আমরা সার্ভার সিকিউরিটি সবসময় সর্বোচ্চ রাখার চেষ্টা করি। আমাদের যে কোনো সার্ভিস এর সাথেই আপনি Free SSL সার্টিফিকেট ব্যাবহার করতে পারবেন। এছাড়া নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমাদের নিজস্ব সিকিউরিটি টিম এবং Data Privacy Policy রয়েছে।

আর সার্ভার এর এপ্লিকেশন লেভেলে সিকিউরিটি দেবার জন্য এন্টিম্যালয়ার এপ্লিকেশন। এক্সট্রা হার্ডওয়্যার সিকিউরিটি ফিচার রয়েছে – Software Level DDoS Protection: cPGuard, CSF, Mod Security, Imunify360

আজকে আমরা দেখব cPGuard ব্যবহার করে সি-প্যানেল থেকে কিভাবে ম্যালওয়্যার স্ক্যান ও ক্লিনআপ করবেন।

cPGuard এর মাধ্যমে আপনার ফুল সি-প্যানেল একাউন্ট স্ক্যান করতে পারবেন এবং ম্যালওয়্যার রিমুভ করতে পারবেন। এজন্য নিচের ধাপগুলো ফলো করুন –

১। প্রথমে সঠিক লগইন ডিটেইলস ব্যবহার করে আপনার হোস্টিং সি-প্যানেল এ লগইন করুন –

Screenshot 1

২। সিপ্যানেল এ লগইন করার পর সার্চ বারে ‘cpguard’ লিখে সার্চ করুণ –

Screenshot 2

অথবা “Security” সেকশনের আন্ডারে “cPGuard” অপশনে ক্লিক করুন –

Screenshot 3

৩। cPGuard ড্যাশবোর্ড থেকে “Virus Scanner” ড্রপডাউন মেনু থেকে “Manual Scan” অপশনে ক্লিক করুন –

Screenshot 4

৪। এবার আপনি যদি ফুল হোস্টিং একাউন্ট স্ক্যান করতে চান তাহলে বামপাশে Full Scan এর আন্ডারে থাকা “Run Scan” বাটনে ক্লিক করুন –

Screenshot 5 2

৫। অথবা আপনি যদি নির্দিষ্ট ডাইরেক্টরি স্ক্যান করতে চান তাহলে ডানপাশে থাকা “Choose a directory” থেকে ডাইরেক্টরি সিলেক্ট করে “Run Scan” বাটনে ক্লিক করুন –

Screenshot 6 1

৬। স্ক্যান Success দেখালে “Virus Scanner” ড্রপডাউন মেনু থেকে “Scanner Logs” অপশনে ক্লিক করুন –

Screenshot 7

৭। Background Scanner Logs থেকে আপনার একাউন্টের বা সাইটের স্ক্যান হওয়া ম্যালওয়্যার গুলোর লিস্ট দেখতে পারবেন। সিস্টেম থেকে অটোমেটিক স্ক্যান হয়ে গেলে ম্যালওয়্যার ফাইলগুলো আপনার একাউন্ট থেকে অটোমেটিক রিমুভ হয়ে যাবে এবং “Quarantined” স্ট্যাটাস দেখাবে। তবে আপনি চাইলে ফাইলগুলোর পাথ অনুযায়ী ম্যানুয়ালি চেক করে “Quarantined” থেকেও ডিলিট করে দিতে পারেন। এজন্য ফাইলের ডানপাশে থাকা থ্রি-ডটস বাটনে ক্লিক করে Delete File অপশনে ক্লিক করলে ফাইল ডিলিট হয়ে যাবে।

Screenshot 9

এভাবে cPGuard এর মাধ্যমে আমাদের সাইড থেকে অটোমেটিক ম্যালওয়্যার ক্লিন করে করতে পারবেন, তারপরেও আপনাকে সিকিউরিটি এক্সপার্ট দিয়ে তা মেনুয়ালি চেক করে নিতে হবে অনেক ক্ষেত্রে বিভিন্ন থীম বা প্লাগিন্স এর সিকিউরিটি দুর্বলতার কারনে বা Nulled Theme, Plugin ব্যাবহার করার কারনে অথবা অন্য কারনেও ওয়েবসাইট এ ম্যালওয়্যার প্রবেশ করতে পারে। ধন্যবাদ

Leave a Reply