You are currently viewing AnyDesk কি এবং কিভাবে ব্যবহার করা হয় ?

তথ্য প্রযুক্তির এই যুগে কম্পিউটার অথবা ল্যাপটপ আমাদের নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস। আমরা এখন কোন কিছু নিয়ে জানতে অথবা কোন কিছু শিখতে চাইলে তা অনলাইন থেকে সহজেই শিখে নিতে পারি। আবার যখন আমরা নিজে কোন কিছু পারিনা তখন যে পারে তার থেকে পরামর্শও নিতে পারি। যেমন ধরুন, আপনি কম্পিউটার অথবা ল্যাপটপে কোন একটি সমস্যা নিজে সমাধান করতে পারছেন না তখন আপনি কোন প্রফেশনালের কাছে থেকে জেনে নিয়ে নিজে সমধান করতে পারেন। যদি আপনি তার পরেও সমাধান করতে না পারেন তাহলে সে আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে AnyDesk দিয়ে সমাধান করে দিতে পারে।

AnyDesk কি?

AnyDesk হল একটি Remote Desktop Software যার মাধ্যমে এক কম্পিউটার থেকে বিশ্বের যেকোনো জায়গাতে যেকোনো কম্পিউটার কন্ট্রোল করা যায়। শুধু তাই নয় AnyDesk এর মাধ্যমে ফাইল ট্রান্সফার এবং মিডিয়া স্ট্রিমও করা যায় এবং AnyDesk ফ্রিতে ব্যবহার করা যায়। প্রয়োজন হলে আপনি বাসা থেকে অফিসের কম্পিউটার AnyDesk এর মাধ্যমে অ্যাকসেস করে বাসায় বসেই আপনার অফিসের কম্পিউটারে কাজ করতে পারেন।

কম্পিউটার অথবা ল্যাপটপে AnyDesk Install করতে প্রথমে এই লিংক থেকে AnyDesk সফটওয়্যারটি Download করে নিন।
Download হয়ে গেলে AnyDesk Software টি Run as Adminitrator দিয়ে ওপেন করুন। এখন আপনি এভাবেই ব্যবহার করতে পারেন।

(নোটঃ AnyDesk ইন্সটল না করেও ব্যবহার করা যায়। যদি সিস্টেমে ইন্সটল করতে চান তাহলে এই লিংক থেকে MSI deployment package টি Download করে নিতে পারেন।)

AnyDesk এর ব্যবহার

AnyDesk মাত্র 3MB এর ছোট একটি সফটওয়্যার। AnyDesk ওপেন করার পর আপনার সামনে ৯ ডিজিটের একটি কোড দেখাবে। এটি আপনার কম্পিউটারের AnyDesk কোড

anydesk 5

যদি আপনি কোনো কম্পিউটার কন্ট্রোল করতে চান:

যদি আপনি কোন কম্পিউটার অথবা ল্যাপটপকে কন্ট্রোল করতে চান তাহলে আপনি অন্য  কম্পিউটারের AnyDesk ID নিয়ে Remote Desk এ বসিয়ে Connect বাটনে ক্লিক করুন

AnyConv.com image8

এরপর সেই কম্পিউটারে আপনার থেকে Connect Request করা হবে

AnyConv.com image6

Request Accept করলে আপনার তার কম্পিউটারটি আপনার AnyDesk এ Monitor হবে এবং আপনি এখন তার কম্পিউটার কন্ট্রোল করতে পারেন

anydesk 3

যদি আপনার ডিভাইস কেউ কন্ট্রোল করতে চায়

যদি কেউ আপনার ডিভাইস কন্ট্রোল করতে চায় তাহলে তাকে আপনার AnyDesk ID টি দিতে হবে। এরপর সে তার কম্পিউটার থেকে  আপনার AnyDesk-এ একটি Connect Request আসবে। এখানে তাকে আপনার ডিভাইসের কি Permission এ access দিতে চান তা সিলেক্ট করতে হবে

anydesk 2

Administrator Permission এ সে আপনার কম্পিউটারেরের যেকোনো পরিবর্তন করতে পারেন। Normal Permission এ client আপনার কম্পিউটারেরের সাধারন কাজ যেমন কোন কিছু ওপেন করা, ক্লোজ করা, কিছু লেখা ইত্যাদি করতে পারেন। Accept করার সাথে সাথে আপনার Screen সেই কম্পিউটারে monitor হওয়া শুরু হবে।

(নোটঃ আপনি যদি মাউস মুভ করতে থাকেন তাহলে অন্য কম্পিউটার থেকে কাজ করতে পারবেনা। কাজের সমস্যা না চাইলে আপনি মাউস থেকে হাত সরিয়ে নিতে পারেন।)

কাজ শেষ হয়ে গেলে স্বাভাবিক ভাবে Disconnect এ ক্লিক করলেই AnyDesk Disconnect হয়ে যাবে।

anydesk 1

কম্পিউটারে Anydesk দিয়ে কিভাবে File Transfer করা যায়?

আপনি AnyDesk দিয়ে অন্য কম্পিউটার থেকে আপনার কম্পিউটারেে অথবা আপনার কম্পিউটার থেকে অন্য কম্পিউটারেে ফাইল ট্রান্সফার করতে পারেন। আপনি আপনার অ্যানিডেস্ক এর উপরের অ্যাকশন বারে ফাইল ট্রান্সফারের অপশন পাবেন। এখানে ক্লিক করুন।

anydesk 6

এখন আপনি নতুন একটি উইন্ডো দেখতে পাবেন। এখানে বামপাশে আপনার কম্পিউটারের ফোল্ডার দেখাবে আর ডানপাশ অন্য কম্পিউটারের ফোল্ডার দেখাবে। আপনি ফোল্ডার থেকে ফাইল সিলেক্ট করে ডাবল ক্লিক করলেই ফাইল ট্রান্সফার হয়ে আপনার কম্পিউটারে আসবে।File ট্রান্সফার করার পর ডানপাশে হিসটরি দেখতে পাবেন।

anydesk 4 1

AnyDesk খুবি ছোট একটি Software হয়েও অনেক ভালো কাজে আসে। আপনি আপনার প্রয়োজনের কাজে ব্যবহার করতে পারেন। তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আপনি কাকে আপনার AnyDesk এর Permission দিচ্ছেন! আপনার কম্পিউটারেরের Security and Privacy আপনাকেই Secure রাখতে হবে।

Read this content in English: What is AnyDesk and How to Use It?

Leave a Reply