আইটি নাট হোস্টিং এর  ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার VPS ম্যানেজ করা সহ আর বিভিন্ন ধরণের administrative কাজ গুলো করতে পারবেন। যেমনঃ আপনার যদি VPS এ কানেকশন করা প্রয়োজন হয় কিন্তু আপনি SSH ব্যবহার করে কানেক্ট করতে চাচ্ছেন না অথবা আপনার SSH অ্যাক্সেস নেই। সেক্ষেত্রে আপনার ক্লাইন্ট এরিয়া থেকে VNC এর মাধ্যমে VPS এ কানেক্ট করতে নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন।

১. প্রথমে আপনার আইটি নাট হোস্টিং ক্লায়েন্ট এরিয়া তে লগইন করার পর Services সেকশনে ক্লিক করুন।

1

২. এখানে আপনার VPS হোস্টিং সহ অন্যান্য সার্ভিস গুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনার  যে VPS সার্ভিস টি VNC তে কানেক্ট করতে চান তার পাশে থাকা থ্রি ডটস আইকনে ক্লিক করে “View Details” বাটনে ক্লিক করুন। 

2

৩. এখন আপনার ভিপিএস ম্যানেজমেন্ট পেইজের নীচের দিকে অবস্থিত “Server Information” সেকশনের VPS Information এর সাব-সেকশনে VNC আইকনে [নীচের স্ক্রিনশট]  ক্লিক করে আপনি VNC দিয়ে সার্ভারে কানেক্ট করতে পারেন।

3

৪. VNC আইকনে ক্লিক করার পর আপনি VNC Information এর একটি Popup উইন্ডো দেখতে পারবেন, সেখানে থাকা Launch HTML 5 VNC Client বাটনে ক্লিক করুন।

4

৫. অভিনন্দন আপনি VNC এর মাধ্যমে আপনার সার্ভারে কানেক্ট হয়েছেন। ভিপিএস সার্ভারে কানেক্ট হওয়ার পর আপনি আপনার সার্ভারের ইন্টারফেস এবং স্ট্যাটাস দেখতে পারবেন। সার্ভারে কাজ করার জন্য বামপাশে থাকা বাটনগুলো – Show Extra Keys, Full screen, Control, Disconnect আপনাকে সহযোগিতা করবে।

5 1

৬. আপনি কাজ শেষ হয়ে গেলে Disconnect বাটনে ক্লিক করে সার্ভার থেকে কানেকশন বন্ধ করে দিতে পারবেন এবং চাইলে আবার Connect বাটনে ক্লিন করে আবার নতুন করে কানেক্ট করতে পারবেন।

6 1

আশা করছি আপনি VNC এর মাধ্যমে ভিপিএস সার্ভার কানেক্ট করতে পেরেছেন। এছাড়াও যদি আর কোন বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে অথবা আমাদের সাপোর্টে যোগাযোগ করে সেটি জানাতে পারেন। ধন্যবাদ

Leave a Reply