১। প্রথমে Webuzo কন্ট্রোল প্যানেলে লগইন করুন। এরপর Database সেকশন থেকে Add Database বাটনে ক্লিক করুন।

image 3

২। Create Database থেকে প্রথমে ডাটাবেজ এর suffix নেম বা ডাটাবেজ নেম ইনপুট ফিল্ডে দিতে হবে। আমার ক্ষেত্রে আমি “test2” দিয়েছি । তারপর  “create‘ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই ডাটাবেজ তৈরি হয়ে যাবে।

image 1

৩। ডাটাবেজ তৈরি Completed হয়ে গেলে, নিচের স্ক্রিনশটটির মত Successful Popup ম্যাসেজ দেখতে পারবেন।

image

পেজটি রিলোড করলে অথবা Popup ম্যাসেজ উইন্ডোর Ok বাটনে ক্লিক করলে নতুন তৈরি করা ডাটাবেজ দেখা যাবে।

image 2

এই পদ্ধতি ফলো করে খুব সহজেই আপনি Webuzo কন্ট্রোল প্যানেলে MySQL ডাটাবেজ  ক্রিয়েট করতে পারবেন। আপনার জন্য শুভকামনা, ভালো থাকবেন।

Leave a Reply