You are currently viewing ক্লায়েন্ট এরিয়া এবং সি-প্যানেলে লগইন এক্সেস কি?

আইটি নাট হোস্টিং ক্লায়েন্ট এরিয়াতে লগ ইন করতে, আপনার সেই ইমেইল এবং পাসওয়ার্ড টি ব্যবহার করা উচিত যা প্রথমে আমাদের ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে ব্যবহার করেছিলেন। আপনি যদি পাসওয়ার্ড ভুলে যান তবে “Forgot Password?” এই লিংক ব্যবহার করে পুনরায় পাসওয়ার্ড সেট বা রিসেট করতে পারেন।

আপনি পাসওয়ার্ড ছাড়াই  ক্লায়েন্ট এরিয়া থেকে সরাসরি সি-প্যানেলে লগ ইন করতে পারেন। তবে আপনি যদি সরাসরি সি-প্যানেলে লগ ইন করতে না চান, সেক্ষেত্রে মনে রাখা জরুরী, ক্লায়েন্ট এরিয়ার লগইন ডিটেইলস ও সি-প্যানেেলের লগ ইন ডিটেইলস সম্পূর্ন আলাদা। আপনার হোস্টিং অর্ডার টি নিশ্চিত হলে পেমেন্ট করার সাথে সাথেই আইটি নাট হোস্টিং সিস্টেম থেকে অটোমেটিকভাবে সি-প্যানেল লগইন ডিটেইলস আপনার ইমেইল এড্রেসে পাঠানো হবে।

সি-প্যানেল ইন্টারফেসের লগইন ডিটেইলস দেখতে আপনার “Email Inbox” বা “Spam Folder” চেক করুন। সেখানে “Web Hosting cPanel Account Information’’ প্রসঙ্গে একটি ইমেইল পাবেন।

এরিয়া এবং সি প্যানেলে লগইন এক্সেস কি 

আপনি যদি সি-প্যানেল লগইন ডিটেইলস ভুলে যান তবে আপনি এই ইমেইল ব্যবহার করে আপনার পাসওয়ার্ড খুজে পেতে পারে। আপনার ইমেইল খুঁজে না পেলে বা কোন কারনে ডিলিট হয়ে গেলে, আমাদের সাথে লাইভ চ্যাটে বা আপনার অ্যাকাউন্ট থেকে সাপোর্ট টিকিট ওপেন করে যোগাযোগের মাধ্যমে আপনার সি-প্যানেল লগ ইন ডিটেইলস রিকভার করতে নিতে পারেন।

নোটঃ যদি আপনি ভুল লগইন ডিটেইলস ব্যবহার করে কয়েকবার আপনার সি প্যানেলে লগইন করার চেষ্টা করেন তাহলে আপনার আইপি অ্যাড্রেসটি সিকিউরিটির কারনে আমাদের সিস্টেম থেকে অটোমেটিকভাবে ব্লক হবে। আপনার ব্লক হওয়া আইপি টি আপনি ক্লায়েন্ট এরিয়া থেকে আনব্লক বা রিমুভ করতে পারেন। এক্ষেত্রে, অন্য আইপি থেকে বা ভিপিএন ব্যবহার করে আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে Unblock IP সেকশন থেকে খুব সহজেই আনব্লক করতে পারেন। অথবা আনব্লক করতে এই গাইডলাইনটি দেখতে পারেন।

Read this content in English: How Do I Log In To My cPanel?