You are currently viewing Webuzo তে Database চেক করার নিয়ম

আপনি চাইলে সহজেই আমাদের দেখানো নির্দেশনা অনুসরণ করে Webuzo তে Database চেক করতে পারবেন।

Webuzo তে Database চেক করবেন যেভাবে

১। প্রথমে Webuzo কন্ট্রোল প্যানেলে লগইন করুন। Database সেকশন থেকে Current Databases বাটনে ক্লিক করুন।

image 4

 ২। Current Databases পেজটি Open হলে আপনি যতগুলো ডাটাবেজ ক্রিয়েট করেছেন সবগুলো দেখতে পারবেন।

image 5

এই পদ্ধতি ফলো করে খুব সহজেই আপনার ডাটাবেজ গুলো দেখতে পারবেন।

Leave a Reply