আপনার আইটি নাট হোস্টিং থেকে সার্ভিস নেওয়া থাকলে সেই সার্ভিস সম্পর্কিত অনেক SMS আপনার ফোনে যেতে পারে। আপনি চাইলে আইটি নাট হোস্টিং এর ক্লাইন্ট এরিয়া থেকে আপনার ফোনে পাওয়া SMS নোটিফিকেশন আপনার প্রয়োজন মতো ম্যানেজ করতে পারবেন।

আপনি যখন আইটি নাট হোস্টিং থেকে কোন সার্ভিস অর্ডার করেন তখন আপনার সার্ভিস এর সাথে আপনাকে বিভিন্ন তথ্য সম্পর্কে নোটিফাই করার জন্য আপনার ইমেইল নোটিফিকেশন এবং SMS নোটিফিকেশন অন হয়ে যায়। এজন্য বিভিন্ন সময় আপনার সার্ভিস এর স্ট্যাটাস, সার্ভিসের ডিউ বিল, মেইনটেনেন্স ইত্যাদি সম্পর্কে বিভিন্ন তথ্য SMS এর মাধ্যমে আপনাকে নোটিফাই করা হতে পারে।

আপনি চাইলে আপনার ক্লাইন্ট এরিয়া এবং সার্ভিস সম্পর্কিত বিভিন্ন ধরণের SMS নোটিফিকেশন গুলো খুব সহজেই IT Nut Hosting এর ক্লাইন্ট এরিয়া থেকে  ম্যানেজ করতে পারবেন। যেমনঃ 

  • Client Affiliate Activation

অ্যাফিলিয়েট একাউন্ট একটিভেট করার নোটিফিকেশন

  • Service Cancellation Request

কোন সার্ভিস কেন্সেল এর রিকোয়েস্ট এর নোটিফিকেশন

  • Service Change Package

সার্ভিস প্যাকেজ পরিবর্তন এর নোটিফিকেশন

  • Client Password Change

ক্লাইন্ট এরিয়ায় পাসওয়ার্ড পরিবর্তন এর নোটিফিকেশন 

  • Domain Registration

নতুন ডোমেইন রেজিস্ট্রেশন এর নোটিফিকেশন

  • Domain Renew

ডোমেইন এর রিনিউ নোটিফিকেশন

  • Domain Second Overdue

সার্ভিস এর দ্বিতীয় ওভার ডিউ এর নোটিফিকেশন

  • Domain Transfer

ডোমেইন ট্রান্সফার নোটিফিকেশন

  • Domain Third Overdue

ডোমেইন এর তৃতীয় ওভার ডিউ নোটিফিকেশন

  • Invoice Created

নতুন ইনভয়েস তৈরি হবার নোটিফিকেশন

  • Invoice First Overdue

প্রথম ইনভয়েস ওভার ডিউ নোটিফিকেশন

এই নোটিফিকেশন এর মধ্যে কিছু নোটিফিকেশন আছে যা খুবই গুরুত্বপূর্ণ কিছু আছে যেগুলোর অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বা  অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ। 

উপরে উল্লেখিত নোটিফিকেশন গুলো ছাড়াও আরও বিভিন্ন ধরনের নোটিফিকেশন গুলো আপনি খুব সহজেই ম্যানেজ করতে পারবেন আপনার আইটি নাট হোস্টিং ক্লাইন্ট এরিয়া থেকে।

ক্লাইন্ট এরিয়া থেকে SMS নোটিফিকেশন বন্ধ করতে নিচের পদ্ধতি অনুসরণ করুনঃ

প্রথমে আপনার আইটি নাট হোস্টিং ক্লাইন্ট এরিয়া তে লগইন করুন। এরপর SMS Notification অফ করতে ড্যাশবোর্ড এ ডান পাশে থাকা আপনার একাউন্ট সেকশন আপনার ইউজার নেম এ ক্লিক করুন।

image2 4

আপনি একটি ড্রপ ডাউন মেনু দেখতে পাবেন সেখানে SMS Notification এ ক্লিক করুন।

image1 2

আপনি সেখানে বিভিন্ন প্রকার সার্ভিস এর জন্য SMS Notification অফ বা অন করার অপশন গুলো দেখতে পারবেন এবং অফ অন করতে পারবেন প্রয়োজন মতো। এছাড়াও সকল নোটিফিকেশন গুলো এক সাথে অফ করতে পারবেন।

image3 2

আপনার প্রয়োজনীয় নোটিফিকেশন গুলো অফ বা অন করে Save Changes বাটন এ ক্লিক করে সেভ করুন।

কিভাবে SMS Notification ম্যানেজ করতে হয় তা আমরা জানলাম। এরপর আমরা জানবো কিভাবে হোস্টিং সার্ভিস আপগ্রেড করতে হয়।

Leave a Reply