১। Webuzo তে লগইন করে Domain সেকশন থেকে Sub Domain অপশনে ক্লিক করুন।

২। Manage Domain ইন্টারফেসে আপনার ডোমেইন এর লিস্ট দেখতে পারবেন। আপনি যে ডোমেইনটি এডিট করতে চাচ্ছেন সেটি ডানপাশে থাকা options এর Edit বাটনে ক্লিক করুন।

৩। Edit Domain এ ইন্টারফেসে আপনি ডোমেইন এর যে যে ইনফোগুলো চেঞ্জ করতে চাচ্ছেন সেগুলো এডিট করুন। Edit করা হয়ে গেলে নিচে থাকা Edit Domain বাটনে ক্লিক করুন।

আশা করছি আপনি Webuzo Control Panel এ আপনার ডোমেইন এডিট করতে পেরেছেন। এছাড়াও যদি আর কোন বিষয়ে জানার থাকে আমাদের সাপোর্টে যোগাযোগ করতে পারেন। আপনার জন্য শুভকামনা।