You are currently viewing কিভাবে সিপ্যানেল থেকে আমার ডোমেইনের ModSecurity ডিজাবল বা এনাবল করতে পারি?

ModSecurity হলো একটি অ্যাপাচি মডিউল বা ওয়েব অ্যাপলিকেশন লেভেল ফ্যায়ারওয়াল। যা আপনার ওয়েবসাইটকে বিভিন্ন ধরনের অ্যাটাক থেকে প্রটেক্ট করে। এটি একটি ওপেন সোর্স ওয়েব অ্যাপলিকেশন লেভেল ফায়ারওয়াল যা বিভিন্ন ধরনের সার্ভারে সাপোর্ট করে। যেমন: Apache, Nginx এবং IIS. এটি আপনার ওয়েবসাইটে অতিরিক্ত একটি সিকিউরিটি লেয়ার হিসেবে কাজ করবে। এটি আপনার ওয়েবসাইটের রিয়েল টাইম ভিজিটর মনিটর করে এবং অ্যাপলিকেশনে পৌঁছার আগেই মেলিসিয়াস কানেশনকে ব্লক করে আপনার সাইটের একটি অতিরিক্ত সিকিউরিটি নিশ্চিত করে। বেশিরভাগ সময়ই এটি ওয়েবসাইটের সাথে ভালো কাজ করে তবে অনেক সময় ওয়েবসাইটের কোডিং দুর্বল হলে বা নির্দিষ্ট CMS-এ কিছু কিছু ওয়েবসাইট বা ফাংশনালিটির সাথে এটি কাজ করতে পারেনা। সেক্ষেত্রে আপনাকে ModSecurity ডিজাবল করতে হতে পারে।

এখন আমি আমরা দেখবো কিভাবে সিপ্যানেল থেকে মোড সিকিউরিটি এনাবল বা ডিজাবল করতে পারি-

যেভাবে ডিজাবল করবেন

এর জন্য প্রথমে আপনার সিপ্যানেলে লগইন করতে হবে। আপনি যদি না জানেন কিভাবে সিপ্যানেলে লগইন করতে হয় তাহলে আপনি এই গাইডলাইনটি অনুসরণ করে আপনার সিপ্যানেলে লগইন করতে পারেন: কিভাবে আমার সিপ্যানেলে লগ ইন করব?

সিপ্যানেলে লগইন করার পর স্ক্রল করে নিচে আসুন বা সার্চ বক্সে টাইপ করুন modsecurity. সিকিউরিটি সেকশনে আপনি ModSecurity অপশনটি দেখতে পাবেন। এখন ModSecurity অপশনে ক্লিক করুন।

image4 5

আপনি এখানে আপনার সবগুলো ডোমেইনের একটা লিস্ট দেখতে পাবেন। আপনি চাইলে উপরের ডিজাবল অপশনে ক্লিক করে আপনার সবগুলো ডোমেইনের ModSecurity ডিজাবল করতে পারেন। অথবা শুধুমাত্র নির্দিষ্ট একটি ডোমেইনের জন্য ModSecurity ডিজাবল করতে পারেন।

সবগুলো ডোমেইনের জন্য ModSecurity ডিজাবল

আপনার সবগুলো ডোমেইনের জন্য ModSecurity ডিজাবল করার জন্য Disable বাটনে ক্লিক করুন। তারপর Disable All বাটনে ক্লিক করুন। এখন আপনার সবগুলো ডোমেইনের ModSecurity ডিজাবল হয়ে যাবে এবং ডান পাশে একটি ‍সাকসেফুল মেসেজ দেখতে পাবেন।

Screenshot 1 2

image5 6

নির্দিষ্ট একটি ডোমেইনের জন্য ModSecurity ডিজাবল

নির্দিষ্ট একটি ডোমেইনের জন্য ModSecurity ডিজাবল করতে আপনার ডোমেইনের ডান পাশে On এবং Off বাটন দেখতে পাবেন। Off বাটনে ক্লিক করে ডিজাবল করতে পারেন।

image1 5

ইতিমধ্যে ডিজাবল করা থাকলে যেভাবে এনাবল করবেন

আপনার সবগুলো ডোমেইনের ModSecurity ডিজাবল করা থাকলে, আপনি প্রথমেই একটি Enable বাটন দেখতে পাবেন। Enable বাটনে ক্লিক করে আপনি আপনার সবগুলো ডোমেইনের ModSecurity এনাবল করতে পারেন।

Screenshot 2 1

এক বা একধিক ডোমেইনের ModSecurity ডিজাবল করা থাকলে উপরে দুইটি অপশন দেখতে পাবেন। Enable এবং Disable. এখানে Enable বাটনে ক্লিক করে আপনি আগের মতো সবগুলো ডোমেইনের ModSecurity এনাবল করতে পারেন। অথবা নির্দিষ্ট ডোমেইনের পাশ থাকা বাটনে ক্লিক করে সেই ডোমেইনের ModSecurity এনাবল করতে পারেন।

Screenshot 5 1

এভাবে আপনার ডোমেইনের ModSecurity এনাবল বা ডিজাবল করতে পারেন। আপনার ওয়েবসাইটের সাথে যদি ModSecurity কনফ্লিক্ট করে তাহলে আপনার উপরে দেখানো পদ্ধতি অনুসরণ করে ModSecurity ডিজাবল করুন। আবার পরবর্তিতে এনাবল করার প্রয়োজন হলে এনাবলও করতে পারেন।

Read this content in English: How to disable or enable my domain’s ModSecurity from CPanel?

Leave a Reply