Domain কেনার পর আমরা অনেকেই সেই Domain টি Blogger এ সেট আপ করতে গিয়ে বিভিন্ন রকমের সমস্যার সম্মুখীন হয়ে থাকি। এর একটি কারণ হতে পারে আপনি আপনার ডোমেইনের CNAME record ডিলিট করে ফেলেছেন অথবা এটি আপনি ভুলে গেছেন। আপনি যদি CNAME record টি ভুলে গিয়ে থাকেন বা ডিলিট করে থাকেন তাহলে সেটি কিভাবে জেনে নিতে পারবেন সেই বিষয়ে নিচের স্টেপগুলো ধারাবাহিকভাবে ফলো করুন।
১। প্রথমে আমাদের sites.google.com এ গিয়ে Start a new site সেকশন থেকে Blank লেখা অপশনে ক্লিক করতে হবে।
২। এবার সেটিং অপশন থেকে Custom domains অপশন সিলেক্ট করে Start Setup বাটনে ক্লিক করতে হবে।
৩। এবার Set Up custom domain বক্সে ডোমেইনটি টাইপ করলে টেক্সট এরিয়ার নিচের This domain is not verified. Please verify your ownership নামের একটি মেসেজ দেখতে পাবো।
৪। verify your ownership এ ক্লিক করতে আমাদের ডোমেইন ভেরিফাইয়ের জন্য এমন একটি উইন্ডো ওপেন হবে। সেখান থেকে Select your domain register or provider ড্রপডাউন মেনু থকে Other সিলেক্ট করে নিতে হবে।
৫। Other সিলেক্ট করার পর নিচে প্রথমে TXT record দেখতে পাবো সেটি পরিবর্তন করে CNAME record পাওয়ার জন্য Add a CNAME record এ ক্লিক করতে হবে।
৬। Add a CNAME record এ ক্লিক করা পর আমরা CNAME রেকর্ডটি দেখতে পাবো।
উপরের পদক্ষেপ গুলো কমপ্লিট করে আমরা আমাদের ডোমেইনের CNAME record বের করেছি। এ ভাবে আপনি চাইলে আপনার ডোমেইনের CNAME record টি বের করে নিতে পারেন।
তবে আপনি যদি চান আপনার ডোমেইনটি গুগল ভেরিফাই করবেন। তাহলে উপরের পদক্ষেপ গুলোর সাথে কিছু অতিরিক্ত পদক্ষেপ নিতে হবে। তাহলেই আপনি আপনার ডোমেইনটি গুগল ভেরিফাই করে নিতে পারবেন। তবে চলুন বাকি পদক্ষেপ গুলো জেনে নেই।
৭। আমরা যে CNAME record টি পেয়েছি তার প্রথমটি অর্থাৎ CNAME Label/Host এই ফিল্ডের ডাটা CNAME record এর Name ফিল্ডে অ্যাড করবো এবং CNAME Destination/Target এই ফিল্ডের ডাটা CNAME record এর Address ফিল্ডে অ্যাড করে দিবো।
৮। CNAME record বা TXT record অ্যাড করার পর ভেরিফাই বাটনে ক্লিক করলে অনেক সময় We weren’t able to verify your property: www.yourdomain.xyz মেসেজ দেখা যায়। আর সমস্যাটি সমাধানের জন্য কিছুক্ষন অপেক্ষা করতে হবে। কারন যে CNAME record টি অ্যাড করা হয়েছে তা প্রোপাগেশন হতে কিছু সময়ের প্রয়োজন হতে পারে।
৯। প্রোপাগেশনের পর Verify বাটনে ক্লিক করলে একটি সাকসেস মেসেজের মাধ্যমে জানতে পারবো যে আমাদের ডোমেনটি ভেরিফাই হয়ে গেছে।
আপনি উপরের স্টেপগুলো ফলে করে খুব সহজেই CNAME record বের করতে পারবেন এবং চাইলে কিছু অতিরিক্ত স্টেপ গ্রহন করলে আপনার ডোমেইনটি গুগল ভেরিফাই করতে পারবেন।