১। Webuzo WordPress Install করতে প্রথমে Webuzo Control Panel এ লগইন করুন।

২। এখন Application সেকশন থেকে অথবা Top bar এর ডানপাশে থাকা WordPress লোগো তে ক্লিক করুন।

image 5 1

৩। এখন WordPress Management থেকে Install বাটনে ক্লিক করুন।

Screenshot 36

৪। এখন নিচের ইনফরমেশনগুলো প্রোভাইড করুনঃ

  • Choose Installation URL (Domain):
  • Admin Username:
  • Admin Password:
  • Admin Email:

উপরের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে যান এবং Install বাটনে ক্লিক করুন।

image 18

৫। Congratulations, the software was installed successfully একটি ম্যাসেজ দেখতে পারবেন। এখন, Administrative URL এ ক্লিক করে WordPress Dashboard এ লগইন করতে পারবেন।

image 9 1

আশা করছি আপনি এতক্ষণে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পেরেছেন। এছাড়া কোন সহযোগিতা প্রয়োজন হলে যে কোন সময় আমাদের সাপোর্টে জানাতে পারেন। ধন্যবাদ

This Post Has One Comment

  1. আনোয়ার মল্লিক

    ধন্যবাদ ভাই

Leave a Reply