You are currently viewing ক্লায়েন্ট এরিয়া থেকে কিভাবে VPS Reboot এবং রি-ইনস্টল করবেন?

আইটি নাট হোস্টিং এর  ক্লাইন্ট এরিয়া থেকে আপনার VPS ম্যানেজ করা সহ আর বিভিন্ন ধরণের administrative কাজ গুলো করতে পারবেন। যেমনঃ আপনার যদি VPS Restart করার প্রয়োজন হয় কিন্তু আপনি SSH ব্যবহার করে রিস্টার্ট করতে চাচ্ছেন না অথবা আপনার SSH অ্যাক্সেস নেই। সেক্ষেত্রে আপনার ক্লাইন্ট এরিয়া থেকে VPS রিস্টার্ট করতে নিচের পদক্ষেপ গুলো অনুসরন করুন। 

VPS Reboot এবং রি ইনস্টল করবেন

  • এখানে আপনার VPS হোস্টিং সহ অন্যান্য সার্ভিস গুলোর একটি লিস্ট দেখতে পাবেন। আপনার  যে VPS সার্ভিস টি Restart দিতে চান তার পাশে থাকা থ্রি ডটস আইকনে ক্লিক করে “View Details” বাটনে ক্লিক করুন। 

VPS Reboot এবং রি ইনস্টল করতে হয়

  • এই পেইজ থেকে, ডান পাশের অ্যাকশন বার থেকে “Reboot VPS” বাটনে ক্লিক করুন। এবং রিস্টার্ট দেওয়ার পর কিছুক্ষন অপেক্ষা করুন। অথবা  আপনার ভিপিএস ম্যানেজমেন্ট পেইজের  নীচে অবস্থিত “Server Information” পাওয়ার অপশনের সাব-সেকশনে Reboot আইকনে [নীচের স্ক্রিনশট]  ক্লিক করে আপনি আপনার সার্ভার Reboot করতে পারেন।

VPS Reboot করতে হয়

আপনার VPS Restarted সম্পন্ন হবার পর স্বাভাবিক ভাবে তা ব্যবহার উপযোগী হবে।

VPS Server কিভাবে ক্লায়েন্ট এরিয়া থেকে Reinstall করতে হয়?

  • আপনি চাইলে আপনার VPS Re-install করে নিতে পারবেন। Reinstall করার জন্য Install সেকশন থেকে Reinstall OS আইকনে ক্লিক করুন। একটি পপ-আপ উইন্ডো দেখতে পাবেন, এখানে অপারেটিং সিস্টেম এবং ভার্সন সিলেক্ট করুন। এরপর নতুন পাসওয়ার্ড দিয়ে “Reinstall” বাটনে ক্লিক করুন।

VPS কিভাবে Reboot এবং রি ইনস্টল করবেন

  • আপনার VPS Re-install প্রসেস শুরু হয়ে যাবে। ইন্সটল প্রসেস শেষ হবার পর আপনি আপনার সেট করা পাসওয়ার্ড ব্যবহার করে আপনার VPS সার্ভারে লগইন করতে পারবেন।

নোটঃ যদি কোন কারনে আপনার পাসওয়ার্ড ব্যবহার করে লগইন করতে না পারেন অথবা পাসওয়ার্ড রিসেট করার প্রয়োজন হয় তবে নতুন পাসওয়ার্ড সেট করতে অ্যাকশন মেনুবার থেকে “Change password” ব্যবহার করে আবারও পাসওয়ার্ড সেট করে নিতে পারেন। এরপর আপনার VPS এর পাওয়ার অফ করার জন্য  “Power Off VPS” ক্লিক করুন। এবং আবারও VPS অন করতে “Start VPS” ক্লিক করুন। আপনার পাসওয়ার্ড টি পরিবর্তন সম্পূর্ণ হলে আপনি SSH ব্যবহার করে আপনার VPS এ লগইন করতে পারবেন। বিস্তারিত জানতে এই ডকুমেন্ট টি দেখতে পারেন।

Read this content in English: How to reboot and re-install VPS from the client area?