভর করে চার্জ কেটে নেয়া হবে এবং অবশিষ্ট টাকা আপনার একাউন্টে জমা করা হবে, সেই টাকার সাথে বাকি টাকা এড করে নতুন প্যাকেজ নিতে পারবেন। 

প্রশ্ন: রিনিউ করার সময় কি আমি নতুন প্যাকেজে মুভ করতে পারবো?

উত্তর: হ্যাঁ, রিনিউ করার সময়ও আপনে চাইলে নতুন প্যাকেজে মুভ করতে পারেন।

প্রশ্ন: নতুন প্যাকেজ থেকে কি পুরাতন প্যাকেজে মুভ করতে পারবো?

উত্তর: যদি আপনার পুরাতন প্যাকেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে আপনি পুরাতন প্যাকেজেও মুভ করতে পারবেন

প্রশ্ন: নতুন প্যাকেজে কি স্টোরেজ বাড়িয়ে নিতে পারবো? বা, কাস্টোম প্যাক তৈরি করতে পারবো?

উত্তর: না এখন পারবেন না, তবে অতি শিঘ্রই আইটি নাটে কাস্টোম প্যাক আসতে যাচ্ছে।

প্রশ্ন: কিছু কিছু ক্ষেত্রে ফিচারর্স কমানো হয়েছে এতে কি হোস্টিং এর পারফরমেন্স খারাপ হবে?

উত্তর: না, ইউজারদের কথা মাথায় রেখেই ফিচারস খুব সীমিত আকারে কমানো হয়েছে তাই পারফরমেন্স খারাপ হবার কোন প্রশ্নই আসেনা।

আইটি নাট হোস্টিং সব সময়ই ইউজারদের কথা চিন্তা করে, তাই ইউজার এক্সপেরিয়েন্স যাতে খারাপ না হয় সেই কথা মাথায় রেখেই প্যাকেজগুলো সাজানো হয়ে থাকে, যার কারণেই অন্য হোস্টিং প্রোভাইডারদের থেকে আইটি নাট হোস্টিং এর প্যাকেজগুলো আলাদা হয়ে থাকে। এছাড়া আইটি নাট হোস্টিং কোন প্রকার ক্রাক,সফটওয়্যার বা লাইসেন্স ব্যবহার করে না। 

ডোমেইন হোস্টিং কেনার সময় শুধু প্রাইসের দিকে বিবেচণা না করে যে প্রতিষ্ঠানের থেকে নিতে চাচ্ছেন তাঁদের সম্পর্কে ভালোভাবে মার্কেটে খবর নিয়ে দেখবেন। অতীতের এমন অনেক হোস্টিং প্রোভাইডার ছিলো যারা এখন গায়েব হয়ে গিয়েছে এবং এটা বর্তমানেও হচ্ছে, মাঝখান থেকে প্রতারিত হচ্ছে সাধারণ মানুষ। 

পরিশেষে আবারও একই কথা বলতে চাই, সস্তা জিনিসের কদর সব সময়ই থাকে, আর সস্তায় কখনো ভালো জিনিস পাওয়া যায় না। মনে রাখবেন অ্যাপেল এর প্রোডাক্ট সবার জন্য না। আইটি নাট হোস্টিং কম দামে বিশ্বাসে নয়। আইটি নাট হোস্টিং বিশ্বাস করে জিনিস যেটা ভালো দাম তাঁর একটু বেশিই।

Leave a Reply