সেলফ- হোস্টেড ওয়েবসাইট এবং সমস্ত ধরণের ব্যক্তিগত ও ব্যবসায়িক ব্যবহারের জন্য ওয়ার্ডপ্রেস একটি সাইট বিল্ডার এবং কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম হিসেবে সবচেয়ে বেশি পরিচিত। আপনি যদি একটি বেসিক ওয়ার্ডপ্রেস ইনস্টল করে থাকেন তাহলে আপনি চাইলে সেটিকে নিজস্ব ওয়েবসাইট নেটওয়ার্কের হাবে রূপান্তর করা যেতে পারে। মাল্টিসাইটের সাহায্যে যেকোন ওয়ার্ডপ্রেস ব্যবহারকারী সাইটগুলোর একটি স্বাধীন নেটওয়ার্ক তৈরি করতে পারে বা বিবিন্ন শিক্ষামূলক এবং বাণিজ্যিক উদ্দেশ্যে তাদের রিজস্ব সাইট তৈরি করতে অন্যদের আমন্ত্রন জানাতে পারে। 

মাল্টিসাইটকে মাল্টিসাইট ইউজার নামের একটি আপ্লিকেশন হিসেবে শুরু কররা হয়েছিল ওয়ার্ডপ্রেস ৩.০ ভার্সনের কোর কোডের মাধ্যমে। অনেক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যবহারকারীদের ব্যক্তিগত বা ব্যবসার উদ্দেশ্যে শুধুমাত্র একটি সাইট প্রয়োজন হয়, তাদের এই ফিচার আক্টিভ করার প্রয়োজন হয় না। যাইহোক, আপনার যদি একাধিক ওয়েবসাইটের প্রয়োজন হয় এবং আপনি যদি একাধিক ওয়ার্ডপ্রেস ইন্সটল এবং একাধিক হোস্টিং ব্যবহার করতে না চান। তাহলে আপনি মাল্টিসাইটের মাধ্যমে একই ছাতার নিচে অসংখ্য পৃথক ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট  সহজে তৈরি করতে পারবেন। 

মাল্টিসাইট (WPMU) কি?

ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট (বা ওয়ার্ডপ্রেস মাল্টিইউজার/WPMU) একটি ওয়ার্ডপ্রেস ফিচার যা আপনাকে একটি ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনের মাধ্যমে একাধিক ওয়ার্ডপ্রেস সাইট চালানোর অনুমতি দেয়।

ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট একটি তথাকথিত ‘নেটওয়ার্ক’ তৈরি করে। এই নেটওয়ার্কের সমস্ত সাইট একটি ডাটাবেস ভাগ করে। তবে তাদের এই ডাটাবেসের মধ্যে আলাদা টেবিল এবং মিডিয়া আপলোডের জন্য আলাদা ডিরেক্টরি রয়েছে। এছাড়াও, এই সাইটগুলি একই প্লাগইন এবং থিম সকল ওয়েবসাইটের সাথে শেয়ার করে।

নেটওয়ার্ক অ্যাডমিন (সুপার অ্যাডমিন) একমাত্র ব্যক্তি যিনি একটি একক অ্যাডমিন ড্যাশবোর্ড থেকে সমস্ত সাইটের প্লাগইন এবং থিমগুলি ম্যানেজ করতে পারে৷

মাল্টিসাইট (WPMU) এর সুবিধা এবং অসুবিধা?

প্রত্যেকটি জিনিসের কিছু সুবিধা এবং অসুবিধা থাকে। তেমনি ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট এরও কিছু সুবিধা এবং অসুবিধা রয়েছে।

মাল্টিসাইট (WPMU) এর সুবিধা:

  • একটি ড্যাশবোর্ড থেকে একাধিক ওয়ার্ডপ্রেস ব্লগ পরিচালনা করার ক্ষমতা রাখে।
  • নেটওয়ার্কের ভিতরে ওয়ার্ডপ্রেস ব্লগের One-click ইনস্টলেশন সুবিধা রয়েছে (আপনাকে শুধু ব্লগের নাম এবং অ্যাডমিন ইমেল ঠিকানা লিখতে হবে)।
  • একই অ্যাডমিন/ইউজার একই ড্যাশবোর্ড থেকে একাধিক সাইট/ব্লগ সাইটগুলি পরিচালনা করতে সক্ষম হবে।
  • সুপার অ্যাডমিনের সমস্ত ব্লগে অ্যাক্সেস রয়েছে এবং সুপার অ্যাডমিন সেগুলি পরিচালনা করতে পারে৷
  • নেটওয়ার্কের মধ্যে থাকা সমস্ত সাইটের জন্য আপনাকে ওয়ার্ডপ্রেস, একটি প্লাগইন বা থিমের ভার্সন আপডেট করলে সকল সাইটের জন্য সেটি আপডেট হয়ে যাবে।
  • একজন অ্যাডমিন/ইউজার কোন কোন অপশন বা ফিচার অ্যাক্সেস করতে পারবে তা সুপার অ্যাডমিন প্রাইভেসি সেটিং এর মাধ্যমে কন্ট্রোল করতে পারবে।

মাল্টিসাইট (WPMU) এর অসুবিধা:

  • সুপার অ্যাডমিনের ওয়ার্ডপ্রেস ব্লগ পরিচালনার কিছু অভিজ্ঞতা থাকা উচিত এবং সার্ভারে ওয়ার্ডপ্রেসের কোর ফাইল গুলো কীভাবে এডিট করতে হয় তা জানা উচিত।
  • একটি নিয়মিত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডিজাইন করা কিছু থিম এবং প্লাগইন WMPU-এর জন্য এতটা ভাল কাজ নাও করতে পারে, তাই অলটারনেটিভ থিম এবং প্লাগইন খোঁজার প্রয়োজন হতে পারে।
  • যদি মূল ইনস্টলেশন অ্যাফেক্টেড হয় বা হ্যাক হয়, তাহলে নেটওয়ার্কের সমস্ত ব্লগও অ্যাফেক্টেড/হ্যাক হবে।

এখানে বর্ণিত ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইকোসিস্টেমের বাইরে অন্যান্য বিকল্প টুল রয়েছে। এই টুলগুলি মাল্টিসাইটের মতোই কাজ করে যাতে আপনি আপনার ওয়েবসাইটগুলি পরিচালনা করার জন্য একটি একক ড্যাশবোর্ড থেকে তা পরিচালনা করতে পারেন৷ 

কিভাবে “Softaculous App Installer” দিয়ে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইনস্টল করবেন?

আমাদের সিপ্যানেল হোস্টিং প্যাকেজগুলোতে “Softaculous app installer” রয়েছে। যেটি দিয়ে আপনি ওয়ার্ডপ্রেস এবং অন্যান্য জনপ্রিয় CMS ইনস্টল করতে পারবেন। সফটাকুলাস অ্যাপ দিয়ে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে, নিচের নির্দেশাবলী অনুসরণ করুনঃ

ধাপ – ১ঃ সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করে “SOFTACULOUS APPS INSTALLER” সেকসন থেকে “WordPress” আইকনে ক্লিক করুন। 

multi 1

ধাপ – ২ঃ নতুন পেইজ থেকে “Install” বাটনে ক্লিক করুন।

multi 2

ধাপ – ৩ঃ পরের পেইজে, প্রয়োজনীয় ইনফরমেশন সহ ফর্মটি পূরণ করুন

3.1. Choose Installation URL: আপনার প্রয়োজনের উপর নির্ভর করে নিচের যে কোনো একটি প্রোটোকল নির্বাচন করুন। 
http://

https://

http://www

https://www

3.2. আপনি যে ডোমেইনে আপনার ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইন্সটল করতে চাচ্ছেন সেই ডোমেইন নেম “Choose Domain” সিলেক্ট করুন। 

3.3. যদি আলাদা কোনো ডিরেক্টোরিতে আপনার ওয়ার্ডপ্রেস ইন্সটল করার প্রয়োজন হয় তাহলে সেই ডিরেক্টোরির নামটি “In Directory” ফিল্ডে টাইপ করুন। 

3.4. Choose the version you want to install:  যে ভার্সনটি ওয়ার্ডপ্রেসে ইনস্টল করতে চান সেটা নির্বাচন করুন। আমরা সর্বদা আপনাকে ওয়ার্ডপ্রেসের Latest Version ইনস্টল করার পরামর্শ দেই।

3.5. আপনার ওয়েবসাইটের টাইটেল কি হবে তা “Site Name” ফিল্ডে টাইপ করুন। 

3.6. আপনার ওয়েবসাইটের মেটা ডিসক্রিপশন “Site Description” ফিল্ডে টাইপ করুন। 

3.7. মালটিসাইট ইন্সটলের জন্য সব চেয়ে গুরত্বপূর্ন অপশনঃ “Enable Multisite (WPMU)” অপশনটির চেক মার্ক বক্সে টিক টিক চিহ্ন দিন। 

3.8. Admin Username:  Administrative ইউজার নাম লিখুন যা আপনি ওয়েবসাইটের জন্য ব্যবহার করতে চান।

3.9. Admin Password: আপনার Administrative ইউজারের জন্য একটি শক্তিশালী পাসওয়ার্ড লিখুন।

3.10. Admin Email: আপনার ইমেল এড্রেসটি লিখুন।

multi 3

4. Site Language: ডিফল্ট হিসাবে ইংরেজি রেখে দিন। তবে আপনি যদি আপনার Administrative এ অন্য কোনো ভাষা ব্যবহার করতে চান তাহলে তা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। 

5. Select Plugins: কিছু দরকারী প্লাগইনগুলোর জন্য একটি অপশনাল সিলেকশন রয়েছে। আপনার যদি সেগুলোর প্রয়োজন হয়, তবে আপনি চেকবক্সটিতে টিক দিতে পারেন।

6. “Advanced Options” অপশন থেকে আপনার প্রয়োজনিয় অপশন গুলো ইনেবল করে নিতে পারবেন। তবে যদি প্রয়োজন না হয় তাহলে এরিয়ে যেতে পারেন। 

multi 4

7. তালিকা থেকে একটি থিম নির্বাচন করে “Install” বাটনে ক্লিক করুন।

multi 5

আপনার ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইনস্টলেশন শুরু হবে, এবং একটি প্রগ্রেস বারে আপনার ইনস্টলেশন প্রগ্রেস দেখতে পাবেন। একবার স্ট্যাটাসটি ১০০% হয়ে গেলে আপনার ইনস্টলেশন শেষ হয়ে যাবে।

অভিন্দন, আপনার ওয়ার্ডপ্রেস মান্টিসাইটটি সফলভাবে ইন্সটল হয়েছে। আপনি এখন আপনার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশনে লগ ইন করতে পারেন এবং আপনার ওয়েবসাইট মাল্টিসাইট ম্যানেজ করতে পারেন।

Leave a Reply