You are currently viewing মোবাইল পেমেন্টের মাধ্যমে ডোমেইন হোস্টিং অর্ডার করুন নিশ্চিন্তে

অটোমেটিক পেমেন্ট গেটওয়ে ছাড়াও আপনি মোবাইলের মাধ্যমে বিকাশে পেমেন্ট করতে পারেন তবে এক্ষেত্রে আপনার সার্ভিসটি একটিভ হতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে। আপনার মোবাইল দিয়ে ম্যানুয়াল পেমেন্ট করতে অনুগ্রহ করে নিচের কিছু সহজ ধাপগুলো অনুসরণ করুনঃ

১. প্রথমে আপনার মোবাইলের ডায়াল অপশন থেকে *247# ডায়াল করুন।

২. এরপর 4 নম্বরে থাকা Payment অপশনটি নির্বাচন করতে 4 লিখে  Send বাটনে প্রেস করুন।

৩. এখন আমাদের বিকাশ মার্চেন্ট নাম্বার 01841878690 টাইপ করুন।

৪. আপনার অর্ডাররের ইনভয়েসের অ্যামাউন্টটি টাইপ করুন।

৫. রেফারেন্স নাম্বার হিসাবে আপনার অর্ডারের ইনভয়েজ নাম্বারটি দিন। ইনভয়েস নাম্বার পেতে এখান ক্লিক করুণ 

৬. কাউন্টার নাম্বার 1 প্রেস করুন। 

৫. এখন আপনার বিকাশ পিন দিয়ে পেমেন্ট নিশ্চিত করুন।

এছাড়া বিকাশ অ্যাপ থেকেও খুব সহজে পেমেন্ট করতে https://s.itnut.net/bkash লিংকে থাকা QR Code টি স্ক্যানের মাধ্যম সহজে পেমেন্ট করতে পারেন। 

১. এর জন্য প্রথমে আপনার বিকাশ অ্যাপে পিন নাম্বার দিয়ে লগইন করে পেমেন্ট আইকনে প্রেস করুন।

২. এখন আপনি QR Code স্ক্যান করে বা 01841878690 নাম্বার টাইপ করে পরের ধাপে এগিয়ে যান।

৩. আপনার ইনভয়েস অর্ডাররের অ্যামাউন্ট টাইপ করে এ্যারো চিহ্নে প্রেস করে রেফারেন্স নাম্বার হিসাবে আপনার অর্ডারের ইনভয়েজ নাম্বারটি দিন।

৫. এখন আপনার বিকাশ পিন টাইপ করে পেমেন্ট নিশ্চিত করুন।

আপনার পেমেন্ট করা হয়ে গেলে যে মোবাইল নাম্বার থেকে পেমেন্ট করেছেন সেই নাম্বার সহ ট্রানজেকশন ID আমাদের লাইভ চ্যাটে জানালে আমরা পেমেন্টটি ভেরিফাই করে আপনার সার্ভিসটি “Active” করে দিব।

বি:দ্র: রেফারেন্স নাম্বার ছাড়া যেকোন পেমেন্ট বাতিল হিসাবে গণ্য হতে পারে। তাই পেমেন্ট করার সময় আপনি আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। তবে আমরা সবসময়  অনলাইন পেমেন্ট করার পরামর্শ দিয়ে থাকি।

Leave a Reply