১। Webuzo তে লগইন করে Domain সেকশন থেকে Add Addon Domain অপশনে ক্লিক করুন।

২। Add New Domain ইন্টারফেসে আসার পর নিচের ইনফরমেশনগুলো প্রোভাইড করুনঃ
- Domain Type: ড্রপডাউন লিস্ট থেকে Addon ডোমেইন সিলেক্ট করুন
- Domain: আপনি যে Addon Domain টি এড করতে চাচ্ছেন সেটি লিখুন।
- Domain Path: আপনার Addon Domain টি কোথায় এড করবেন সেটির Path সিলেক্ট করুন।
- public_html এর বাহিরে Add করতে চাইলে, public_html রিমুভ করে Addon Domain এর নাম লিখুন।
- এখন Add Domain বাটনে ক্লিক করুন।

আশা করছি আপনি Webuzo Control Panel এ আপনার অতিরিক্ত Addon Domain এড করতে পেরেছেন। এছাড়াও যদি আর কোন বিষয়ে জানার থাকে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা।