ফাইল ম্যানেজার এর মাধ্যমে আপনার ওয়েবসাইট এর ফাইল আপলোড, মডিফাই, ডিলিট ইত্যাদি কাজগুলো করতে পারবেন। ওয়েবসাইট এর ফাইল এক্সেস করার কয়েকটি পধ্যতির সহজ একটি উপায় হলো এটি। ফাইল ম্যানেজার এক্সেস করার জন্য নিচের গাইডটি অনুসরণ করুন:
১. প্রথমে ফাইল ম্যানেজারে যেতে আপনার সিপ্যানেলে লগইন করুন।

২. এখন নীচে স্ক্রল করে বা উপরে Search অপশনে সার্চ করে “Files” সেকশন থেকে “File Manager” অপশনে ক্লিক করুন।
ZsXvxK 8nmYiWSYCMYlhU7XcwX5u7DikHWzxPC5unq4xg3ORn 3JItE3 DxCaiaRk7d41CZCjADb8tVLSKHwK8gI8fxo0MepjxNqrqb0ojl 1e75qZfR7WQ3Px4bGFmL B1lLSz4

৩. File Manager এ রিডাইরেক্ট করে একটি নতুন পেইজ দেখতে পাবেন, যেখানে আপনি সার্ভারে ফাইল গুলো আপলোড, ডাউনলোড এবং ডিলিট করতে পারবেন।

Settings: ফাইল ম্যানেজারের জন্য সেটিংস এখানে পরিবর্তন করতে পারেন (হিডেন ফাইল গুলো হাইড বা শো করার অপশন এখানে পাবেন)

Action Toolbar: এই টুলবার ব্যবহার করে সার্ভারে থাকা ফাইলগুলোর সাথে ইন্টারঅ্যাক্ট করতে পারেন। 8YI1IMMLOIFcQR Q1aH2xxgKDgd0CM0G9BIommBy2Whtm3Zdp3SpwTmFaSGobi6p9P7K83eN LaOZjpz64zf9VhTLwHPBV 4msX Yl5UoLnghYMJ1uT2AS HCoAo6e5s626pp7Kw

Location:  আপনার রুট ডিরেক্টরি সম্পর্কিত লোকেশন।
আপনার ওয়েবসাইটের ডকুমেন্ট Root Directory  public_html হবে।
83Hc4THuytoQWnr1rNOzDCUQHSBd9Zieske72TXRCF9 JRKaDB4NAfEf55K3elX1r3EuWQHVEzlDnD96OGrQS4U3qSLOcdHubcxXgLkYyx4kTf 0X5heNwdW9wknCHrN bbBwyG8


আপনি যদি অ্যাডঅন ডোমেইন ব্যবহার করেন তবে আপনি এই গাইডলাইন অনুসরণ করে সেই এডঅন ডোমেইন এর ডকুমেন্ট Root Directory তে যেতে পারেন

ডোমেইন সেকশন থেকে Subdomain বা Addon Domain আইকনে ক্লিক করুন।

এখন আপনার অ্যাডন বা সাবডোমেইনের  Document Root লিংকে ক্লিক করুন।

d6CdcMlAua06jVh2vuvCUYXQoKq2 mxZzY6wBmtDJY6XmeNCSjFvSPY1cETKk6xk7thXNCEsQcps60LB4 32nP6847w47d LOA0Z prPtDjpk6AO4fDjnCTWeobnwI4d9TDTY64G

Files Structure: ফাইল স্ট্রাকচার হলো আপনি বর্তমানে যে ডিরেক্টরিটিতে রয়েছে তার ডিরেক্টরি কাঠামোর ট্রি ভিউ।

File List: আপনার বর্তমান ডিরেক্টরিতে থাকা সমস্ত ফাইল এবং ফোল্ডার গুলো হলো ফাইল লিস্ট।

q6V4WvIF9J1cFLRc3VN4tcuk7XNAWnUwWP8m9udx9m4n8i6fAPXR4iOeSEz1iP9 zz30kkF ZstvhtS68ocqAOemyJw4lVByqQk PXGPsvlU8s0U1qsFMfLIbnuuy HhBbWKWznV

আশা করছি গাইডটি দিয়ে আপনি ফাইল ম্যানেজার সম্পর্কে একটি ধারনা পেয়েছেন। এরপরও এ বিষয়ে আপনার আরও কোনো প্রশ্ন থাকলে তা অবশ্যই আমাদের জানাবেন।

Read this content in English: How Do I Use The File Manager?

Leave a Reply