You are currently viewing আইটি নাট হোস্টিং অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হয়?

আপনি খুব সহজেই আইটি নাট হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে পারেন। আপনি যদি বিদ্যমান কাস্টমার বা আপনার ইতিমধ্যে আমাদের সাথে একটি অ্যাকাউন্ট থাকে তবে আমাদের ওয়েবসাইটের হোমপেজটি ভিজিট করে ডানপাশের “Login” বাটনে ক্লিক করুন। আমাদের ক্লায়েন্ট এরিয়ার লগইন পেইজ দেখতে পাবেন। অথবা ক্লায়েন্ট এরিয়া ড্যাশবোর্ডে যেতে এখানে ক্লিক করুন।

নাট হোস্টিং অ্যাকাউন্টে কিভাবে লগ ইন করতে হয়

এই পেইজ থেকে, এখানে আপনার অ্যাকাউন্টের  ইমেইল এড্রেস ও পাসওয়ার্ড টি টাইপ করুন, যে ইমেইল ও পাসওয়ার্ড দিয়ে আপনি আইটি নাট হোস্টিং এ অ্যাকাউন্ট রেজিস্টার করে সার্ভিস অর্ডার করেছিলেন। এখন “Log in” বাটনে ক্লিক করলেই আপনার অ্যাকাউন্টে লগ ইন হয়ে যাবে।
নোটঃ আপনি যদি পরের বার অটোমেটিকভাবে পাসওয়ার্ড ছাড়া লগইন করতে চান তবে “Remember Me” চেকবক্সটিতে ক্লিক করুন।

আইটি নাট হোস্টিং অ্যাকাউন্টে লগ ইন করতে হয়

নীচে সম্পর্কিত বাটনের সাহায্যে আপনি নিজের Gmail অ্যাকাউন্ট দিয়েও লগ ইন করতে পারেন। তবে গুগল সাইন-ইন করার জন্য, প্রথমে আপনার ডিভাইস বা বর্তমান ব্রাউজারে আপনার গুগল অ্যাকাউন্ট লগইন করে  “Sign in with Google” বাটনে ক্লিক করুন।

কোনো কারণে আপনি যদি আইটি নাট হোস্টিং বা ক্লায়েন্ট এরিয়া অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভূলে যান অথবা হারিয়ে ফেলেন তবে এই গাইডলাইন দেখে রিসেট করতে পারেন।

Read this content in English: How to log in to my IT Nut Hosting account?