You are currently viewing ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার ইমেজ কমপ্রেস করার সেরা প্লাগিন

ওয়েবসাইট দ্রুত লোড হওয়ার সাথে এসইও, ইউজার এক্সপেরিয়েন্স সহ আরও অনেক বিষয় সরাসরি সম্পৃক্ত। বিশেষ করে ই-কমার্স ওয়েবসাইটের জন্য ২ সেকেন্ডের আগেই লোড হওয়া ইউজার ধরে রাখার জন্য অনেক কার্যকরী পদ্ধতি। সাধারণত ওয়েবসাইটের ফাস্ট স্পিডের জন্য হোস্টিং সার্ভিস সরাসরি জড়িত থাকে। তবে শুধু ভালো হোস্টিং নিলেই যে ওয়েবসাইট ফাস্ট কাজ করবে এমন কোন কথা নেই। 

কারণ একটি ওয়েবসাইটের স্পিডের সাথে থিম, প্লাগিন, ইমেজ সহ আরও অনেক বিষয় জড়িত। আমরা জানি অনলাইন স্টোর তৈরি করতে আমাদের অনেক বেশি হাই কোয়ালিটি ইমেজ ব্যবহার করতে হয়। এই ইমেজ গুলো অপ্টিমাইজ করা না থাকলে সেগুলো লোড স্পিড অনেক বেশি বৃদ্ধি করে দেয়। আমাদের আজকের লেখায় ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যা আপনাকে সহজেই ওয়েবসাইটের ইমেজ অপ্টিমাইজ করার সুবিধা প্রদান করে। 

ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন

নিচে সবথেকে বেশি পপুলার ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন এবং এগুলোর সুবিধা সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো। 

ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন

Smush

স্মুশ একটি কমার্শিয়াল প্লাগিন। এর ফ্রী এবং পেইড দুই ধরনের ভার্শন রয়েছে। ২০১৭ সালের দিকে কিছু ওয়েব প্রফেশনালদের দ্বারা তৈরি এই প্লাগিনের বর্তমানে ১ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। এই প্লাগিন দিয়ে আপনি ইমেজ কমপ্রেস করার পাশাপাশি WebP তে কনভার্ট করতে পারবেন। তাদের প্রো ভার্সনে আপনি ইমেজের জন্য গ্লোবাল CDN ইউজ করতে পারবেন। যা ইমেজ প্রদর্শন আরও গতিশীল করে তোলে। 

তাদের উল্লেখযোগ্য ফিচারগুলো নিচে দেওয়া হলো-

  • বিল্ড-ইন লেজিলোড
  • ইমেজ রিসাইজ করার সুযোগ
  • ইমেজ সাইজ খুঁজে বের করে তা ফিক্স করার সুযোগ
  • ফোল্ডার হিসেবে কমপ্রেস করার সুযোগ
  • অটোমেটিক অপটিমাইজেশন
  • ৫ এমবির নিচে আনলিমিটেড ইমেজ অপ্টিমাইজ করার সুযোগ
  • মাল্টিসাইট কম্প্যাটিবল
  • গুটেনবার্গ ব্লক ইন্টেগ্রেশন 
  • ব্যাকগ্রাউন্ড অপ্টিমাইজেশান
  • WebP কনভারসেশন
  • Lossless, Lossy এবং Ultra ইমেজ কম্প্রেশন সুবিধা

এগুলো ছাড়াও তারা ইমেজ অপ্টিমাজ করার জন্য তাদের নিজস্ব সার্ভার ইউজ করে। অর্থাৎ আপনার ওয়েবসাইটের ইমেজ কমপ্রেস এবং অপ্টিমাইজ করার জন্য তারা আপনার ওয়েবসাইটের সার্ভার রিসোর্স ইউজ করবে না। তাদের WPMU DEV Smush API ইউজ করে তারা ইমেজ স্মুশ করে থাকে। তাদের WebP ইমেজ কম্প্রেশন PNG থেকে ২৬% এবং JPEG থেকে ২৫-৩৪% সাইজ কমাতে সক্ষম। ইমেজ কোয়ালিটি ঠিক রেখে কমপ্রেস এবং অপটিমাইজেশন করার জন্য Smush বেস্ট ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন। 

Imagify

এটি একটি অ্যাডভানস ইমেজ অপ্টিমাইজ করার প্লাগিন। তাদের মোটো হচ্ছে ইমেজ কোয়ালিটি না নষ্ট করে ইমেজ রিসাইজ ও কমপ্রেস করা। বাল্ক ইমেজ অপ্টিমাইজ থাকার কারণে একই সাথে অনেকগুলো ইমেজ অপ্টিমাইজ করা যায়। বর্তমানে তাদের অ্যাক্টিভ ইনস্টলেশন হচ্ছে ৯ লাখ প্লাস। নিচে ইমেজিফাই এর সেরা ফিচার গুলো আলোচনা করা হলো- 

  • ইমেজ কমপ্রেস করার মাল্টিপল অপশন রয়েছে
  • JPEG, PNG, GIF, WebP সহ আরও অন্যান্য ইমেজ ফরম্যাট সাপোর্ট করে
  • ইমেজ আপলোড হওয়ার সাথে সাথে এটি অপ্টিমাইজ করে ফেলে।
  • WebP টু AVIF কনভার্সন সুবিধা
  • কাস্টম ম্যাক্সিমাম উইড ও হাইট নির্বাচন করে দেওয়ার সুবিধা

 Imagify ফ্রী এবং পেইড দুই ভার্শনেই পাওয়া যায়। অন্যান্য ইমেজ ফরম্যাট কমপ্রেস করার পাশাপাশি এটি দিয়ে PDF ফরম্যাটও কমপ্রেস করা যায়। 

ShortPixel Image Optimizer

শর্টপিক্সেল একটি লাইট ওয়েট, ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস প্লাগিন। ছোট থেকে বড় যে কোন ওয়েবসাইটের ইমেজ অপ্টিমাইজ করার জন্য এটি অনেক কার্যকরী। এই প্লাগিন ইউজ করে যে কোন স্টিল ইমেজ যেমন PNG, JPEG, WebP কমপ্রেস করার পাশাপাশি অ্যানিমেটেড ইমেজ অপ্টিমাইজ করা যায়। তাছাড়া PNG ইমেজ কে JPEG এ কনভার্ট করতে চাইলেও এই প্লাগিন ইউজ করা যায়। বর্তমানে তাদের ৩ লাখের থেকে বেশি অ্যাক্টিভ ইনস্টলেশন রয়েছে। নিচে ShortPixel এর ফিচার গুলো আলোচনা করা হলো-

  • স্মার্ট ক্রপিং
  • থাম্বনেইল ও ফিচার ইমেজ কম্প্রেশন
  • ইমেজ ফাইল নেম, প্যাথ ইত্যাদি এক্সক্লুশন সুবিধা
  • যে কোন ইমেজ ফরম্যাট কমপ্রেস করার সুযোগ
  • ইমেজ রিসাইজ করা যায়
  • ইমেজের EXIF ডাটা রাখা এবং রিমুভ করার অপশন রয়েছে
  • ১০০ এমবি পর্যন্ত ফাইল সাইজ লিমিট
  • মিডিয়া লাইব্রেরী থেকে ইমেজ কমপ্রেস করার সুযোগ
  • বাল্ক আকারে ইমেজ অপ্টিমাইজ করার সুযোগ

এগুলো ছাড়াও ShortPixel দিয়ে PDF অপ্টিমাইজ করা যায়। পাশাপাশি আপনি এখানে প্রিভিউ ও দেখতে পারবেন। তাদের API ইউজ করে আপনি নিজের মতো করে টুল ডেভেলপ করে নিতে পারবেন। তাছাড়া তাদের গ্লোবাল ইমেজ CDN থাকার কারণে দ্রুত ইমেজ লোড হওয়ার সুবিধা পাওয়া যায়। 

TinyPNG

টাইনি পিএনজি তাদের সার্ভিস শুরু করে ওয়েবসাইটের মাধ্যমে। তবে তাদের প্লাগিন ইতোমধ্যে ওয়ার্ডপ্রেসে ১ লাখ প্লাস অ্যাক্টিভ ইনস্টলেশন পেয়েছে। মূলত এটি প্লাগিন এখানে উল্লেক্ষিত অন্যান্য প্লাগিন থেকে একটু কম পপুলার। এর কারণ তাদের ফ্রী প্লাগিন দিয়ে আপনি মাসে মাত্র ১০০ ইমেজ অপ্টিমাইজ করতে পারবেন। অন্যান্য প্লাগিনের থেকে এই সংখ্যা অনেক কম। নিচে TinyPNG এর গুরুত্বপূর্ণ ফিচার আলোচনা করা হলো-

  • নতুন আপলোড করা ইমেজ অটোমেটিক অপ্টিমাইজ হয়ে যায়
  • ব্যাকগ্রাউন্ড ইমেজ কমপ্রেশন সুবিধা রয়েছে
  • মিডিয়া লাইব্রেরীতে থাকা ইমেজ আলাদা আলাদাভাবে অপ্টিমাইজ করার সুযোগ
  • ম্যাক্সিমাম উইড ও হাইট সেট করার সুবিধা রয়েছে
  • এনিমেটেড PNG কমপ্রেস করা যায় 
  • মাল্টিসাইট সাপোর্ট রয়েছে 
  • উকমার্স সাপোর্ট রয়েছে
  • যে কোন কালারকে RGB তে কনভার্ট করে যা ইমেজ সাইজ কমিয়ে দেয় 

মূলত এইগুলো TinyPNG এর প্রধান ফিচার গুলোর সাথে পাওয়া যায়। অন্যদিকে এই প্লাগিন PNG ইমেজকে ৪০-৬০% এবং JPEG ইমেজকে ৫০-৮০% পর্যন্ত কমপ্রেস করে থাকে। কোয়ালিটি কম্প্রোমাইজ না করে এত বেশি পরিমাণে কমপ্রেশন অনেক কার্যকরী। 

ইমেজ অপ্টিমাইজার প্লাগিন

LiteSpeed Cache (QUIC.cloud)

লাইটস্পিড সাধারণত একটি ক্যাশিং প্লাগিন। ফ্রীতে এত বেশি পরিমাণ ফিচার ও কার্যকরী পারফর্মেন্স প্লাগিন আর দ্বিতীয়টি নেই। বিশেষ করে লাইটস্পিড সার্ভারগুলোতে এই প্লাগিন ইউজ করলে ওয়েবসাইট অনেক ফাস্ট হয়ে থাকে। তাদের ফিচার গুলোর মধ্যে ক্যাসিং বাদেও ফাইল অপ্টিমাইজ, ডাটাবেজ অপ্টিমাইজ ও ইমেজ অপ্টিমাইজ রয়েছে। নিচে লাইটস্পিড এর ইমেজ অপ্টিমাইজ ব্যবহার করলে যে যে ফিচার পাওয়া যাবে তা দেওয়া হলো-

  • ইমেজের সাইজ অনেক বেশি কময়ে আনা যায়
  • লেজি লোডিং ইউজ করে ইমেজ লোড কন্ট্রোল করা যায়
  • ইমেজ ফাইলগুলো WebP তে কনভার্ট করা যায়
  • আইকন ফাইলগুলোকে অপ্টিমাইজ করা যায়
  •  QUIC.cloud সিডিএন ইউজ করে ফাস্ট ইমেজ লোড করানো যায় 

এগুলো বাদেও এই পারফর্মেন্স প্লাগিন ইউজ করে ওয়েবসাইট ফাস্ট করার জন্য প্রয়োজনীয় অন্যান্য কাজ করা যায়। যে কারণে বর্তমানে লাইটস্পিড প্লাগিনের ৬ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইন্সটলেশন রয়েছে। যদিও ফ্রী ভার্শন ইউজ করেই ওয়েবসাইট অনেক ফাস্ট করা যায় তবে প্রিমিয়াম ফিচারে আরও অনেক কন্ট্রোল রয়েছে যা কাজ আরও সহজ করে তোলে। 

EWWW Image Optimizer

EWWW ইমেজ অপ্টিমাইজার একটু পপুলার ইমেজ কমপ্রেস করার প্লাগিন। বর্তমানে তাদের ১ মিলিয়ন প্লাস অ্যাক্টিভ ইন্সটালেশন রয়েছে। ওয়েবসাইট স্লো লোড হওয়ার পেছনে ইমেজ সাইজ অনেক বড় কারণ হিসেবে কাজ করে। তবে এই প্লাগিন ইউজ করে ইমজ কমপ্রেস করা হলে সাইত দ্রুত লোড হতে সাহায্য করে। নিচে এই প্লাগিনের ফিচারগুলো সম্পর্কে ধারনা দেওয়া হলো- 

  • কোন ফাইল সাইজ ও স্পিড লিমিট নেই
  • পিক্সেল পারফেক্ট হ্যান্ডেলিং
  • প্রিমিয়াম ফিচারে হাই টর্ক সাপোর্ট রয়েছে
  • প্রিমিয়াম ভার্শনে ৮০% পর্যন্ত কমপ্রেস করা যায়
  • ওয়েবসাইটের আপলোড করা ইমেজ কমপ্রেস করার পাশাপাশি থিমের ইমেজ ও কমপ্রেস করে
  • একই সাথে সব ইমেজ অপ্টিমাইজ করা যায়
  • অটোমেটিক ইমেজ অপ্টিমাইজ করা যায়। 

যদিও ইমেজ অপ্টিমাইজ করার জন্য প্লাগিন ইউজ না করে সেগুলো আপলোড করার পূর্বে কমপ্রেস করে নেওয়া উচিত। কিন্তু ওয়েবসাইটে যদি অনেক বেশি ইমাজ আপলোড করা থাকে তাহলে উপরে বর্ণিত যে কোন একটি প্লাগিন ইউজ করে কমপ্রেস করতে হয়। আজকের লেখায় ওয়ার্ডপ্রেস ইমেজ অপ্টিমাইজার প্লাগিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে। 

Leave a Reply