১। Webuzo WordPress Install করতে প্রথমে Webuzo Control Panel এ লগইন করুন।

২। এখন Application সেকশন থেকে অথবা Top bar এর ডানপাশে থাকা WordPress লোগো তে ক্লিক করুন।

image 5 1

৩। এখন WordPress Management থেকে Install বাটনে ক্লিক করুন।

Screenshot 36

৪। এখন নিচের ইনফরমেশনগুলো প্রোভাইড করুনঃ

  • Choose Installation URL (Domain):
  • Admin Username:
  • Admin Password:
  • Admin Email:

উপরের ইনফরমেশনগুলো দেওয়া হয়ে গেলে স্ক্রল করে নিচে যান এবং Install বাটনে ক্লিক করুন।

image 18

৫। Congratulations, the software was installed successfully একটি ম্যাসেজ দেখতে পারবেন। এখন, Administrative URL এ ক্লিক করে WordPress Dashboard এ লগইন করতে পারবেন।

image 9 1

আশা করছি আপনি এতক্ষণে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করতে পেরেছেন। এছাড়া কোন সহযোগিতা প্রয়োজন হলে যে কোন সময় আমাদের সাপোর্টে জানাতে পারেন। ধন্যবাদ

Leave a Reply