You are currently viewing সিপ্যানেল থেকে DNS Record কিভাবে Reset করা যায়?

Domain এবং Hosting এর মাঝে DNS খুবি গুরুত্বপূর্ণ একটি Element. আমরা DNS record এর মাধ্যমেই যেকোনো কোন Domain এর সম্পূর্ণ তথ্য খুঁজে বের করতে পারি। DNS records মূলত একটি ডোমেইনে কমান্ড হিসেবে কাজ করে। অর্থাৎ ডোমেইনটি কখন কি কাজে ব্যবহার করা হবে তার নির্দেশনা DNS records এর মাধ্যমে দেওয়া হয়। আমরা যেমন বিভিন্ন কাজের জন্য ডোমেইনে অনেক DNS record অ্যাড করে থাকি তেমনি অনেক সময় DNS record রিসেট করারও প্রয়োজন হতে পারে।

ক্লায়েন্ট এরিয়ার ডোমেইন ম্যানেজমেন্ট থেকে ডোমেইনের DNS record রিসেট করা যায়। তবে ডোমেইনটি যদি কোনো Hosting এর সাথে কানেক্ট করা থাকে তাহলে cPanel থেকেও এটা করা যায়।

এখন আমরা দেখব কিভাবে I cPanel থেকে Domain এর DNS Record Reset করতে হয়-

প্রথমেই আপনার cPanel এ Login করতে হবে। আপনি সরাসরি IT Nut Hosting এর client area থেকে cPanel এ login করতে পারেন। আপনি যদি না জানেন কিভাবে সিপ্যানেলে লগইন করতে হয় তাহলে আপনি এই গাইডলাইন অনুসরণ করে সিপ্যানেলে লগইন করতে পারেন: কিভাবে আমার সিপ্যানেলে লগ ইন করব?

image5 15

নোটঃ আপনি যদি আপনার cPanel এর User ID এবং Password না জেনে থাকেন তাহলে আপনি IT Nut Hosting থেকে পাওয়া Account Information মেইলে চেক করুন। সেখানে আপনার হোস্টিং এর সকল তথ্য পেয়ে যাবেন।

এরপর cPanel এর Search bar এ লিখুন Zone editor এখন DOMAINS সেকশনে Zone Editor অপশটি দেখতে পাবেন। Zone Editor অপশনে ক্লিক করুন।

image4 12

এখন আপনি যে Domain টির DNS record Reset করতে চান সেই Domain এর পাশে থাকা Manage অপশনে ক্লিক করুন।

image3 12

Domain এর Manage Page এ আসার পরে একটু নিচে Actions ড্রপ-ডাউন মেনুতে ক্লিক করে Reset DNS Zone এ ক্লিক করুন।

image2 15

এরপর আপনার সামনে একটি Pop-Up window ওপেন হবে। এখানে Continue এ ক্লিক করুন।

image2 15

আপনার Domain এর DNS Record Reset এর কাজ সম্পূর্ণ হয়েছে। এখন আপনি চাইলে আবার নতুন করে কোন DNS Record add করতে পারেন অথবা এমনি রেখে দিতে পারেন। DNS Record Reset এর পরে এই Record গুলো Propagation হতে ২৪ ঘন্টা পর্যন্ত সময় লাগতে পারে।

Read this content in English: How can I reset my domain DNS record from cPanel?

Leave a Reply