You are currently viewing SSH Key ব্যবহার করে কিভাবে সিপ্যানেলে লগইন করতে হয়?

সি প্যানেলে লগইন করার সবচেয়ে নিরাপদ উপায় হলো SSH Key ব্যবহার করে লগইন করা। আপনার সার্ভারের লগইন এর প্রসেস নিরাপদ করতে SSH পাসওয়ার্ড ছাড়া লগইন করতে এই পদ্ধতি অনুসরণ করতে পারেন।

সিকিউরিটির কারনে আপনার সিপ্যানেলে SSH বা টার্মিনাল অপশন ডিফল্টভাবে ডিজেবল থাকতে পারে। যদি এই অপশন আপনার সিপ্যানেলে ইনেবল করা না থাকে, তাহলে SSH অ্যাক্সেস করতে আপনার হোস্টিং প্রোভাইডারের সাথে যোগাযোগ করে সিপ্যানেল অ্যাকাউন্টে SSH লগইন অ্যাক্সেস ইনেবল করতে হবে।

আপনি যদি আমাদের কাছ থেকে হোস্টিং ব্যবহার করে থাকেন তবে SSH অ্যাক্সেসের জন্য একটি সাপোর্ট টিকিট বা লাইভ সাপোর্টে যোগাযোগ করে ইনেবল করে এই পদক্ষেপগুলো অনুসরণ করে SSH Key লগইন সেট আপ করতে পারেন। 

 ১. প্রথমে আপনার সিপ্যানেলে লগইন করে Security” সেকশন থেকে “SSH Access”  আইকনে ক্লিক করুন।

২. এখন “Manage SSH Keys” বাটনে ক্লিক করে নতুন কী জেনারেট করার জন্য “Generate a New Key” বাটনে ক্লিক করুন । 

riOrMjkvvo7sTDCuVLUatF0ooKWTba6IGxH8V9WurNDRIWFZgY8li4lz8sAbcwH3G1TPSijegnqaHK0QwJ5CO6tx

৩. Key Name” জায়গায় যে কোন নাম টাইপ করুন।
Key Password ও Reenter Password এর জায়গায় সিকিউর পাসওয়ার্ড টাইপ করুন অথবা “Password Generator” বাটনে ক্লিক করে পাসওয়ার্ড জেনারেট করে তা সেভ করুন। 

04gknVbrao80bydHE4OK9SiAwyI4ym

৪. অন্য সবকিছু যেমন আছে তা পরিবর্তন না করে “Generate Key” বাটনে ক্লিক করলে SSH Key তৈরি হবে। এখন Go Back” বাটনে ক্লিক করে আগের পেইজে ফিরে যান।

zr9L9JJpdK5DhdTfjmpZ9GbnWmRhwY93jsh3cdSMxs3nTbO IzmxthOsv5xVg5j04R5d4II6oB6GBjD2E6q7sTPSKWpFOEt xl71UnybBhfOwnFv1SJ68

৫. আপনার Public Key “Putty” সফ্টওয়্যারটের সাথে যুক্ত করতে সেটি কনভার্ট করতে স্ক্রল করে  Private Keys সেকশন থেকে View/Download” বাটনে ক্লিক করে “.Ppk” ফরম্যাটে কনভার্ট করতে ৩য় ধাপে আপনার সেট করা বা জেনারেট করা সিকিউর পাসওয়ার্ডটি দিয়ে “Convert” বাটনে ক্লিক করুন। এরপর “Download Key” বাটনে ক্লিক করে ডাউনলোড করে “Go to Manage Keys পেইজে ফিরে যান। 

ilTG1UDVF cQB0w98EIglOrXd70D45S pfPDtDlOFso2GpjGURkfGVrCWWrhqdwQQG6sM OSPSayrHd8GftxSTImhDeWX5KwUceCJwjGDs Spar mCkqD98JrNZ7tOIgp8rfp qS

৬. অবশেষে, SSH Key ইনাবল করতে, Public Keys সেকশন থেকে Manage বাটনে ক্লিক করে “Authorize” বাটনে ক্লিক করুন।

eL0Xn2 5p2KfTZo2exE3RsSyrojRscIJEbEttSjGtHR21qgnVMUa9mcncVfCLSkx1T9MZlWun RKf15Q3fl8IgpdKME3ENj

PUTTY SSH ক্লায়েন্ট ব্যবহার করে SSH লগইন করনঃ

১. এই লিংক থেকে “PUTTY” টার্মিনাল এমিউলেটর টি ডাউনলোড করে ইন্সটল করুন
https://www.putty.org/

২. “Putty” ওপেন করে বামপাশের অপশন “SSH > Auth.” এ যান। 

৩. “Browse” বাটনে ক্লিক করুন এবং ধাপে যে ‘’Private Key’’ ডাউনলোড করেছেন তা সিলেক্ট করে ওপেন করুন। 77dZxoyvENcv5 GhYHiP4h2bJsIzEwlYM WodDqBKVhhu4LIxXDrKP jHCMwUaKvx07A3VZ8YV0KneMb15mkYvcx4

৪. এখন “Session” ট্যাবে ফিরে আসুন এবং “Hostname or IP Address” বক্সে সিপ্যানেল ইউজারনেম@সার্ভার এড্রেস টাইপ করুন।

এখানে সিপ্যানেল ইউজারনেম হল আপনার সিপ্যানেল লগইন ইউজার নেম এবং সার্ভার এড্রেস আপনার সিপ্যানেল অ্যাকাউন্টের সার্ভারের আইপি ঠিকানা বা হোস্টনাম।

৫. SSH পোর্ট ফিল্ডে ২২ বা ১১৫৭ (IT Nut Hosting এর Shared Hosting সার্ভার এর SSH Port) অথবা সিপ্যানেল সার্ভারের সঠিক SSH পোর্টটি দিন। আপনার হোস্টিং প্রোভাইডার থেকে SSH পোর্ট, সার্ভার হোস্টনাম ইত্যাদি জেনে নিতে পারেন।

আপনার সকল সঠিক ডিটেইলস গুলো “Saved Sessions” এ একটি নাম টাইপ করে তার পাশে “Save” বাটনে ক্লিক করে সেভ করতে পারেন। অবশেষে “Open” বাটনে ক্লিক করলে আপনার SSH সেশনটি শুরু হবে এবং এই সেশনে আপনার আপনার SSH Key এর ৩ নম্বর ধাপে সেট করা Key Password দিয়ে আপনার সকল কাজ শুরু করতে পারেন। 

C72ZJ5jbavbB9Hvo3 C4DupdQVM9Xv3ahz7WtFvucIBJ5RML57pbdvrDMPUR1BNLaTxxzpW3dFqvkQ TRvIfxasIsgbiyKhdeYHVs3NoZcXGCRjbomO4NMTlt hbKV D8pcZ3q2Y
Read this content in English: How may I log in to my cPanel account using SSH Key?