You are currently viewing কিভাবে সিপ্যানেল থেকে ডোমেইন রিডাইরেক্ট করবেন?

অনেক সময় আপনার ডোমেইনটিকে অন্য ডোমেইনে রিডাইরেক্ট করার প্রয়োজন হতে পারে। উদাহরণস্বরূপ, আপনার নিজের ডোমেইন Example.com/aboutus.php থেকে Otherdomain.com/about.php অথবা আপনি যদি Example.com এর সকল রিকয়েস্টগুলো Otherdomain.com এ Redirect করতে চান তবে সেটাও করতে পারেন। Redirect অনেক সময় কাজে আসে।
সিপ্যানেল থেকে রিডাইরেক্ট সেট আপ করতে, নীচের পদক্ষেপগুলো অনুসরণ করুন:

১. প্রথমে আপনার সিপ্যানেল অ্যাকাউন্টে লগ ইন করে “Domains” সেকসন থেকে “Redirect” আইকনে ক্লিক করুন।

২. পরবর্তী পেইজে, Redirect Type হিসাবে “Permanent (301)” কে নির্বাচন করে পরের ড্রপডাউন মেনু থেকে, আপনি যে ডোমেনটির সাথে Redirect করতে চান তা নির্বাচন করুন।

৩.  “/” চিহ্নিত বক্সে আপনি যে পেইজটি Redirect করতে চান তা লিখুন। 
উদাহরণস্বরূপ, যদি আপনার ভিজিটরদের Yourdomain.com/AboutUs.php থেকে Example.com/about.php এ রিডাইরেক্ট করতে চান তবে বক্সে শুধু /AboutUs.php লিখুন। আর যদি সম্পূর্ণ ডোমেইনটি Redirect করতে চান তবে AboutUs.php বক্সটি ফাঁকা রাখুন।

৪. “Redirects To” বক্সে আপনার ডোমেইন বা URL টি দিন। যেখানে আপনার ডোমেইনটি রিডাইরেক্ট হবে।

৫. www. Redirection: এই সেকসনে, আপনি রিডাইরেক্ট করার ৩টি অপশন নির্বাচন করতে পাবেন।

  • Only redirect with www: শুধুমাত্র www. সহ রিডাইরেক্ট করার জন্য অপশনটি নির্বাচন করতে পারেন।
  • Redirect with or without www: www. সহ অথবা ছাড়া উভয়ই রিডাইরেক্ট করতে পারেন।
  • Do Not Redirect www: www. সহ রিডাইরেক্ট না করতে চাইলে।

৬. Wild Card Redirect: আপনি যদি আগের ডোমেইনের সব ভিজিটরদের নতুন ডোমেইনে রিডাইরেক্ট করতে চান তবে আপনি Wild Card Redirect অপশনটি ব্যবহার করতে পারেন। উদাহরণস্বরূপ, এটি ইউজারদেরকে অটোমেটিকভাবে Olddomain.com/somepage থেকে Newdomain.com/somepage রিডাইরেক্ট করবে।

৭. সমস্ত সেটিংস কনফিগার করার পর “Add” বাটনে ক্লিক করলে আপনার ওয়েবসাইটটি এড হয়ে যাবে।

আপনি Redirect সেট আপ করার পর অনুগ্রহ করে কিছুক্ষন অপেক্ষা করুন। এরপর আপনার ব্রাউজারের ক্যাশ Clear করে আপনার ডোমেইনটি রিলোড করুন অথবা লিংকের মাধ্যমে Verify করুন।

Read this content in English: How to Redirect Domain from cPanel