১। Webuzo তে লগইন করে Domain সেকশন থেকে Redirects অপশনে ক্লিক করুন।

২। Redirects ইন্টারফেসে ডানপাশে Add Redirect বাটনে ক্লিক করুন। একটি নতুন উইন্ডোতে দেখতে পারবেন। এখন, Add New Redirect এ নিচের ইনফরমেশনগুলো কনফিগার করুনঃ
- Select Domain: যে ডোমেইন রিডাইরেক্ট করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
- Path: Type the Redirect path without the Domain Name
- Type: Temporary/Permanent কি টাইপ Redirect করতে চাচ্ছেন সেটি সিলেক্ট করুন।
- Address: কোন ডোমেইন এ Redirect করতে চাচ্ছেন সেটির URL দিন।
এখন, Add Redirect ক্লিক করুন।

Done, Redirect added. এখন Ok বাটনে ক্লিক করুন।

Redirect লিস্টগুলো দেখতে পারছেন, যদি কোন Redirect ডিলিট করতে চান ডানপাশে Delete (X) বাটনে ক্লিক করুন।

আশা করছি আপনি Webuzo Control Panel এ আপনার ডোমেইন Redirect করতে পেরেছেন। এছাড়াও যদি আর কোন বিষয়ে জানার থাকে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা।