আইটি নাট হোস্টিং এর কোন একাউন্টকে ভেরিফাইড একাউন্টে আপগ্রেড করার জন্য সরকারি ইস্যু করা ফটোগ্রাফ্রিক ডকুমেন্টস প্রয়োজন। ডকুমেন্টস হিসেবে সাধারণত National Identity Card অথবা Birth Certificate এপ্রুভ করা হয়ে থাকে। আপনার আইডেন্টিটি ভেরিফিকেশন ফটো অবশ্যই স্বচ্ছ এবং কালারফুল হতে হবে এবং আপনার স্বাক্ষর থাকতে হবে। ফটো রেজুলেশন অবশ্যই 300 DPI হতে হবে এবং ফটো ফরমেট হিসেবে JPEG (.jpg) অথবা PNG (.png) সাবমিট করতে পারবেন।

image 2

KYC Verification করার জন্য প্রথমেই আপনার আইটি নাট হোস্টিং এর ক্লায়েন্ট এরিয়াতে লগইন করুন। এরপর ক্লায়েন্ট এরিয়ার ডানপাশে উপরে প্রোফাইল ড্রপডাউন মেনুতে ক্লিক করুন এবং মেনু থেকে KYC Verification অপশনটিতে ক্লিক করুন অথবা সরাসরি নিচের লিংকে ক্লিক করুন – https://clients.itnuthosting.com/index.php?m=clientverification

image 1
STEP – 1

Step-1: KYC Verification এর জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলোর লিস্ট দেখতে পারবেন। KYC Verification করার জন্য আপনার National Identity Card অথবা Birth Certificate এর স্ক্যান কপি সাবমিট করতে হবে। সাবমিট করার জন্য Next বাটনে ক্লিক করুন। 

image 3
STEP – 2

Step-2: তে আপনার ডকুমেন্টস আপলোড করতে পারবেন। আপলোড করার জন্য নিচের স্টেপ ফলো করুনঃ

Select ID Type: থেকে আপনি National Identity Card অথবা Birth Certificate এর যে ডকুমেন্টসটি সাবমিট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন। 

Enter ID Card No: ফিল্ডে আপনার যে ডকুমেন্টসটি সাবমিট করবেন তার নাম্বারটি সঠিক ভাবে টাইপ করুন।

Upload your ID Card: থেকে আপনি আপনার সিলেক্ট করা ডকুমেন্টসের স্ক্যান করা JPEG (.jpg) অথবা PNG (.png) ফটো আপলোড করুন। আপলোড হয়ে গেলে Submit বাটনে ক্লিক করুন।

image
STEP – 3

Step-3: Submit বাটনে ক্লিক করার পর একটি Successful Message দেখতে পারবেন। 

নোটঃ ভেরিফিকেশন কনফার্ম করার জন্য আপনাকে যদি আমাদের কোম্পানী থেকে KYC Verification Required কোনো মেইল করা হয়। একইভাবে উপরের স্টেপগুলো ফলো করার পর সেই মেইলের রিপ্লায়ে জানাতে পারেন। আর যদি মেইল ছাড়াই কোনো কারণে আপনি KYC Verification করতে চান। তাহলে উপরের স্টেপ গুলো ফলো করার পর আমাদেরকে লাইভ চ্যাটে জানাতে পারেন। তাহলে আপনার KYC Verification টি চেক করে ভেরিফিকেশন এপ্রুভ করে দেওয়া হবে। 

IT Nut Hosting

Leave a Reply