You are currently viewing কিভাবে আমার ওয়েবমেইলে লগ ইন করতে পারি?

আইটি নাট হোস্টিং দুই প্রকার ইমেইল সার্ভিস প্রোভাইট করে থাকে। এখানে আপনি উভয় লগ ইন করার পদ্ধতি পাবেনঃ

হোস্টিং সহ ফ্রি ওয়েবমেইলে লগ ইন করুন: যে কোন হোস্টিং প্যাকেজের সাথে আপনি আমাদের সিপ্যানেল ইমেইল সার্ভিস অ্যাক্সেস করতে পাবেন। ওয়েবমেইল তৈরি করে এবং ওয়েবমেইলে লগইন করে ইমেইল পাঠানো এবং গ্রহণ করতে পারেন।

আপনার ইমেলইটি তৈরি হওয়ার পরে, নিজের ডোমেইন নামের শেষে /webmail যোগ করে ওয়েবমেইলে লগইন করতে পারেন। উদাহরণস্বরূপ, যদি আপনার ডোমেনের নাম  example.com হয় তবে ব্রাউজারে  example.com/webmail লিখে ওয়েবমেইল লগইন পেইজে যেতে পারেন । অথবাঃ

আপনার ডোমেইন বা সিপ্যানেল এর আইপি এড্রেসের শেষে :2096 পোর্ট ব্যবহার করেও সরাসরি লগ ইন করতে পারেন।

AnyConv.com webmail

লগইন স্ক্রিনে, আপনার তৈরিকৃত ইমেইল এড্রেস এবং পাসওয়ার্ড লিখুন এবং লগইন বাটনে ক্লিক করুন। প্রথম লগইনে, আপনাকে ডিফল্ট ওয়েবমেইল অ্যাপ্লিকেশন নির্বাচন করে নিন। আমরা আপনাকে Roundcube অ্যাপ্লিকেশনটি ব্যবহার করার পরামর্শ দিচ্ছি। আপনি যদি ওয়েবমেইল অ্যাপ্লিকেশনটি পুনরায় নির্বাচন করতে না চান তবে নীচের “Open my inbox when I log in” বক্সে ক্লিক করুন।

তারপরে আপনার ওয়েবমেইলে লগ ইন করতে রাউন্ডকিউব আইকনে অথবা “Open” বাটনে ক্লিক করুন।

AnyConv.com roundcube

সফলভাবে লগ ইন করার পর আপনি যথারীতিভাবে নিজের ওয়েবমেইলটি ব্যবহার করতে পারবেন।

ইমেইল এবং পাসওয়ার্ড ছাড়াও আপনি আপনার সিপ্যানেল থেকে ওয়েবমেইলে লগইন করতে পারেনঃ

১. আপনার সিপ্যানেলে লগইন করুন।

২. ইমেইল সেকসন হতে “Email Accounts” এ ক্লিক করলে আপনার তৈরি সকল ইমেইলগুলোর তালিকা দেখতে পাবেন। 

৩.এই খানে থেকে আপনি যে ইমেইলে লগইন করতে চান, সেই ইমেইলের ডানপাশের “Check Mail” বাটনে ক্লিক করুন।

৪.  ডিফল্ট ওয়েবমেইল অ্যাপ্লিকেশন হতে  Roundcube নির্বাচন করুন। 

আমাদের প্রিমিয়াম বিসনেস ইমেইল সার্ভিস লগ ইন করুন:

আপনি যদি আমাদের প্রিমিয়াম বিসনেস ইমেইল সার্ভিস ব্যবহার করে থাকেন তবে আপনার ওয়েবমেলইটিতে URL: https://cp.emailarray.com/index.php বা বিসনেস ইমেইল সেটআপের সময় আপনি যে URL টি সেট আপ করেছেন তা লগ ইন করতে পারেন। 
আমাদের বিসনেস ইমেইল সার্ভিস সুবিধা সম্পর্কে জানতে ভিজিট করুন এই লিংকে
অথবা সরাসরি আমাদের লাইভ চার্টে জানতে পারেন।

Read this content in English: How can I log in to my Webmail?