You are currently viewing কিভাবে ডিউ ইনভয়েস পে করতে হয়?

আপনি আমাদের থেকে যখন কোনো নতুন সার্ভিস অর্ডার করেন অথবা আপনার আগের কেনা কোন সার্ভিস রিনিউ করার সময় আসে, তখন একটি ইনভয়েস তৈরি হয় যা আপনি ক্লায়েন্ট এরিয়া থেকে দেখতে ও পেমেন্ট করতে পারবেন। সাধারণত পূর্বের কেনা কোন সার্ভিস রিনিউ করার ১৫ দিন আগে আমাদের সিস্টেম থেকে একটি ইনভয়েজ জেনারেট হয়। যেন আপনি খুব সহজেই আপনার সার্ভিসের মেয়ার্দ শেষ হওয়ার আগেই আপনি নটিফিকেশন পান এবং পেমেন্ট করে আপনার সার্ভিস একটিভ রাখতে পারেন। আপনি ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার ডিউ ইনভয়েসগুলো দেখতে এবং পেমেন্ট করতে নিচের গাইডলাইন টি দেখতে পারেন।

১. প্রথমে IT Nut Hosting অ্যাকাউন্টে বা ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে ড্যাশবোর্ড থেকে Unpaid Invoices সেকশনে ক্লিক করুন। অথবা বামপাশে থাকা Billing ড্রপ ডাউন মেনুবার থেকে My Invoices বাটনে ক্লিক করুন। 

ডিউ ইনভয়েস পে করতে হয়

২. এই পেইজে, আপনার সার্ভিস রিলেটেড সকল ইনভয়েজ তালিকা সহ ইনভয়েজ নম্বর, ইনভয়েজ তৈরির তারিখ (Invoice Date), পেমেন্ট তারিখ,  ইনভয়েজের মোট ডিউ এবং আপনার ইনভয়েসের স্ট্যাটাস (paid/unpaid/canceled) ইত্যাদি বিস্তারিত দেখতে পাবেন। এখানে আপনি যদি আপনার সার্ভিস রিলেটেড আলাদা আলাদা ইনভয়েজ আলাদা ভাবে বা সিঙ্গেল ইনভয়েজ পে করতে চান, তবে সেই ইনভয়েজ নম্বরটিতে ক্লিক করুন।

ইনভয়েস পে করন

নোটঃ আপনি যদি আপনি একবারে একাধিক বা সব ইনভয়েজ একবারে পে করতে চান তবে বামের সাইট বারের “Billing” ড্রপ ডাউন মেনু থেকে “Mass Payment” বাটনে ক্লিক করুন। অথবা সরাসরি “Pay Now” বাটনে ক্লিক করলে আপনার সকল ইনভয়েজের বিস্তারিত পেইজ দেখতে পাবেন। এরপর পেমেন্ট মেথড সিলেক্ট করে পেমেন্ট করলেই আপনার ইনভয়েজ পেইড হয়ে সার্ভিস একটিভ বা রিনিউ হবে। 

ইনভয়েস কিভাবে পে করতে হয়

৩. এখানে আমরা দেখাব কিভাবে একটি ইনভয়েজ পেমেন্ট করতে হয়। তবে একাধিক ইনভয়েজ একবারে (Mass Payment) পেমেন্টের প্রসেস একই। এখন, আপনার ইনভয়েজ ওপেন করে “Pay Now”  বাটনে ক্লিক করুন। 

৪. এরপর পপ-আপ উইন্ডোতে পেমেন্ট অপশন পাবার পর,আপনি যে পেমেন্ট মেথডে পে করতে চান তা নির্বাচন করুনঃ

  • SSLCommerz (bKash/Rocket/Cards For Bangladesh Only)
  • Stripe – Any Card (International)
  • PayPal Standard

৪. তারপর “Pay with SSL Commerze” বা “Pay Now”(International Card) বা Checkout – (পেপালের জন্য) বাটনে ক্লিক করুন এবং পেমেন্ট গেটওয়ে থেকে পেমেন্ট সম্পন্ন করুন। পেমেন্ট করার সাথে সাথে আপনার ইনভয়েজ রিলেটেড সার্ভিস টি একটিভ বা রিনিউ হবে। 

ইনভয়েস পে

আমাদের সকল Payment Gateway সম্পর্কে বিস্তারিত জানতে এবং কিভাবে আলাদা আলাদা Gateway তে পেমেন্ট করতে হয় তা নিয়ে জানতে এখানে ক্লিক করুন। আপনি যদি পেমেন্ট করার সময় কোনো সমস্যার মুখোমুখি হন তবে যে কোনো সময় আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন।

কোন পেমেন্ট মেথডে পে করব?

সবচেয়ে বেশি ব্যবহৃত পেমেন্ট মেথডগুলো সাপোর্ট করার জন্য আমাদের একাধিক পেমেন্ট গেটওয়ে আছে।  যাতে আমাদের থেকে সার্ভিস নেওয়ার সময় আপনি আপনার পছন্দের পেমেন্ট মেথড ব্যবহার করতে পারেন। বর্তমানে আমরা, bKash, Rocket, MCash, QCash, Local Cards (Visa, MasterCard, and American Express/Amex Cards), all the payment systems supported by City bank, DBBL, EBL, Southeast Bank, Any international cards (through Stripe) and Paypal পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করি।

ডিউ  ইনভয়েস বা কিভাবে পেমেন্ট করবেন, সে সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে তবে যে কোনো সময়  লাইভ চ্যাট, সাপোর্ট টিকিট বা support@itnuthosting.com এই ইমেইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

ইনভয়েজ কিভাবে ডাউনলোড করতে হয়?

১. ক্লায়েন্ট এরিয়া থেকে আপনার ইনভয়েজ অ্যাক্সেস বা ডাউনলোড খুব সহজেই করতে পারেন। এখানে আপনি চাইলে আপনার পেমেন্ট করা Paid বা পেমেন্ট না করা Unpaid সকল ইনভয়েজ ডাইনলোড করতে পারেন। এরজন্য, ইনভয়েজ অপশনে যেতে ক্লায়েন্ট এরিয়া থেকে “Unpaid Invoices” সেকশনে ক্লিক করুন।

২. এই পেইজে, আপনার সার্ভিস রিলেটেড সকল ইনভয়েজ তালিকা সহ ইনভয়েজ নম্বর, ইনভয়েজ তৈরির তারিখ (Invoice Date), পেমেন্ট তারিখ,  ইনভয়েজের মোট ডিউ এবং আপনার ইনভয়েসের স্ট্যাটাস (paid/unpaid/canceled) ইত্যাদি বিস্তারিত দেখতে পাবেন।

৩. এখন আপনি যে ইনভয়েজ টি ডাউনলোড করতে চান সেই ইনভয়েজের উপরে ক্লিক করুন। এখানে আপনি ইনভয়েজের সব কিছু বিস্তারিত দেখতে পাবেন। এবং ডাউনলোড করার জন্য ডানপাশের Download বাটনে ক্লিক করার পর আপনার ডিভাইসে একটি PDF ফাইল ডাউনলোড হবে। এইভাবে আপনি আপনার অ্যাকাউন্টে থাকা সকল পেইড এবং আনপেইড ইনভয়েজগুলো ডাউনলোড করতে পারেন। 

কিভাবে ডাউনলোড করতে হয়

Read this content in English: How do I pay for my due invoice?