You are currently viewing কিভাবে ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন করবেন?

Table of Contents

Changing Nameserver

আপনার যদি একাধিক ডোমেইন আমাদের কাছে থেকে ক্রয় করা থাকে তবে IT Nut Hosting অ্যাকাউন্ট বা ক্লায়েন্ট এরিয়া থেকেই আপনার সকল ডোমেইনের ম্যানেজ এবং নেমসার্ভার পরিবর্তন করতে পারেন। 

১. এর জন্য, প্রথমে ক্লায়েন্ট এরিয়ায় লগ ইন করুন। এরপর ক্লায়েন্ট এরিয়া ড্যাসবোর্ড থেকে “Domains” অপশনে ক্লিক করুন। অথবা বাম পাশের মেনুবার থেকে Domains ড্রপ ডাউন মেনুর আন্ডারে “My Domains” বাটনে ক্লিক করুন।

নেমসার্ভার কিভাবে পরিবর্তন করবেন

২. আপনার অ্যাকাউন্টে একাধিক ডোমেইন থাকলে তার লিস্ট এখানে দেখতে পাবেন। এখন আপনি যে ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন বা ম্যানেজ করতে চান সেই ডোমেইনের পাশে থাকা থ্রি ডট আইকনে ক্লিক করে “Manage Nameserver” বাটনে ক্লিক করুন।

নেমসার্ভার পরিবর্তন

৩. ম্যানেজ নেমসার্ভারের পেইজ থেকে, Select NameServer Type অপশনের ডাউন অ্যারো বাটনে ক্লিক করে আপনার ডোমেইনের জন্য যে Nameserver ব্যবহার করেত চান তা নির্বাচন করুন এবং “Change Nameservers” বাটনে ক্লিক করুন। Select NameServer Type এ আপনি নিচের স্কিনশর্টের মতো কিছু অপশন দেখতে পাবেন। 

ডোমেইনের নেমসার্ভার পরিবর্তন করবেন

IT Nut Domain DNS
আপনি যদি ডোমেইনের ডিফল্ট নেমসার্ভার ব্যবহার করতে চান তবে এই অপশন সিলেক্ট করুন।
মনে রাখা জরুরী যে, আপনি যদি Blogger এ কাস্টম ডোমেইন হিসাবে এড করে  DNS রেকর্ড ADD বা Edit করতে চান তবে অবশ্যই Default Nameserver ব্যবহার করতে হবে।

cPanel Hosting NS
আমাদের ওয়েব হোস্টিং এর সাথে কানেক্ট করতে বা হোস্টিং নেমসার্ভার ব্যবহার করতে এই অপশন সিলেক্ট করুন।

Direct Admin NS
আপনি যদি ডাইরেক্ট এডমিন হোস্টিং ব্যবহার করেন তবে এই অপশন সিলেক্ট করুন।

Windows Hosting NS
ইউন্ডোজ হোস্টিং এর সাথে কানেক্ট করতে বা হোস্টিং নেমসার্ভার ব্যবহার করতে এই অপশন সিলেক্ট করুন।

Use Custom NS (enter below)
আপনার হোস্টিং সার্ভিস যদি অন্য প্রোভাইডারে থাকে এবং সেই হোস্টিং এর সাথে আপনার ডোমেইন কানেক্ট করতে বা তাদের নেমসার্ভার বা প্রাইভেট/কাস্টম নেমসার্ভার ব্যবহার করতে Custom Nameserver সিলেক্ট করুন। তবে আপনি এই অপশন সিলেক্ট করেও আমাদের নেমসার্ভার টাইপ করে নেমসার্ভার আপডেট করতে পারেন। আমাদের Hosting Nameserver হলঃ (cPanel or Windows Hosting NS) or

  • ns1.itnuthosting.com
  • ns2.itnuthosting.com

৪. নেমসার্ভার সঠিকভাবে নির্বাচন বা টাইপ করার পর, “Change Nameservers” বাটনে ক্লিক করলে তা সফলভাবে আপডেট হবে। যা আপনি একটি সাকসেস মেসেজের মাধ্যমে দেখতে পাবেন।

নেমসার্ভার আপডেট করার পর, আপনি নীচের লিঙ্ক থেকে সঠিকভাবে আপডেট হয়েছে কিনা তা চেক করতে পারেন।
কিভাবে আপনার ডোমেইন নেম সার্ভার চেক করবেন?

হোস্টিং নেমসার্ভার ডোমেইনের জন্য হোস্টিং কানেক্ট করতে ব্যবহৃত হয়। এবং ডিফল্ট নেমসার্ভার সরাসরি ডোমেইন ম্যানেজমেন্ট থেকে DNS ম্যানেজ করতে ব্যবহৃত হয়। আপনি যদি ডিফল্ট নেমসার্ভারগুলো ম্যানুয়ালি সেট করতে চান তবে আপনার ডোমেইনের ডিফল্ট নেমসার্ভার জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং আপনি যদি আমাদের হোস্টিং নেমসার্ভার ব্যবহার করেন তবে আপনার সিপ্যানেল অ্যাকাউন্ট থেকে DNS ম্যানেজ করতে পারেন।

নোটঃ আপনার নেমসার্ভার আপডেট করার পর তা ডিএনএস পুরোপুরি ভাবে প্রোপগেট হতে সর্বোচ্চ ২৪ ঘণ্টার মতো সময় নিতে পারে। সুতরাং, DNS প্রোপগেশন সম্পূর্ণ না হওয়া পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হতে পারে। বিস্তারিত এই লিংক থেকে জানতে পারেন। 

Read this content in English: How to Change Domain Nameservers