ওয়ার্ডপ্রেস ইন্সটল করার পর বিশেষ করে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইন্সটল করার পর আমরা অনেক সময় থিম বা প্লাগইন অ্যাড করার সময় “Add New” বাটন খুজে পাই না। এটি শুধু মাত্র সাইটের Super Admin খুজে পেতে পারে। এটি খুজে পাওয়ার জন্য নিচের ধাপ গুলো অনুসরন করুনঃ 

ধাপ – ১ঃ ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইন্সটল করা Administrative এ লগইন করার পর “My Sites” থেকে “Network Admin” এবং সেখান থেকে “Themes/Plugin” এ যেতে হবে।

1 edited 1

ধাপ – ২ঃ এবার উপরের দিকে Theme লেখার পাশে আমরা “Add New” বাটনটি পেয়ে যাবো।

2

শুধু মাত্র Super Admin ছাড়া অন্য কোনো ইউজার (Administrator, Editor, Author, Contributer, Subscriber) নতুন কোনো থিম/প্লাগইন অ্যাড করতে বা চেঞ্জ করতে পারবে না। 

উপরের ধাপ অনুসরণ করে যদি “Add New” বাটন খুজে না পান তাহলে নিচের ধাপ গুলো অনুসরণ করুনঃ

১ঃ সিপ্যানেলে লগইন করার পর ফাইল ম্যানেজার থেকে যে সাইটে ওয়ার্ডপ্রেস মাল্টিসাইট ইন্সটল করেছেন তার রুট ডিরেক্টোরিতে যেতে হবে। সেখান থেকে “wp-config.php” ফাইলের উপর মাউসের রাইট বাটন ক্লিক করে ড্রপ ডাউন মেনু থেকে “Edit” অপশনে ক্লিক করতে হবে।

3 2

২ঃ এবার একটি পপআপ উইন্ডো পাবেন। সেখান থেকে “Edit” বাটনে ক্লিক করতে হবে।

4

৩ঃ এই দুটি লাইন ফাইলটির কোনো এক জায়গায় অ্যাড করে দিয়ে সেভ বাটনে ক্লিক করতে হবে। 

define('DISALLOW_FILE_EDIT', false);
define('DISALLOW_FILE_MODS', false);
5

উপরের প্রসেস ফলো করলে “Add New” বাটনটি খুজে পাবেন। আশা করছি আপনার সমস্যাটি ইতিমধ্যেই সমাধান হয়েছে। এছাড়াও যদি আর কোন বিষয়ে জানার থাকে তাহলে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ

Leave a Reply