You are currently viewing ক্লাউড ব্যাকআপ সার্ভিস কি এবং কিভাবে অর্ডার করবেন?

আইটি নাট হোস্টিং প্রতিটি হোস্টিং এবং ভার্চুয়াল প্রাইভেট সার্ভার প্যাকেজের জন্য ক্লাউড ব্যাকআপ সার্ভিস প্রোভাইড করে থাকে। ক্লাউড ব্যাকআপ সার্ভিস হলো একটি স্পেশাল ফিচার যা আপনার ওয়েবসাইটের সকল ডাটাগুলোকে প্রতিদিন আলাদা সার্ভারে ব্যাকআপ করে রাখে। গত ৩০ দিনের জন্য আপনার সমস্ত ওয়েবসাইটের ডাটা এবং গত ৩ মাসের জন্য মাসিক ব্যাকআপ আমাদের আলাদা সার্ভারে রাখা হবে এবং যে কোনো প্রয়োজনে এই ব্যাকআপ নিয়ে আপনার ওয়েবসাইট টি Restore করতে পারেন। আপনি যদি ওয়েবসাইটের ফাইলগুলোতে কোনো অপ্রত্যাশিত পরিবর্তন করেন, অথবা দুর্ঘটনাক্রমে কিছু ফাইল ডিলিট বা সাইট হ্যাক হয়ে গেলে আপনি সহজেই ক্লাউড ব্যাকআপ থেকে আপনার ওয়েবসাইটের সকল ডাটা Restore করতে পারবেন এবং সাথে সাথে আপনার ওয়েবসাইট টি অনলাইনে ফিরে আনতে পারবেন।

ক্লাউড ব্যাকআপ সার্ভিস টি আপনার ওয়েবসাইটের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ফিচার। আপনি আপনার মাসিক বা বার্ষিক হোস্টিং এবং ভিপিএস প্যাকেজগুলোর সাথে ক্লাউড ব্যাকআপ সার্ভিস নিতে পারেন।

কিভাবে আমার হোস্টিং অ্যাকাউন্টে ক্লাউড ব্যাকআপ সার্ভিস নিতে পারি?

আপনার যদি বর্তমান কোনো হোস্টিং অথবা ভিপিএস হোস্টিং থাকে তবে আপনি সেই সার্ভিসের জন্য ক্লাউড ব্যাকআপ সার্ভিস এড করতে পারেন। আপনার বর্তমান সার্ভিসের জন্য ক্লাউড ব্যাকআপ সার্ভিস Enable করতে অনুগ্রহ করে নিচের পদক্ষেপগুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে আপনার ক্লায়েন্ট এরিয়াতে লগইন করে বাম পাশের সাইডবার হতে “Services” ড্রপ-ডাউন মেনু থেকে “View Available Addons” বাটনে ক্লিক করুন।

ব্যাকআপ সার্ভিস কি এবং কিভাবে অর্ডার করবেন

২. এখন, ক্লাউড ব্যাকআপ সেকশন থেকে, আপনার যে হোস্টিং অথবা ভিপিএস সার্ভিসের জন্য ব্যকআপ সার্ভিস নিতে চান তা নির্বাচন করে “Order Now” বাটনে ক্লিক করুন।

হোস্টিং সার্ভিস অর্ডারের সময় ক্লাউড ব্যাকআপ সার্ভিস কিভাবে এড করতে পারি

নোটঃ আপনার হোস্টিং এবং অ্যাডঅন ক্লাউড ব্যাকআপ সার্ভিস বিলিং সাইকেল একই হবে।

৩. আপনার ইনফরমেশন ভেরিফাই করে পেমেন্ট মেথড নির্বাচন করুন। এবং “Terms of Service” অপশনে টিকমার্ক দিয়ে “Checkout” বাটনে ক্লিক করুন। এখন আপনি পেমেন্ট সম্পন্ন করলে আপনার হোস্টিং প্যাকেজের জন্য ক্লাউড ব্যাকআপ সার্ভিসটি Active হবে।

নোটঃ আমাদের সকল সিস্টেম অটোমেশন। তাই অনলাইন পেমেন্ট করার সাথে সাথে আপনার অর্ডার করা যে কোন সার্ভিস সাথে সাথে অটোমেটিকভাবেই একটিভ হয়। কোন সার্ভিস অর্ডার করার পর আমাদের পেমেন্ট গেটওয়ে সম্পর্কে বা কিভাবে পেমেন্ট করতে হয় তা এই গাইডলাইন থেকে জেনে নিতে পারেন। অথবা এই গাইডলাইন দেখে আপনার ডিউ ইনভয়েজ দেখতে বা পেমেন্ট করতে পারেন।

 

নতুন হোস্টিং সার্ভিস অর্ডারের সময় ক্লাউড ব্যাকআপ সার্ভিস কিভাবে এড করতে পারি?

নতুন শেয়ার্ড হোস্টিং বা ভিপিএস হোস্টিং সার্ভিস অর্ডার করার সময়ও আপনি চাইলে ক্লাউড ব্যাকআপ সার্ভিস ফিচার টি আপনি অর্ডার করতে পারেন।
এরজন্য, আপনার সার্ভিস অর্ডারের Configure শপিং পেজ হতে Additional Services সেকশনের “Cloud Backup” অপশনের চেকমার্ক বক্সে ক্লিক করে তা সিলেক্ট করুন। এরপর আপনার সার্ভিস অর্ডারের পর স্টেপে এগিয়ে যান।

আমার হোস্টিং অ্যাকাউন্টে ক্লাউড ব্যাকআপ সার্ভিস নিতে পারি

সার্ভিস অর্ডার সম্পর্কিত বিস্তারিত জানাতে এই গাইডলাইন টি দেখুন। আপনাকে ধন্যবাদ ! এখন আমাদের সার্ভারে আপনার ওয়েবসাইটের সকল ডাটা সিকিউর করতে সফল হয়েছেন।

Read this content in English: What is Cloud Backup Service and how to order it?