You are currently viewing Google Sites এ কিভাবে Custom Domain add করা যায়?

আপনি যদি Google Sites এ কোন website Develop করেন তাহলে আপনি খুব সহজেই আমাদের থেকে একটি Domain ক্রয় করে Google sites এ আপনার পছন্দের Domain টি সংযুক্ত করতে পারেন। তখন আপনার কাস্টম ডোমেইনে ভিজিট করলে আপনার গুগল সাইটে ডেভিলপ করা সাইটে নিয়ে যাবে।

Google sites এ custom domain add করা অনেকটা blogger এ custom domain add করার মতোই। নিচে দেখানো পদক্ষেপ গুলো অনুসরণ করে আপনি নিজেই এই কাজটি করতে পারেন

১। প্রথমে IT Nut Hosting-এর Client Area Account-এ login করুন

২। এখন আপনার Account এর Dashboard থেকে Domains এ ক্লিক করুন। অথবা আপনি চাইলে বাম পাশে Domains ড্রপ ডাউন মেনুবার থেকে My Domains এ ক্লিক করতে পারেন।

add custom domain 9

৩। এরপর আপনি যে Domain টি Custom Domain হিসাবে Google Sites এ Add করতে চান সেই Domain টি সিলেক্ট করে ডান পাশে থাকা থ্রি-ডটে ক্লিক করে Change Nameserver এ ক্লিক করুন।

add custom domain 8

৪। এখানে Domain Default Nameserver সিলেক্ট করে Save Changes এ ক্লিক করুন।

add custom domain 2

নোটঃ Google এর সার্ভিস ব্যাবহার করার জন্য আপনার Domain এর Nameserver টি অবশ্যই Domain এর Default Nameserver হতে হবে।

৫। ডোমেইনের Nameserver পরিবর্তন হয়ে গেলে এখন Google Sites এ ডোমেইনটি add করার পূর্বে আপনার Domain টি Google Search Console এ verify করে নিতে হবে। Verify করার জন্য Google Search Console এ যান। এবং আপনার Domain Name টি লিখে Continue বাটনে ক্লিক করুন।

add custom domain 1

৬। এখন Google Search Console থেকে একটি TXT Record আপনার Domain এ add করার জন্য বলা হবে। TXT Record টি Copy করার জন্য Copy বাটনে ক্লিক করুন।

add custom domain 7

৭। এখন আপনার Domain এর Manage DNS অপশনে গিয়ে Add Record এ ক্লিক করে TXT Record টি Add করুন। এখান থেকে দেখতে পারেন কিভাবে রেকর্ড অ্যাড করতে হয়?

add custom domain 4

৮। TXT Record Add হয়ে গেলে এই CNAME Record টিও ADD করুন। (Name: www, Destination: ghs.googlehosted.com)

add custom domain 12 1

৯। এখন এই দুইটি DNS Record Add করা হয়ে গেলে অপেক্ষা করুন। DNS Record Fully Propagation হতে সর্বচ্চ ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। DNS Fully Propagation হয়ে গেলে Google Search Console Tab এ গিয়ে Verify বাটনে ক্লিক করুন।

১০। Propagation হয়ে গেলে এখন Google Sites এ যান এবং ডান পার্শে থাকা Settings আইকনে ক্লিক করে Custom Domains Tab এ আসুন এবং Start Setup এ ক্লিক করুন।

১১। এরপর www দেয়া থাকবে তার পরের ঘরে আপনার ডোমেইন এর নাম লিখে Next এ ক্লিক করুন এরপরের Slide এ Done বাটনে ক্লিক করুন। কারণ আমরা এই DNS টি আগেই (৮ নম্বর পদক্ষেপ ) Domain এ Add করে দিয়েছি।

আপনার কাজ শেষ। আপনার Domain টি Google Sites এ Add হয়ে গেছে।

add custom domain 10

এখন আপনি নিশ্চিন্তে আপনার Google Sites টি ব্যবহার করতে পারেন এবং আপনার Custom Domain টি এখন আপনার ওয়েবসাইটের লিংক হিসেবে শেয়ার করতে পারেন।

Read this content in English: How to add a custom domain to google sites?

Leave a Reply