You are currently viewing Outlook এ কিভাবে Webmail বা Business মেইল ব্যবহার করবেন?

ওয়েবমেইল সিপ্যানেলের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। সিপ্যানেল থেকে সহজেই আপনার ডোমেইন ব্যবহার করে ওয়েবমেইল তৈরি করে Gmail এর মতো আপনার যে কোনো পার্সোনাল ব্যবহারের জন্য ব্যবহার করতে পারেন। আপনার ওয়েবমেইলটি outlook mail অ্যাপ্লিকেশনেও ব্যবহার করতে পারেন। এজন্য, আপনাকে outlook সফ্টওয়্যার দিয়ে আপনার ওয়েবমেইলটি কনফিগার করতে হবে। নিচের পদক্ষেপ অনুসরণ করে আপনার ওয়েবমেইলটি কনফিগার করতে পারেনঃ

  • আপনার সিপ্যানেল থেকে একটি ওয়েবমেইল তৈরি করুন
  • ওয়েবমেইলে লগইন করুন এবং আপনি ওয়েবমেইলটি কনফিগার করার জন্য একটি মেইল পেতে পারেন।
  • এখন আপনার পিসিতে outlook  অ্যাপটি ওপেন করুন। উপরের ডান কোণায় File ক্লিক করে Add Account ক্লিক করুন।

SMTP mail setup 1

  • একটি নতুন পপআপ উইন্ডো খুলবে। প্রয়োজনীয় সকল বিস্তারিত তথ্য পূরণ করুন এবং Next বাটনে ক্লিক করুন।

SMTP mail setup 2

  • Next বাটনে ক্লিক করার পর outlook অটোমেটিকভাবে সেট করতে মেইল কনফিগারেশনটি সার্চ করবে। outlook অ্যাপ যদি মেইল কনফিগারেশনটি খুঁজে পায় তবে একটি পপআপ নটিফিকেশন পাবেন এবং আপনাকে “Don’t ask me about this website again” বক্সে টিকমার্ক দিয়ে “Allow” বাটনে ক্লিক করুন।

SMTP mail setup 3

  • সেটআপ প্রসেসটি শেষ করতে Finish বাটনে ক্লিক করুন।
  • যদি আউটলুক সফ্টওয়্যার মেইল সেটিংস অটোমেটিকভাবে খুজে না পায় তবে অনুগ্রহ করে Manual setup or additional server types নির্বাচন করে Next ক্লিক করুন।

SMTP mail setup 5

  • POP বা IMAP নির্বাচন করে Next ক্লিক করুন।

SMTP mail setup 4

  • পরের পেইজে, প্রয়োজনীয় সকল বিস্তারিত তথ্য পূরণ করে “Next” বাটনে ক্লিক করুন। বিস্তারিত তথ্য অর্থাৎ আপনার সার্ভারের কনফিগারেশনটি ওয়েবমেইলে লগইন করে প্রথম ইমেইলে দেখতে পারেন। outlook অ্যাপটি আপনার মেইলটি অটোমেটিক ভাবে প্রায় ১ মিনিট সময় নিয়ে ভেরিফাই করবে।
  • ভেরিভাই করার পর সেটআপ প্রসেসটি শেষ করতে “Finish” বাটনে ক্লিক করুন। 

এখন আপনি নিজের ওয়েবমেইলটি outlook থেকে ইমেইল পাঠিয়ে চেক করতে পারেন।আপনার যদি এই সম্পর্কে আরো তথ্যের প্রয়োজন হয় তবে নীচের ভিডিওটি দেখতে পারেনঃ

Read this content in English: How to configure webmail or business email with outlook?