আইটি নাট হোস্টিং এর বিজনেস পার্টনার হিসেবে যুক্ত হয়েছে Finva Soft Limited পার্টনারশীপ প্রসেস কিছুদিন আগে সম্পূর্ণ হলেও অফিসিয়ালি MoU সাইন বাকি ছিলো, যা গত ৬ জুলাই ২০২২ বিকেল ৫ টায় উভয় পক্ষের উপস্থিতির মাধ্যমে সম্পূর্ণ হয়।

এই চুক্তি অনুযায়ী আগামী ৫ বছর উভয় কোম্পানী একে অপরের পার্টনার হিসেবে কাজ করবে এবং একে অন্যর ব্যবসাকে গ্রো করতে সব ধরণের সহযোগিতা করবে।