You are currently viewing RDNS কিভাবে সেট আপ করতে হয়?

আপনি খুব সহজেই আইটি নাট হোস্টিং এর VPS Management সেকশন হতে Reverse DNS বা rDNS সেট করতে পারবেন। আপনার VPS এর জন্য Reverse DNS সেট করতে Virtualizor User Panel এ লগইন করতে হবে। আপনি এখানে উল্লেখ করা পদ্ধতি অনুসরণ করে খুব সহজেই Reverse DNS সেট করতে পারবেন।

১. প্রথমেই আপনার ক্লাইন্ট এরিয়া তে লগইন করে “Services” সেকশন এ ক্লিক করুন।

 RDNS সেট আপ করতে হয় 

২. এখানে আপনার VPS সার্ভিস সহ অন্যান্য সার্ভিস গুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনার  যে VPS সার্ভিস টির জন্য Reverse DNS সেট করতে চাইছেন তার পাশে থাকা থ্রি ডটস আইকনে ক্লিক করে “View Details” বাটনে ক্লিক করুন। 

RDNS কিভাবে সেট আপ করতে হয়

৩. Reverse DNS সেট করতে  VPS Information সেকশনের নিচে Reverse DNS বাটনে ক্লিক করে IP Address বক্স থেকে যে আইপি অ্যাড্রেসের জন্য Reverse DNS সেট করতে চান তা সিলেক্ট করুন। এখন “Domain Name” বক্সে আপনার ডোমেইন নেম দিন এবং “Add Reverse DNS” বাটনে ক্লিক করুন।

RDNS সেট আপ

আপনার Reverse DNS অ্যাড হলে একটি সাকসেস ম্যাসেজ দেখতে পাবেন। আপনার একাধিক আইপি অ্যাড্রেস থাকলে এবং রিভার্স ডিএনএস অ্যাড করতে চাইলে একইভাবে আপনি অ্যাড করতে পারেন।

RDNS ডিলিট বা আপডেট কিভাবে করতে হয়?

আপনি একই পেইজে  আপনার PTR/RDNS রেকর্ডগুলো ডিলিট বা আপডেট করতে পারেন। এরজন্য, যে রেকর্ড টি আপনি ডিলিট করতে চান সেই রেকর্ডের পাশে থাকা “ক্রস আইকনে” ক্লিক করুন। 

RDNS ডিলিট বা আপডেট কিভাবে করতে হয়

আপনার ইউন্ডোতে একটি success ম্যাসেজের মাধ্যমে দেখতে পাবেন যে আপনার কাংখিত রেকর্ডটি ডিলিট হয়েছে। এখন আপনার পূর্বের ডিলিট করার আইপির আন্ডারে নতুন করে RDNS আপডেট করতে পারেন। এবং আপনার আপডেট করা RDNS  এর ডিএনএস প্রোপগেশন এই লিংক থেকে চেক করতে পারেন। 

আপনার যদি একাধিক RDNS সেটাআপ, ডিলিট ও আপডেট করার প্রয়োজন হয় তবে আপনি একই ধাপ অনুসরন করতে পারেন।

Read this content in English: How to Set Up Reverse DNS (RDNS) on IT Nut Hosting VPS?