You are currently viewing আমি কিভাবে আমার ডোমেইন এর WHOIS Information পরিবর্তন করব?

প্রতিটি Domain এর একটি নিজস্ব Domain whois information অর্থাৎ Owner Details থাকে। আর এই Owner Details টি তখন দেয়া হয় যখন আমরা কোন Domain Registration করি। যদি কোন কারনে আমাদের Domain এর Whois Information অর্থাৎ Owner Details টি ভুল হয়ে যায় অথবা কোন কিছু নতুন করে যোগ করার প্রয়োজন হয় তাহলে আমরা তা সহজেই Update করতে পারি।

এখন আমরা দেখব IT Nut Hosting থেকে কোন Domain ক্রয় করার পরে কিভাবে Domain এর Details পরিবর্তন করতে হয়। আপনি সহজেই নিচের Step গুলো Follow করে আপনার Domain এর Details পরিবর্তন করতে পারেন।

প্রথমে আপনার IT Nut Hosting account এ Login করুন। আপনি যদি না জানেন কিভাবে আইটি নাট হোস্টিং এর অ্যাকাউন্টে লগইন করতে হয়, তাহলে আপনি এই গাইডলাইন অনুসরণ করতে পারেন: আইটি নাট হোস্টিং অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হয়?

এখন My Dashboard থেকে Domains অপশনে ক্লিক করুন

update whois information 4

এখানে আপনার ডোমেইনগুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনি যে ডোমেইনের WHOIS information পরিবর্তন করতে চান তার পাশে থ্রি-ডট বাটনে ক্লিক করে Manage Domain অপশনে ক্লিক করুন

update whois information 1

এরপর নিচে Update the WHOIS contact information for your domain এর লিখার ওপর ক্লিক করুন

update whois information 2

অতপর আপনার সামনে বড় একটি Contact Information এর পেজ ওপেন হবে। এখানে থাকবেঃ

  • Registrant Contact
  • Technical Contact
  • Billing Contact
  • Admin Contact

আপনার যে তথ্যগুলো পরিবর্তন অথবা Update করার প্রয়োজন তা করুন

update whois information 3

পরিবর্তন করা শেষ হয়ে গেলে Save Changes এ ক্লিক করুন।

image4 1

আপনার Domain এর WHOIS Information পরিবর্তনের কাজ সম্পূর্ণ হয়েছে। এখন অনুগ্রহ করে অপেক্ষা করুন । আপনার Information টি সম্পূর্ণ ভাবে Update হইতে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।

বিশ্বের সকল Domain এরই নিজস্ব WHOIS information আছে। তবে অনেকেই এই Information গুলো Public করতে চায় না। যারা তাদের Domain এর WHOIS information public করতে চায় না তাদের জন্য রয়েছে Domain ID Protection feature। Domain এবং ID Protection একটি Paid Feature যার মাধ্যমে Domain এর WHOIS information hide করা যায়। তবে Hide হলেও তা সফল ভাবে Domain owner এর জন্যই কাজ করবে। অর্থাৎ WHOIS information এ যে mask mail দেয়া থাকবে সে মেইলে যদি কেউ মেইল করে তাহলে তা Domain owner এর কাছেই যাবে।

এখন আমরা জানব: রেজিস্টার লক কি এবং কিভাবে তা এনাবল এবং ডিজাবল করতে হয়?

Read this content in English: How can I change the WHOIS information of my existing domain?

Leave a Reply